০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪

আড়াইহাজারে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ

 অনলাইন ভার্সন
  • ১০:১১:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৪১৭

"সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন"

নারায়নগঞ্জের আড়াইহাজারে বিএনপির পদযাত্রায় পুলিশ ও নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির নেতা ফারুক, সাতগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদ ও যুবদল নেতা হাবিবসহ অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৪০ রাউন্ড শর্টগানের গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করেছে।

পুলিশের দাবী বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী এলাকায় রাস্তা অবরোধ করে। এতে বাঁধা দিলে রাজনৈতিক দলটির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। এসময় পুলিশ দলটির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অনুযায়ী দলটির নেতাকর্মীরা ‘পদযাত্রা’ বের করেছিল।

এবিষয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ জানান, পুলিশ বিনা কারণে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাঁধা দিয়ে আমাদের নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করে এবং গুলি চালায়। এতে করে আমাদের ৬০- ৭০জন নেতাকর্মী গুলিবিদ্ধ ও আহত হয়েছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন সেবাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, রাস্তা অবরোধ করে রেখেছিল বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এতে মহাসড়কে তীব্র যানজট হলে তাদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করা হয়। অনুরোধ না শুনে তারা পুলিশের ওপর চড়াও হলে অ্যাকশনে যায় পুলিশ।

ওসি আজিজুল হক আরও বলেন, বিএনপি নেতা-কর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ আত্মরক্ষার্থে ৪০ রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।


"সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন"

👍ফেসবুকে আলোকিত শীতলক্ষ্যা

You cannot copy content of this page

আড়াইহাজারে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ

১০:১১:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
"সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন"

নারায়নগঞ্জের আড়াইহাজারে বিএনপির পদযাত্রায় পুলিশ ও নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির নেতা ফারুক, সাতগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদ ও যুবদল নেতা হাবিবসহ অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৪০ রাউন্ড শর্টগানের গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করেছে।

পুলিশের দাবী বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী এলাকায় রাস্তা অবরোধ করে। এতে বাঁধা দিলে রাজনৈতিক দলটির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। এসময় পুলিশ দলটির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অনুযায়ী দলটির নেতাকর্মীরা ‘পদযাত্রা’ বের করেছিল।

এবিষয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ জানান, পুলিশ বিনা কারণে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাঁধা দিয়ে আমাদের নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করে এবং গুলি চালায়। এতে করে আমাদের ৬০- ৭০জন নেতাকর্মী গুলিবিদ্ধ ও আহত হয়েছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন সেবাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, রাস্তা অবরোধ করে রেখেছিল বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এতে মহাসড়কে তীব্র যানজট হলে তাদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করা হয়। অনুরোধ না শুনে তারা পুলিশের ওপর চড়াও হলে অ্যাকশনে যায় পুলিশ।

ওসি আজিজুল হক আরও বলেন, বিএনপি নেতা-কর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ আত্মরক্ষার্থে ৪০ রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।


"সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন"