০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪

বন্দরের পাঁচটি ইউনিয়নে ১০ জনের লড়াই

আজ বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়নে নির্বাচন

  • ১১:০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
  • / ৩৯৩

"সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন"

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা নির্বাচন আজ ৮ মে বুধবার। নির্বাচন উপলক্ষে গতকাল মঙ্গলবার ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। দুপুর ১২ টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেয়া হয়।

এরপরই উপজেলার পাঁচটি ইউনিয়নের ৫৪ টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যান পুলিশ সদস্য ও আনসারসহ নির্বাচনে দায়িত্ব প্রাপ্তরা। বুধবার সকালে কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার।

এদিকে নির্বাচনী সরঞ্জাম পাঠানো কার্যক্রমে অংশ নিয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, পিপিএম(বার) জানান, নির্বাচন সুষ্ঠু করতে সব রকম ব্যবস্থা নেয়া হয়েছে। ৫৪ টি ভোট কেন্দ্র পাঁচ শতাধিক পুলিশ সদস্যের পাশাপাশি ৭শ” আনসার সদস্য নির্বাচনী দায়িত্বে থাকবে। এছাড়া পুলিশের ৮ টি টহলদলসহ বিজিবি ও র‌্যাব সদস্য, স্ট্রাইকিং ফোর্সসহ ১০ জন ম্যাজিট্রেট দায়িত্ব পালন করবেন নির্বাচনে।

বন্দর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, মদনপুর, ধামগড়, মুছাপুর, বন্দর ও কলাগাছিয়া ৫ টি ইউনিয়ন নিয়ে বন্দর উপজেলা পরিষদ গঠিত। মোট ৫৪টি ভোট কেন্দ্র। মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৫৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৭ হাজার ৫০০ ও নারী ভোটার ৬৪ হাজার ৬২।


"সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন"

👍ফেসবুকে আলোকিত শীতলক্ষ্যা

You cannot copy content of this page

বন্দরের পাঁচটি ইউনিয়নে ১০ জনের লড়াই

আজ বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়নে নির্বাচন

১১:০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
"সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন"

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা নির্বাচন আজ ৮ মে বুধবার। নির্বাচন উপলক্ষে গতকাল মঙ্গলবার ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। দুপুর ১২ টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেয়া হয়।

এরপরই উপজেলার পাঁচটি ইউনিয়নের ৫৪ টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যান পুলিশ সদস্য ও আনসারসহ নির্বাচনে দায়িত্ব প্রাপ্তরা। বুধবার সকালে কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার।

এদিকে নির্বাচনী সরঞ্জাম পাঠানো কার্যক্রমে অংশ নিয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, পিপিএম(বার) জানান, নির্বাচন সুষ্ঠু করতে সব রকম ব্যবস্থা নেয়া হয়েছে। ৫৪ টি ভোট কেন্দ্র পাঁচ শতাধিক পুলিশ সদস্যের পাশাপাশি ৭শ” আনসার সদস্য নির্বাচনী দায়িত্বে থাকবে। এছাড়া পুলিশের ৮ টি টহলদলসহ বিজিবি ও র‌্যাব সদস্য, স্ট্রাইকিং ফোর্সসহ ১০ জন ম্যাজিট্রেট দায়িত্ব পালন করবেন নির্বাচনে।

বন্দর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, মদনপুর, ধামগড়, মুছাপুর, বন্দর ও কলাগাছিয়া ৫ টি ইউনিয়ন নিয়ে বন্দর উপজেলা পরিষদ গঠিত। মোট ৫৪টি ভোট কেন্দ্র। মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৫৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৭ হাজার ৫০০ ও নারী ভোটার ৬৪ হাজার ৬২।


"সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন"