০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪

আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ শিশুর মৃত্যু

  • ১০:৫৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
  • / ৩৮৭

"সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন"

আড়াইহাজার প্রতিনিধি : আড়াইহাজারে পৃথক ঘটনায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো-আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী গ্রামের রহমত উল্লাহর ছেলে জোনায়েদ(৮) ও বড়ইকান্দি গ্রামের নাসির মিয়ার ছেলে নাজমুল ইসলাম (১১)।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী ও হাইজাদী ইউনিয়নের বড়ইকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টা সময় চাচাতো ভাইদের সঙ্গে বাড়ি থেকে ৩০০ গজ দূরে একটি পুকুরে গোসল করতে যায় শিশু নাজমুল ইসলাম। পুকুরে গোসল করার সময়ে চাচাতো ভাইয়েরা নাজমুল ইসলামকে পানিতে নামার পর উঠতে না দেখে সবাই বাড়িতে এসে নাজমুলের ডুবে যাওয়ার বিষয়টি জানায়। পরবর্তীতে বাড়ির লোকজন ছুটে গিয়ে খোঁজাখুঁজির পর পুকুরের গভীর থেকে তুলে আনে তাকে। পরে নাজমুলকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে একই দিন দুপুর ১২টার দিকে মায়ের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় জুনায়েদ। কিছু সময় পর জুনায়েদের মা তার ছেলেকে দেখতে না পেয়ে পুকুরে খোঁজাখুঁজি শুরু করে এবং পার্শ্ববর্তী অন্যান্য লোকজনকে অবগত করে। পরবর্তীতে বাড়ির অন্যান্য লোকজনের সহযোগিতায় পুকুরের গভীর থেকে জুনায়েদকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।


"সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন"

👍ফেসবুকে আলোকিত শীতলক্ষ্যা

You cannot copy content of this page

আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ শিশুর মৃত্যু

১০:৫৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
"সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন"

আড়াইহাজার প্রতিনিধি : আড়াইহাজারে পৃথক ঘটনায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো-আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী গ্রামের রহমত উল্লাহর ছেলে জোনায়েদ(৮) ও বড়ইকান্দি গ্রামের নাসির মিয়ার ছেলে নাজমুল ইসলাম (১১)।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী ও হাইজাদী ইউনিয়নের বড়ইকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টা সময় চাচাতো ভাইদের সঙ্গে বাড়ি থেকে ৩০০ গজ দূরে একটি পুকুরে গোসল করতে যায় শিশু নাজমুল ইসলাম। পুকুরে গোসল করার সময়ে চাচাতো ভাইয়েরা নাজমুল ইসলামকে পানিতে নামার পর উঠতে না দেখে সবাই বাড়িতে এসে নাজমুলের ডুবে যাওয়ার বিষয়টি জানায়। পরবর্তীতে বাড়ির লোকজন ছুটে গিয়ে খোঁজাখুঁজির পর পুকুরের গভীর থেকে তুলে আনে তাকে। পরে নাজমুলকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে একই দিন দুপুর ১২টার দিকে মায়ের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় জুনায়েদ। কিছু সময় পর জুনায়েদের মা তার ছেলেকে দেখতে না পেয়ে পুকুরে খোঁজাখুঁজি শুরু করে এবং পার্শ্ববর্তী অন্যান্য লোকজনকে অবগত করে। পরবর্তীতে বাড়ির অন্যান্য লোকজনের সহযোগিতায় পুকুরের গভীর থেকে জুনায়েদকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।


"সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন"