০৪:২২ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

প্রধানমন্ত্রীর জনসভা

জনসমুদ্রে পরিণত হয়ে উৎসবের শহরে পরিণত নারায়ণগঞ্জ

  • ০৫:৩৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
  • / ৪৩৫

"সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন"

স্টাফ রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেষ জনসভাকে ঘিরে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ উৎসবের শহরে পরিণত হয়েছিল। দীর্ঘ পনের বছর পর প্রধানমন্ত্রীর নারায়ণগঞ্জের সফরকে কেন্দ্র করে আনন্দে মেতেছিলেন আওয়ামীলীগের নেতাকর্মী-সমর্থকেরা। প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে জনতার জনসমুদ্রে পরিনত হয়েছিল। শেষ নির্বাচনী জনসভাস্থল ফতুল্লা ইসদাইর শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স স্টেডিয়াম মাঠ কানায়-কানায় পূর্ণ ছিল। কোথাও পা ফেলার জায়গা ছিল না।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল থেকেই আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা বিভিন্ন রংবে রংয়ের ফ্যষ্টুন-ব্যানার ও ঢাক, ঢোল বাজিয়ে ফতুল্লা ইসদাইর শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স স্টেডিয়াম মাঠে খণ্ড-খণ্ড মিছিল নিয়ে এসে জড়ো হন। হাতে লাল-সবুজ পতাকার সঙ্গে রঙিন পোশাক উৎসবের আমেজ তৈরি করে গোটা এলাকায়।

তিনটার দিকে নৌকার আদলে তৈরি সভামঞ্চে এসে নেতাকর্মীদের উদ্দেশে জাতীয় পতাকা নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এবং নারায়ণগঞ্জ-৪ আসনে সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান এমপি। এই জনসভায় নারায়ণগঞ্জ পাঁচটি সংসদীয় আসন থেকেই আসেন নেতাকর্মীরা।

বিশাল এই জনসভায় নেতাকর্মীরা আসেন আওয়ামী লীগের নির্বাচনি প্রতীক ‘নৌকা’র প্রতিকৃতি নিয়ে। পুরো জমায়েতে ক্ষণে ক্ষণে ‘নৌকা-নৌকা’ স্লোগানে মাতিয়ে রাখেন তারা।

সরেজমিনে সকাল ১০টার দিকে গিয়ে দেখা যায়- নারায়ণগঞ্জ শহরের চাষাড়া, লিংক রোড, জামতলা ও ফতুল্লা পঞ্চবটি পুলিশ লাইনস এবং মাসদাইর অটো অফিস মোড়সসহ আশপাশের এলাকায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের জড়ো হতে থাকে।

নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের নেতাকর্মীরা শেখ হাসিনার আগমন শুভেচ্ছা স্বাগতম, শেখ হাসিনার মার্কা নৌকা, উন্নয়নের মার্কা নৌকা নৌকা, ৭ তারিখ সারা দিন ‘নৌকা’ মার্কায় ভোট দিন স্লোগান দিয়ে মাঠে প্রবেশ করেন। এ সময় মঞ্চ, সমাবেশস্থল ও আশপাশ এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল।

জনসভাস্থলের চারপাশে বাঁশ দিয়ে শক্ত বেষ্টনি গড়ে তোলা হয়েছে। নেতাকর্মীদের সমাবেশস্থলে ঢোকার জন্য পৃথক লেন রয়েছে। নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আসা বিপুলসংখ্যক নারী-পুরুষ মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নারায়ণগঞ্জ শহর ও ইসদাইর শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স স্টেডিয়াম মাঠের আশপাশের পুরো এলাকা জুড়েই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। শহরের প্রতিটি মোড়ে পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান লক্ষ করা গেছে।

জনসভায় যোগ আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, দেশ আজ আওয়ামী লীগের নেতৃত্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় দেশের মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। দেশ থেকে খাদ্যের অভাব দূর হয়েছে। নারায়ণগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে। বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে পুনরায় নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানানো ইনশাল্লাহ।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনের নৌকার প্রার্থী সংসদ সদস্য একেএম শামীম ওসমান, ১- (রূপগঞ্জ) আসনের প্রার্থী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, ২- (আড়াইহাজার) আসনের প্রার্থী নজরুল ইসলাম বাবু, ৩- (সোনারগাঁ) আসনের প্রার্থী কায়সার হাসনাত, ৫ (শহর-বন্দর) আসনে জাতীয় পার্টির প্রার্থী আলহাজ্ব একেএম বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজামসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ আরো অনেকে।


"সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন"

👍ফেসবুকে আলোকিত শীতলক্ষ্যা

You cannot copy content of this page

প্রধানমন্ত্রীর জনসভা

জনসমুদ্রে পরিণত হয়ে উৎসবের শহরে পরিণত নারায়ণগঞ্জ

০৫:৩৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
"সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন"

স্টাফ রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেষ জনসভাকে ঘিরে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ উৎসবের শহরে পরিণত হয়েছিল। দীর্ঘ পনের বছর পর প্রধানমন্ত্রীর নারায়ণগঞ্জের সফরকে কেন্দ্র করে আনন্দে মেতেছিলেন আওয়ামীলীগের নেতাকর্মী-সমর্থকেরা। প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে জনতার জনসমুদ্রে পরিনত হয়েছিল। শেষ নির্বাচনী জনসভাস্থল ফতুল্লা ইসদাইর শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স স্টেডিয়াম মাঠ কানায়-কানায় পূর্ণ ছিল। কোথাও পা ফেলার জায়গা ছিল না।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল থেকেই আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা বিভিন্ন রংবে রংয়ের ফ্যষ্টুন-ব্যানার ও ঢাক, ঢোল বাজিয়ে ফতুল্লা ইসদাইর শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স স্টেডিয়াম মাঠে খণ্ড-খণ্ড মিছিল নিয়ে এসে জড়ো হন। হাতে লাল-সবুজ পতাকার সঙ্গে রঙিন পোশাক উৎসবের আমেজ তৈরি করে গোটা এলাকায়।

তিনটার দিকে নৌকার আদলে তৈরি সভামঞ্চে এসে নেতাকর্মীদের উদ্দেশে জাতীয় পতাকা নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এবং নারায়ণগঞ্জ-৪ আসনে সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান এমপি। এই জনসভায় নারায়ণগঞ্জ পাঁচটি সংসদীয় আসন থেকেই আসেন নেতাকর্মীরা।

বিশাল এই জনসভায় নেতাকর্মীরা আসেন আওয়ামী লীগের নির্বাচনি প্রতীক ‘নৌকা’র প্রতিকৃতি নিয়ে। পুরো জমায়েতে ক্ষণে ক্ষণে ‘নৌকা-নৌকা’ স্লোগানে মাতিয়ে রাখেন তারা।

সরেজমিনে সকাল ১০টার দিকে গিয়ে দেখা যায়- নারায়ণগঞ্জ শহরের চাষাড়া, লিংক রোড, জামতলা ও ফতুল্লা পঞ্চবটি পুলিশ লাইনস এবং মাসদাইর অটো অফিস মোড়সসহ আশপাশের এলাকায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের জড়ো হতে থাকে।

নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের নেতাকর্মীরা শেখ হাসিনার আগমন শুভেচ্ছা স্বাগতম, শেখ হাসিনার মার্কা নৌকা, উন্নয়নের মার্কা নৌকা নৌকা, ৭ তারিখ সারা দিন ‘নৌকা’ মার্কায় ভোট দিন স্লোগান দিয়ে মাঠে প্রবেশ করেন। এ সময় মঞ্চ, সমাবেশস্থল ও আশপাশ এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল।

জনসভাস্থলের চারপাশে বাঁশ দিয়ে শক্ত বেষ্টনি গড়ে তোলা হয়েছে। নেতাকর্মীদের সমাবেশস্থলে ঢোকার জন্য পৃথক লেন রয়েছে। নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আসা বিপুলসংখ্যক নারী-পুরুষ মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নারায়ণগঞ্জ শহর ও ইসদাইর শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স স্টেডিয়াম মাঠের আশপাশের পুরো এলাকা জুড়েই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। শহরের প্রতিটি মোড়ে পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান লক্ষ করা গেছে।

জনসভায় যোগ আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, দেশ আজ আওয়ামী লীগের নেতৃত্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় দেশের মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। দেশ থেকে খাদ্যের অভাব দূর হয়েছে। নারায়ণগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে। বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে পুনরায় নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানানো ইনশাল্লাহ।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনের নৌকার প্রার্থী সংসদ সদস্য একেএম শামীম ওসমান, ১- (রূপগঞ্জ) আসনের প্রার্থী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, ২- (আড়াইহাজার) আসনের প্রার্থী নজরুল ইসলাম বাবু, ৩- (সোনারগাঁ) আসনের প্রার্থী কায়সার হাসনাত, ৫ (শহর-বন্দর) আসনে জাতীয় পার্টির প্রার্থী আলহাজ্ব একেএম বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজামসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ আরো অনেকে।


"সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন"