০৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

না’গঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থীর অভিযোগে

সোনারগাঁয়ে নৌকার প্রার্থীসহ ১১ জনকে শোকজ

  • ০৭:৪৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
  • / ৩৯৮

"সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন"

স্টাফ রিপোর্টার (সোনারগাঁও) : নির্বাচন অনুসন্ধান কমিটির বরাবরে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের জাতীয় পাটির মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকার নির্বাচন পরিচালনা সমন্বয়কারী হাফেজ মাহমুদুল আনোয়ারের দায়ের করা একটি অভিযোগের সূত্র ধরে নৌকার প্রার্থীসহ ১১ জনকে শোকজ করা হয়েছে। সেই সাথে আগামী ২৪ ডিসেম্বর তাদের শোকজের জবাব দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

নির্বাচন অনুসন্ধান কমিটি (নির্বাচনী এলাকা ২০৬, নারায়ণগঞ্জ-৩) এর সভাপতি মোহসিনা ইসলাম বুধবার এই শোকজ করেন।

শোকজ প্রাপ্তরা হলেন, আওয়ামী লীগের মনোনীত নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান সামসুল ইসলাম ভূঁইয়া, ভাইস-চেয়ারম্যান বাবুল হোসেন, পিরোজপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, বৈদ্দ্যেও বাজার ইউপি চেয়ারম্যান আলামিন সরকার, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, সাদিপুর ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ মোল্লা, কাঁচপুর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, জামপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া, বারদী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ও মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ।

শোকজের চিঠিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে জাতীয় পাটির মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকার নির্বাচন পরিচালনা সমন্বয়কারী হাফেজ মাহমুদুল আনোয়ার ১৯ ডিসেম্বর লিখিত অভিযোগ করে নির্বাচন অনুসন্ধান কমিটির বরাবরে। সেই অভিযোগের ভিত্তিতে এই শোকজ করা হয়।

নৌকার প্রার্থীকে পাঠানো চিঠিতে বলা হয়, গত ১৯ ডিসেম্বর তিনি শতাধিক মোটর- সাইকেলসহ হাজারো নেতা-কর্মী নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল করেন, যা যান চলাচলে বিঘ্ন ঘটায়।

প্রার্থীর এ আচরণ জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধির ৬(ঘ) ও ৮(ক) সুস্পষ্ট লঙ্ঘন। গণমাধ্যমের সংবাদেও বিষয়টি প্রকাশিত হয়েছে।

চেয়ারম্যানদের চিঠিতে বলা হয়, নারায়ণগঞ্জ স্থানীয় সরকার বিভাগ কর্তৃক জারিকৃত নির্বাহী আদেশের নির্দেশনা লঙ্ঘন করে নারায়ণগঞ্জ-৩ আসনের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থীর পক্ষে নিজস্ব পদবী ও কার্যালয়, সরকারী গাড়ি ও জাতালানী ব্যবহার করে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। উক্ত অভিযোগের কপি অত্র পত্রের সাথে সংযুক্ত করা হলো।

উক্ত অভিযোগে আপনার বিরুদ্ধে দাবীকৃত আচরণ কেন নির্বাচনী অপরাধ কিংবা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন কিংবা নির্বাচন পর্ব অনিয়ম হিসেবে গন্য করে নির্বাচন কমিশন বরাবর অনুসন্ধান রিপোর্ট প্রেরণ করা হবে না এ সংক্রান্তে আগামী ২৪ ডিসেম্বর বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালত, নারায়ণগঞ্জ এর সিনিয়র সহকারী জজ সোনারগাঁও আদালত (কক্ষ নং-৩০৫, ৩য় তলা) স্বয়ং বা একজন প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দাখিলের জন্য আপনাকে নির্দেশ দেয় হলো।

জানাগেছে, গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ব্যানারে নৌকা প্রতীক নিয়ে বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করে। র‌্যালিত নৌকার প্রার্থী, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং বেশ কয়েকজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিপুল পরিমান নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আব্দুল্লাহ আল কায়সার হাসনাত বলেন, দীর্ঘদিন এ আসনটিতে নৌকার প্রার্থী ছিল না। এবার প্রার্থী পেয়ে আনন্দিত হয়ে দলীয় নেতাকর্মীরা মিছিল করেছেন। মূলত মিছিলটি ছিল দলের কেন্দ্রীয় আনন্দ মিছিল কর্মসূচির অংশ হিসেবে। আমরা সরাসরি মহাসড়কে ছিলাম না। ডাইভারশন রোডের ওপর ছিলাম। আমরা কোনো যানজট তৈরি করিনি। যেহেতু আমাকে শোকজ করা হয়েছে অবশ্যই এর ব্যাখ্যা প্রদান করবো।

সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভূঁইয়া বলেন, তিনিসহ কোনো চেয়ারম্যানই সরকারি গাড়ি ব্যবহার করেন নি। এর সঠিক ব্যাখ্যা আমরা কর্তৃপক্ষের সামনে উপস্থিত হয়ে জানাবো।


"সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন"

👍ফেসবুকে আলোকিত শীতলক্ষ্যা

You cannot copy content of this page

না’গঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থীর অভিযোগে

সোনারগাঁয়ে নৌকার প্রার্থীসহ ১১ জনকে শোকজ

০৭:৪৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
"সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন"

স্টাফ রিপোর্টার (সোনারগাঁও) : নির্বাচন অনুসন্ধান কমিটির বরাবরে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের জাতীয় পাটির মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকার নির্বাচন পরিচালনা সমন্বয়কারী হাফেজ মাহমুদুল আনোয়ারের দায়ের করা একটি অভিযোগের সূত্র ধরে নৌকার প্রার্থীসহ ১১ জনকে শোকজ করা হয়েছে। সেই সাথে আগামী ২৪ ডিসেম্বর তাদের শোকজের জবাব দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

নির্বাচন অনুসন্ধান কমিটি (নির্বাচনী এলাকা ২০৬, নারায়ণগঞ্জ-৩) এর সভাপতি মোহসিনা ইসলাম বুধবার এই শোকজ করেন।

শোকজ প্রাপ্তরা হলেন, আওয়ামী লীগের মনোনীত নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান সামসুল ইসলাম ভূঁইয়া, ভাইস-চেয়ারম্যান বাবুল হোসেন, পিরোজপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, বৈদ্দ্যেও বাজার ইউপি চেয়ারম্যান আলামিন সরকার, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, সাদিপুর ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ মোল্লা, কাঁচপুর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, জামপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া, বারদী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ও মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ।

শোকজের চিঠিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে জাতীয় পাটির মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকার নির্বাচন পরিচালনা সমন্বয়কারী হাফেজ মাহমুদুল আনোয়ার ১৯ ডিসেম্বর লিখিত অভিযোগ করে নির্বাচন অনুসন্ধান কমিটির বরাবরে। সেই অভিযোগের ভিত্তিতে এই শোকজ করা হয়।

নৌকার প্রার্থীকে পাঠানো চিঠিতে বলা হয়, গত ১৯ ডিসেম্বর তিনি শতাধিক মোটর- সাইকেলসহ হাজারো নেতা-কর্মী নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল করেন, যা যান চলাচলে বিঘ্ন ঘটায়।

প্রার্থীর এ আচরণ জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধির ৬(ঘ) ও ৮(ক) সুস্পষ্ট লঙ্ঘন। গণমাধ্যমের সংবাদেও বিষয়টি প্রকাশিত হয়েছে।

চেয়ারম্যানদের চিঠিতে বলা হয়, নারায়ণগঞ্জ স্থানীয় সরকার বিভাগ কর্তৃক জারিকৃত নির্বাহী আদেশের নির্দেশনা লঙ্ঘন করে নারায়ণগঞ্জ-৩ আসনের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থীর পক্ষে নিজস্ব পদবী ও কার্যালয়, সরকারী গাড়ি ও জাতালানী ব্যবহার করে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। উক্ত অভিযোগের কপি অত্র পত্রের সাথে সংযুক্ত করা হলো।

উক্ত অভিযোগে আপনার বিরুদ্ধে দাবীকৃত আচরণ কেন নির্বাচনী অপরাধ কিংবা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন কিংবা নির্বাচন পর্ব অনিয়ম হিসেবে গন্য করে নির্বাচন কমিশন বরাবর অনুসন্ধান রিপোর্ট প্রেরণ করা হবে না এ সংক্রান্তে আগামী ২৪ ডিসেম্বর বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালত, নারায়ণগঞ্জ এর সিনিয়র সহকারী জজ সোনারগাঁও আদালত (কক্ষ নং-৩০৫, ৩য় তলা) স্বয়ং বা একজন প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দাখিলের জন্য আপনাকে নির্দেশ দেয় হলো।

জানাগেছে, গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ব্যানারে নৌকা প্রতীক নিয়ে বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করে। র‌্যালিত নৌকার প্রার্থী, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং বেশ কয়েকজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিপুল পরিমান নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আব্দুল্লাহ আল কায়সার হাসনাত বলেন, দীর্ঘদিন এ আসনটিতে নৌকার প্রার্থী ছিল না। এবার প্রার্থী পেয়ে আনন্দিত হয়ে দলীয় নেতাকর্মীরা মিছিল করেছেন। মূলত মিছিলটি ছিল দলের কেন্দ্রীয় আনন্দ মিছিল কর্মসূচির অংশ হিসেবে। আমরা সরাসরি মহাসড়কে ছিলাম না। ডাইভারশন রোডের ওপর ছিলাম। আমরা কোনো যানজট তৈরি করিনি। যেহেতু আমাকে শোকজ করা হয়েছে অবশ্যই এর ব্যাখ্যা প্রদান করবো।

সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভূঁইয়া বলেন, তিনিসহ কোনো চেয়ারম্যানই সরকারি গাড়ি ব্যবহার করেন নি। এর সঠিক ব্যাখ্যা আমরা কর্তৃপক্ষের সামনে উপস্থিত হয়ে জানাবো।


"সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন"