০৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪

নারায়ণগঞ্জে পরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তা দিলেন জেলা প্রশাসন

 অনলাইন ভার্সন
  • ০৮:৩৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
  • / ৫৬০

"সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন"

নারায়ণগঞ্জ সংবাদদাতা (আলোকিত শীতলক্ষ্যা) : নারায়ণগঞ্জে লকডাউন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া তিন শতাধিক পরিবহন শ্রমিককে খাদ্য সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (২৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্য্যালয় প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি এবং শারীরিক দূরত্ব মেনে ছোট বড় বিভিন্ন গণপরিবহনের কর্মহীন শ্রমিকদের মধ্যে ১৭ কেজির খাদ্য সামগ্রীর একটি করে প্যাকেট বিতরণ করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

জেলা প্রশাসনের নিজস্ব তহবিল থেকে প্রত্যেককে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ ও ১ কেজি করে লবন দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মনিরুজ্জামান বকাউল ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সেলিম রেজাসহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা।

খাদ্য বিতরণ শেষে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পবিত্র রমজান মাস ও লকডাউন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেনীপেশার দিনমজুর ও শ্রমজীবি মানুষদের খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। এই সহায়তা পেয়ে কর্মহীন মানুষগুলো প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

এর আগে গত ১৯ এপ্রিল থেকে জেলার বিভিন্ন শ্রেণীপেশার কর্মহীন মানুষদের খাদ্য সহায়তা দেয়ার কার্যক্রম শুরু করে নারায়ণগঞ্জের জেলা প্রশাসন। টানা আট দিনে এ পর্যন্ত প্রায় তিন হাজার কর্মহীন পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। সংকটময় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে।


"সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন"

👍ফেসবুকে আলোকিত শীতলক্ষ্যা

You cannot copy content of this page

নারায়ণগঞ্জে পরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তা দিলেন জেলা প্রশাসন

০৮:৩৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
"সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন"

নারায়ণগঞ্জ সংবাদদাতা (আলোকিত শীতলক্ষ্যা) : নারায়ণগঞ্জে লকডাউন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া তিন শতাধিক পরিবহন শ্রমিককে খাদ্য সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (২৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্য্যালয় প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি এবং শারীরিক দূরত্ব মেনে ছোট বড় বিভিন্ন গণপরিবহনের কর্মহীন শ্রমিকদের মধ্যে ১৭ কেজির খাদ্য সামগ্রীর একটি করে প্যাকেট বিতরণ করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

জেলা প্রশাসনের নিজস্ব তহবিল থেকে প্রত্যেককে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ ও ১ কেজি করে লবন দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মনিরুজ্জামান বকাউল ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সেলিম রেজাসহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা।

খাদ্য বিতরণ শেষে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পবিত্র রমজান মাস ও লকডাউন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেনীপেশার দিনমজুর ও শ্রমজীবি মানুষদের খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। এই সহায়তা পেয়ে কর্মহীন মানুষগুলো প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

এর আগে গত ১৯ এপ্রিল থেকে জেলার বিভিন্ন শ্রেণীপেশার কর্মহীন মানুষদের খাদ্য সহায়তা দেয়ার কার্যক্রম শুরু করে নারায়ণগঞ্জের জেলা প্রশাসন। টানা আট দিনে এ পর্যন্ত প্রায় তিন হাজার কর্মহীন পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। সংকটময় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে।


"সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন"