১১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪

আগুনে দগ্ধ আড়াইহাজারে রেস্টুরেন্ট ম্যানেজারের মৃত্যু

 অনলাইন ভার্সন
  • ০৫:৩৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
  • / ৪৯০

"সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন"

আলোকিত শীতলক্ষ্যা রিপোর্ট : নারায়ণগঞ্জের আড়াইহাজারে তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের পাইপের লিকেজ থেকে আগুনের ঘটনায় দগ্ধ ফরিদ মিয়ার মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় ছোট বিনাইরচর এলাকার মৃত আনছার আলীর ছেলে।

গত বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চলতি মাসের ২ জানুয়ারী আড়াইহাজার পৌরসভা বাজারে অবস্থিত দুবাই প্লাজার পাঁচ তলায় রয়েল রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার নামে একটি প্রতিষ্ঠানে গ্যাসের সঞ্চালন পাইপ থেকে আগুনের ঘটনায় তিনি দগ্ধ হন।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। তিনি ৩ সন্তানের জনক ছিলেন। তিনি ছাড়াও এ ঘটনায় সেদিন আরও তিনজন দগ্ধ হয়েছেন।

মৃতের ভাই রাজু মিয়া বলেন, আগুনে ফরিদের শরীরিরের অধীকাংশই পুড়ে যায়। ঘটনার পর থেকেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, আমি মৃতের পরিবার সূত্রে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি।


"সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন"

👍ফেসবুকে আলোকিত শীতলক্ষ্যা

You cannot copy content of this page

আগুনে দগ্ধ আড়াইহাজারে রেস্টুরেন্ট ম্যানেজারের মৃত্যু

০৫:৩৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
"সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন"

আলোকিত শীতলক্ষ্যা রিপোর্ট : নারায়ণগঞ্জের আড়াইহাজারে তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের পাইপের লিকেজ থেকে আগুনের ঘটনায় দগ্ধ ফরিদ মিয়ার মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় ছোট বিনাইরচর এলাকার মৃত আনছার আলীর ছেলে।

গত বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চলতি মাসের ২ জানুয়ারী আড়াইহাজার পৌরসভা বাজারে অবস্থিত দুবাই প্লাজার পাঁচ তলায় রয়েল রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার নামে একটি প্রতিষ্ঠানে গ্যাসের সঞ্চালন পাইপ থেকে আগুনের ঘটনায় তিনি দগ্ধ হন।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। তিনি ৩ সন্তানের জনক ছিলেন। তিনি ছাড়াও এ ঘটনায় সেদিন আরও তিনজন দগ্ধ হয়েছেন।

মৃতের ভাই রাজু মিয়া বলেন, আগুনে ফরিদের শরীরিরের অধীকাংশই পুড়ে যায়। ঘটনার পর থেকেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, আমি মৃতের পরিবার সূত্রে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি।


"সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন"