সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও ছাত্র-আন্দোলনে নিহত শহীদদের জন্য দোয়া
- ১১:৪৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
- / ৫২৩
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির চেয়ার পারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে নিহত শহীদদের বিদেহী আত্নার মাগফেরাত কামনায় মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ আগষ্ট) বিকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিন পাড়া এলাকায় এ মিলাদ-দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিদ্ধিরগঞ্জের ২নং ওর্য়াড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাজা মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুল ইসলাম বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ডালিম প্রধান, সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইকবাল হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম, আক্তার হোসেন, সদস্য হাসানুজ্জামান লিমন, আক্তার হোসেন টিটু, লুৎফর রহমান লিটন, ইসমাইল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছা সেবকদল নেতা রিপন সরকার, রেদওয়ান আহাম্মেদ পাপ্পু, রাসেদুল ইসলাম রাব্বি, মিলন, ইব্রাহিম, হাবুল মিয়া ও হাবিবুর রহমান প্রমূখ। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন ২নং ওর্য়াড স্বেচ্ছাসেবক দলের নেতা নুর নবী।
এসময় প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা বক্তব্য বলেন, আওয়ামীলীগ সরকার এই ১৭ বছরে যা যা করেছে, আমরা যেন এমন কাজ না করি, কারন দেশটা আমাদের। যারা বিএনপির গ্রুপিং নিয়ে কাজ করছেন, এক গ্রুপ অরেক গ্রুপের নেতাকর্মীদের নামে মিথ্যা বানোয়াট মামলা দিচ্ছেন এটা ঠিক না। এটা দলের বদনাম হচ্ছে। আমি তাদেরকে বলতে চাই, দালালি আর কইরেন না। সাবধান হইয়া যান।
প্রধান বক্তার নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুল ইসলাম বাবু বক্তব্য বলেন, বিগত আওয়ামীলীগ সরকার আমলে ১৭ বছর আন্দোলন সংগ্রামে আমাদের নেতাকর্মীরা গায়েবি মামলা খেয়েছি। এখন আমার সংগঠনের ৩ জন নেতাকর্মীর নামে দুষ্কৃতিকারীরা মিথ্যা মামলা দিয়েছে। মামলায় যাদের আসামি করা হয়েছে, ৩ জন নেতাকর্মীরই বিগত দিনে আন্দোলন সংগ্রামে সম্মুখসারীর যোদ্ধা ছিলো।