০৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

ফতুল্লায় দুই গ্রুপের সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

  • ০৫:৪৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
  • / ৪৪৯

নারায়ণগঞ্জের ফতুল্লার আকবর নগরে দুই গ্রুপের মাঝে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় তিন জন গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (২৯ আগস্ট) সকাল থেকে সামেদ আলী বাহিনী ও শওকত আলী চেয়ারম্যানর আর্শীবাদ পুষ্ট জাকির বাহিনীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ওপর ককটেল বিস্ফোরণসহ ইট, টেটা ছুড়ে মারে জাকির বাহিনী। এ সময় পুলিশ আত্নরক্ষার্থে ২০ রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়ে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, পূর্বের রেশ ধরে সামেদ আলী বাহিনীর সঙ্গে বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীর সমর্থিত জাকির গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।

পুলিশ ঘটনাস্থলে যেয়ে উভয় গ্রুপকে ছত্রভঙ্গ করে দেয়। তবে একটি পরিত্যাক্ত ইট ভাটার ভেতর থেকে জাকির বাহিনী পুলিশের ওপর ককটেল ছুড়ে মেরে বিস্ফোরণ ঘটায় একই সঙ্গে টেটা ও ইট ছুড়ে মারে।

এ সময় পুলিশ আত্নরক্ষার্থে ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি বলে তিনি জানান। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও জাকির বাহিনীর সদস্যরা ইট ভাটার ভেতরে থেকে আক্রমণ করছেন।

এর আগে মঙ্গলবার শওকত চেয়ারম্যানের বাড়িতে সামেদ আলী বাহিনী হামলা চালিয়ে নারীসহ অন্তত ছয় জনকে মারধর করে আহত করে। এ সময় চেয়ারম্যানের ভাতিজার বাড়ি-ঘর ভাঙচুর করা হয়।

সংবাদটি ▼ শেয়ার করুন

👍ফেসবুকে আলোকিত শীতলক্ষ্যা

ফতুল্লায় দুই গ্রুপের সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

০৫:৪৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২

নারায়ণগঞ্জের ফতুল্লার আকবর নগরে দুই গ্রুপের মাঝে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় তিন জন গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (২৯ আগস্ট) সকাল থেকে সামেদ আলী বাহিনী ও শওকত আলী চেয়ারম্যানর আর্শীবাদ পুষ্ট জাকির বাহিনীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ওপর ককটেল বিস্ফোরণসহ ইট, টেটা ছুড়ে মারে জাকির বাহিনী। এ সময় পুলিশ আত্নরক্ষার্থে ২০ রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়ে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, পূর্বের রেশ ধরে সামেদ আলী বাহিনীর সঙ্গে বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীর সমর্থিত জাকির গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।

পুলিশ ঘটনাস্থলে যেয়ে উভয় গ্রুপকে ছত্রভঙ্গ করে দেয়। তবে একটি পরিত্যাক্ত ইট ভাটার ভেতর থেকে জাকির বাহিনী পুলিশের ওপর ককটেল ছুড়ে মেরে বিস্ফোরণ ঘটায় একই সঙ্গে টেটা ও ইট ছুড়ে মারে।

এ সময় পুলিশ আত্নরক্ষার্থে ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি বলে তিনি জানান। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও জাকির বাহিনীর সদস্যরা ইট ভাটার ভেতরে থেকে আক্রমণ করছেন।

এর আগে মঙ্গলবার শওকত চেয়ারম্যানের বাড়িতে সামেদ আলী বাহিনী হামলা চালিয়ে নারীসহ অন্তত ছয় জনকে মারধর করে আহত করে। এ সময় চেয়ারম্যানের ভাতিজার বাড়ি-ঘর ভাঙচুর করা হয়।

সংবাদটি ▼ শেয়ার করুন