জনসমুদ্রে পরিণত হলো নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশ

- ১১:০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
- / ৬৩৫
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রুত জাতীয় সংসদ নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও ফ্যাসিবাদ মোকাবিলার দাবিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আয়োজিত বিশাল সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে রের মিশনপাড়া এলাকায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আয়োজিত বিশাল জন-সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
উৎসব পরিবেশের মধ্যদিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঢাক-ঢোল বাজিয়ে ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে বিশাল মিছিল নিয়ে স্লোগানে-স্লোগানে রাজপথ মূখরিত করে সমাবেশে অংশগ্রহণ করেন। একপর্যায়ে মিছিল নিয়ে অংশগ্রহনে জেলা বিএনপির সমাবেশ মহা-সমাবেশে পরিণত হয়।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে এবং ১ম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ও যুগ্ন আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবের সঞ্চালনায় সমাবেশে এ সময় আরো বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির সহ-অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সাবেক মন্ত্রী অধ্যাপক রেজাউল করিম, জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল ও সদস্য আলহাজ¦ মুহাম্মদ গিয়াস উদ্দিন (সাবেক এমপি), মহানগর বিএনপির আহ্বায়ক এড: সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি প্রমুখ।