০৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

বৃদ্ধা মাকে মারধর করলো ছেলে ও তার স্ত্রী-থানায় অভিযোগ

  • ১২:১৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
  • / ৫১৭

ঔষুধ কেনার টাকা চাওয়ায় নিজ সন্তান ও তার স্ত্রীর হাতে মারধরের শিকার হয়েছেন ষাটোর্ধ্ব বয়সী এক বৃদ্ধা মা। এসময় মাকে বাচাঁতে গিয়ে ভাইয়ের সাবলের আঘাতে রক্তাক্ত জখম হয়েছেন বোন। এমন মর্মান্তিক ঘটাটি ঘটেছে শহরের বাবুরাইল এলাকায়। এ ঘটনায় ছোট বোন মোসা: সোহেলা সুলতানা শিমুল বাদি হয়ে ভাই মহসিন ও ভাবি কেয়া বেগমসহ ৩ জনকে বিবাদী করে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগসূত্রে জানাগেছে, বাবুরাইল এলাকায় ছেলে মহসিনের বাসায় থাকলেও বৃদ্ধা মা মোসা: সুফিয়া খাতুনের (৬৫) কোন ধরনেরই ভরণপোষণ দেন না তিনি। মা যখনই ভরণপোষনের কথা বলে ছেলে ও তার স্ত্রী কেয়া বেগম তাকে হুমকি ধামকি ও গালিগালাজ করে। গত ১৭ আগষ্ট (বৃহস্পতিবার) ছেলে মহসিনের কাছে বাধ্য হয়েই ঔষুধ কেনার জন্য টাকা চান মা।

কিন্তু ঔষুধ কিনার টাকা না দিয়ে উল্টো মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে ছেলে মহসিন ও তার স্ত্রী কেয়া। এসময় মা গালিগালাজ করতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে মাকে এলোপাথারী ভাবে কিল, ঘুষি ও লাথি মারে ছেলে মহসিন, তার স্ত্রী কেয়া বেগম ও মোসা: কুলসুম বেগম।

বৃদ্ধা মাকে মারতে দেখে বড় বোন মোসা: আরিফা বেগম এগিয়ে আসলে তাকেও লোহার সাবল দিয়ে আঘাত করে পাষন্ড ছোট ভাই মহসিন। এসময় ছোট ভাইয়ের সাবলের আঘাতে রক্তাক্ত জখম হন বড় বোন আরিফা বেগম।

পরে তাদের আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তাদের সামনেই মা সুফিয়া খাতুন ও বড় বোন আরিফাকে প্রাণনাশের হুমকি দেয় মহসিন। শুধু তাই নয়, এ বিষয়ে বেশি বাড়াবাড়ি করলে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করারও হুমকি প্রদান করে মহসিন।

অভিযোগ তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। মারামারির ঘটনায় একজনের মাথায় আঘাত লেগেছে। মুলত সম্পত্তির হিসেব নিকেশ থেকে এ দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। অভিযুক্তকে পাওয়া যায়নি, তাকে থানায় ডেকেছি। এখনও আসেনি।

এদিকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী সুফিয়া বেগম, মোসা: আরিফা বেগম ও বাদি মোসা: সোহেলা সুলতানা শিমুল। তারা এ বিষয়ে ফতুল্লা থানার ওসি রিজাউল হকের সুদৃষ্টি কামনা করেছেন।

সংবাদটি ▼ শেয়ার করুন

👍ফেসবুকে আলোকিত শীতলক্ষ্যা

বৃদ্ধা মাকে মারধর করলো ছেলে ও তার স্ত্রী-থানায় অভিযোগ

১২:১৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২

ঔষুধ কেনার টাকা চাওয়ায় নিজ সন্তান ও তার স্ত্রীর হাতে মারধরের শিকার হয়েছেন ষাটোর্ধ্ব বয়সী এক বৃদ্ধা মা। এসময় মাকে বাচাঁতে গিয়ে ভাইয়ের সাবলের আঘাতে রক্তাক্ত জখম হয়েছেন বোন। এমন মর্মান্তিক ঘটাটি ঘটেছে শহরের বাবুরাইল এলাকায়। এ ঘটনায় ছোট বোন মোসা: সোহেলা সুলতানা শিমুল বাদি হয়ে ভাই মহসিন ও ভাবি কেয়া বেগমসহ ৩ জনকে বিবাদী করে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগসূত্রে জানাগেছে, বাবুরাইল এলাকায় ছেলে মহসিনের বাসায় থাকলেও বৃদ্ধা মা মোসা: সুফিয়া খাতুনের (৬৫) কোন ধরনেরই ভরণপোষণ দেন না তিনি। মা যখনই ভরণপোষনের কথা বলে ছেলে ও তার স্ত্রী কেয়া বেগম তাকে হুমকি ধামকি ও গালিগালাজ করে। গত ১৭ আগষ্ট (বৃহস্পতিবার) ছেলে মহসিনের কাছে বাধ্য হয়েই ঔষুধ কেনার জন্য টাকা চান মা।

কিন্তু ঔষুধ কিনার টাকা না দিয়ে উল্টো মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে ছেলে মহসিন ও তার স্ত্রী কেয়া। এসময় মা গালিগালাজ করতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে মাকে এলোপাথারী ভাবে কিল, ঘুষি ও লাথি মারে ছেলে মহসিন, তার স্ত্রী কেয়া বেগম ও মোসা: কুলসুম বেগম।

বৃদ্ধা মাকে মারতে দেখে বড় বোন মোসা: আরিফা বেগম এগিয়ে আসলে তাকেও লোহার সাবল দিয়ে আঘাত করে পাষন্ড ছোট ভাই মহসিন। এসময় ছোট ভাইয়ের সাবলের আঘাতে রক্তাক্ত জখম হন বড় বোন আরিফা বেগম।

পরে তাদের আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তাদের সামনেই মা সুফিয়া খাতুন ও বড় বোন আরিফাকে প্রাণনাশের হুমকি দেয় মহসিন। শুধু তাই নয়, এ বিষয়ে বেশি বাড়াবাড়ি করলে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করারও হুমকি প্রদান করে মহসিন।

অভিযোগ তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। মারামারির ঘটনায় একজনের মাথায় আঘাত লেগেছে। মুলত সম্পত্তির হিসেব নিকেশ থেকে এ দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। অভিযুক্তকে পাওয়া যায়নি, তাকে থানায় ডেকেছি। এখনও আসেনি।

এদিকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী সুফিয়া বেগম, মোসা: আরিফা বেগম ও বাদি মোসা: সোহেলা সুলতানা শিমুল। তারা এ বিষয়ে ফতুল্লা থানার ওসি রিজাউল হকের সুদৃষ্টি কামনা করেছেন।

সংবাদটি ▼ শেয়ার করুন