০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

শরতের এই শুভ্রখেলায় কাশফুল নিয়ে আনন্দে বাড়ি ফিরছে শিশুরা…

অনলাইন-সংস্করণ
  • ০১:৩০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
  • / ৭৭৯
সংবাদটি-শেয়ার-করুন

আলোকিত শীতলক্ষ্যা : ছবির গল্প : কাশফুলের শুভ্রতার পরশ নিতে উতলা স্কুলফেরত শিশুরা। কাশফুলের শুভ্রতা আর শিশুদের সারল্য যেন মিলেছে হেথায়। কাশফুল নিয়ে আনন্দে বাড়ি ফিরছে শিশুরা।

শরতের এই শুভ্রখেলায় কাশবনের ছোঁয়ায় চাঁদও যেন সেজেছে শুভ্র সাজে মন মেতেছে কাশফুলে, দিন শেষে ঝিমিয়ে পড়ে নগরজীবনের ব্যস্ততা। শান্ত প্রকৃতিতে তখন বেজে ওঠে গোধূলির গান। বিদায়বেলার এই রাগিণীতেও রয়েছে স্নিগ্ধ মায়া।

গোধূলির আকাশে নানা রঙের কারুকাজ, দিন শেষে ম্লান আলোতে কী যে মায়া, সন্ধ্যার ছায়া নেমেছে শরতের কাশবনে, বালু নদে বাড়িমুখো যাত্রীদের পারাপার, নদের জলে আলো আঁধারের খেলা, সাঁঝের মায়া লুটিয়ে পড়েছে নদের নিস্তরঙ্গ জলে। ছবির গল্প।


সংবাদটি-শেয়ার-করুন

আমাদের সাথে সংযুক্ত থাকুন

শরতের এই শুভ্রখেলায় কাশফুল নিয়ে আনন্দে বাড়ি ফিরছে শিশুরা…

০১:৩০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
সংবাদটি-শেয়ার-করুন

আলোকিত শীতলক্ষ্যা : ছবির গল্প : কাশফুলের শুভ্রতার পরশ নিতে উতলা স্কুলফেরত শিশুরা। কাশফুলের শুভ্রতা আর শিশুদের সারল্য যেন মিলেছে হেথায়। কাশফুল নিয়ে আনন্দে বাড়ি ফিরছে শিশুরা।

শরতের এই শুভ্রখেলায় কাশবনের ছোঁয়ায় চাঁদও যেন সেজেছে শুভ্র সাজে মন মেতেছে কাশফুলে, দিন শেষে ঝিমিয়ে পড়ে নগরজীবনের ব্যস্ততা। শান্ত প্রকৃতিতে তখন বেজে ওঠে গোধূলির গান। বিদায়বেলার এই রাগিণীতেও রয়েছে স্নিগ্ধ মায়া।

গোধূলির আকাশে নানা রঙের কারুকাজ, দিন শেষে ম্লান আলোতে কী যে মায়া, সন্ধ্যার ছায়া নেমেছে শরতের কাশবনে, বালু নদে বাড়িমুখো যাত্রীদের পারাপার, নদের জলে আলো আঁধারের খেলা, সাঁঝের মায়া লুটিয়ে পড়েছে নদের নিস্তরঙ্গ জলে। ছবির গল্প।


সংবাদটি-শেয়ার-করুন