০১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

ফিট নারায়ণগঞ্জ’র উদ্যোগে-দাপা উচ্চ বিদ্যালয়ে-সেল্ফ ডিফেন্স ক্লাস

অনলাইন-সংস্করণ
  • ১১:২১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • / ৪২১
সংবাদটি-শেয়ার-করুন

নারায়ণগঞ্জের যুবকদের শারীরিক ফিটনেস, সুস্থতা ও আত্মরক্ষার বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে ফিট নারায়ণগঞ্জ টিম ও ইয়াং মার্শাল ফাইটার কারাতে ক্লাব। তার ধারাবাহিকতায় মঙ্গলবার ১৯ নভেম্বর ফিট নারায়ণগঞ্জ টিম দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে একটি সেল্ফ ডিফেন্স ক্লাস ও সেমিনারের আয়োজন করেন।

পুরো প্রগ্রামটি ছাত্রদের খুব স্বাচ্ছন্দ্যের সাথে উপভোগ করতে দেখা গিয়েছে। ফিট নারায়ণগঞ্জ এর প্রতিষ্ঠাতা ইয়াং মার্শাল ফাইটার কারাতে ক্লাবের সিনিয়র ছাত্র মেহেদী হাসান অন্তর জানান, তারা পুরো নারায়ণগঞ্জের যুবকদের শরীর চর্চা, ফিটনেস ও মার্শাল আর্ট এর বিস্তার ও প্রসারের জন্য কাজ করে যাচ্ছেন। তার মতে যুবকরা শরীর চর্চা বা আত্মরক্ষা কৌশল সংক্রান্ত ব্যয়ামের সাথে সম্পৃক্ত থাকলে মাদক, ইভটিজিংসহ অনান্য নেতিবাচক নেশা হতে দূরে থাকতে পারবেন। এবং নিজেদের আত্মবিশ্বাসী গড়ে তুলতে পারবেন।

দাপা স্কুলে ফিট নারায়ণগঞ্জ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, মেহেদী হাসান অন্তর, মো: রফিক, মো: সায়হান, মো: আহাদ।

প্রোগ্রামে আরো যারা সক্রিয় ভুমিকা রেখেছেন তারা হচ্ছেন, মো: জহিরুল ইসলাম, সামিউল, জাহিদ, শরিফসহ অন্যান্য প্রাত্তণ ও বর্তমান দাপা স্কুলের শিক্ষার্থী।


সংবাদটি-শেয়ার-করুন

আমাদের সাথে সংযুক্ত থাকুন

ফিট নারায়ণগঞ্জ’র উদ্যোগে-দাপা উচ্চ বিদ্যালয়ে-সেল্ফ ডিফেন্স ক্লাস

১১:২১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
সংবাদটি-শেয়ার-করুন

নারায়ণগঞ্জের যুবকদের শারীরিক ফিটনেস, সুস্থতা ও আত্মরক্ষার বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে ফিট নারায়ণগঞ্জ টিম ও ইয়াং মার্শাল ফাইটার কারাতে ক্লাব। তার ধারাবাহিকতায় মঙ্গলবার ১৯ নভেম্বর ফিট নারায়ণগঞ্জ টিম দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে একটি সেল্ফ ডিফেন্স ক্লাস ও সেমিনারের আয়োজন করেন।

পুরো প্রগ্রামটি ছাত্রদের খুব স্বাচ্ছন্দ্যের সাথে উপভোগ করতে দেখা গিয়েছে। ফিট নারায়ণগঞ্জ এর প্রতিষ্ঠাতা ইয়াং মার্শাল ফাইটার কারাতে ক্লাবের সিনিয়র ছাত্র মেহেদী হাসান অন্তর জানান, তারা পুরো নারায়ণগঞ্জের যুবকদের শরীর চর্চা, ফিটনেস ও মার্শাল আর্ট এর বিস্তার ও প্রসারের জন্য কাজ করে যাচ্ছেন। তার মতে যুবকরা শরীর চর্চা বা আত্মরক্ষা কৌশল সংক্রান্ত ব্যয়ামের সাথে সম্পৃক্ত থাকলে মাদক, ইভটিজিংসহ অনান্য নেতিবাচক নেশা হতে দূরে থাকতে পারবেন। এবং নিজেদের আত্মবিশ্বাসী গড়ে তুলতে পারবেন।

দাপা স্কুলে ফিট নারায়ণগঞ্জ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, মেহেদী হাসান অন্তর, মো: রফিক, মো: সায়হান, মো: আহাদ।

প্রোগ্রামে আরো যারা সক্রিয় ভুমিকা রেখেছেন তারা হচ্ছেন, মো: জহিরুল ইসলাম, সামিউল, জাহিদ, শরিফসহ অন্যান্য প্রাত্তণ ও বর্তমান দাপা স্কুলের শিক্ষার্থী।


সংবাদটি-শেয়ার-করুন