১১:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

স্বার্থের রাজনীতি- এমএস ইসলাম আরজু

  • ১১:৩৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
  • / ৪৪৮

আমি জনতার সাথে করি দলাদলি
আর স্বার্থের সাথে সেতু-বন্ধন
ধোঁকা দিয়ে বানাই বোকা
দৈত্য দানব আমার সেনা।

আমি লোকসমাজে সাধু দরবেশ
গলাবাজিতে কাঁপাই রাজপথ
কেউ যদি করে অন্যায়ে প্রতিবাদ
চেপে ধরি তাঁর টুঁটি।

আমি মানুষ রুপি হিংস্র দানব
রক্ত চুসে খাওয়া নরপশু
অক্টোপাসের মতো জড়িয়ে ধরে
করে যাবো অন্যায় আর দূর্নীতি।

আমি দেশপ্রেম সমাজ মানবতা বুজিনা
সব কিছুতে খুঁজি স্বার্থ,
চাটুকারিতার মায়াজালে
সবাইকে টেনে ধরি বুকে।

সব কিছু যাক রসাতলে-তাতে আমার কি
আমি কাটাবো বিলাসী জীবন
তাই করছি আজ স্বার্থের
রা     জ    নী      তি
জনতার সাথে খেলে চলি ধোঁকাবাজি।

এম.এস ইসলাম আরজু
লেখক, সাংবাদিক, সংগঠক ও মানবাধিকার কর্মী
“স্বপ্ন সুন্দরের ভাবনায় আগামীর পথচলা”

সংবাদটি ▼ শেয়ার করুন

👍ফেসবুকে আলোকিত শীতলক্ষ্যা

স্বার্থের রাজনীতি- এমএস ইসলাম আরজু

১১:৩৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪

আমি জনতার সাথে করি দলাদলি
আর স্বার্থের সাথে সেতু-বন্ধন
ধোঁকা দিয়ে বানাই বোকা
দৈত্য দানব আমার সেনা।

আমি লোকসমাজে সাধু দরবেশ
গলাবাজিতে কাঁপাই রাজপথ
কেউ যদি করে অন্যায়ে প্রতিবাদ
চেপে ধরি তাঁর টুঁটি।

আমি মানুষ রুপি হিংস্র দানব
রক্ত চুসে খাওয়া নরপশু
অক্টোপাসের মতো জড়িয়ে ধরে
করে যাবো অন্যায় আর দূর্নীতি।

আমি দেশপ্রেম সমাজ মানবতা বুজিনা
সব কিছুতে খুঁজি স্বার্থ,
চাটুকারিতার মায়াজালে
সবাইকে টেনে ধরি বুকে।

সব কিছু যাক রসাতলে-তাতে আমার কি
আমি কাটাবো বিলাসী জীবন
তাই করছি আজ স্বার্থের
রা     জ    নী      তি
জনতার সাথে খেলে চলি ধোঁকাবাজি।

এম.এস ইসলাম আরজু
লেখক, সাংবাদিক, সংগঠক ও মানবাধিকার কর্মী
“স্বপ্ন সুন্দরের ভাবনায় আগামীর পথচলা”

সংবাদটি ▼ শেয়ার করুন