শামীম ওসমান পক্ষে ১নং ওয়ার্ডের কেন্দ্র কমিটির আনন্দ মিছিল
- ১১:৩৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
- / ৫০০
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনে সংসদ সদস্য প্রার্থী (বর্তমান এমপি) একেএম শামীম ওসমানের পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
‘আল বালাগ আদর্শ একাডেমী’ ভোট কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে বিপুল সংখ্যক নেতাকর্মী ও নারী-পুরুষ ভোটারদের নিয়ে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকালে নাসিক ১নং ওয়ার্ডের পাড়া মহল্লায় ঘুরে ঘুরে নৌকা মার্কায় ভোট চেয়ে এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আনন্দ মিছিলের সমাপ্তি করা হয়।
আনন্দ মিছিলে শামীম ওসমানের পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে ঢাক-ঢোল বাজিয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন মূলক বিভিন্ন স্লোগানের-স্লোগানে আনন্দ উল্লাসে মেতে ওঠে নেতাকর্মীরা। এসময় এলাকা জুড়েও উৎসবমুখর পরিবেশ দেখা যায়।
আনন্দ মিছিল শেষে শিব্বির আহমেদ বলেন নারায়ণগঞ্জ-৪ আসনে সংসদ সদস্য প্রার্থী আমাদের জননেতা একেএম শামীম ওসমানকে পুনরায় বিপুল ভোটে নির্বাচিত করার আশা ব্যক্ত করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল নেতাকর্মীদের ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি। এবং উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হতে হবে।
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী ও ‘আল বালাগ আদর্শ একাডেমী’ ভোট কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ শিব্বির আহমেদ ও সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের যুগ্ন আহ্বায়ক এসএম মাসুদ রানার নেতৃত্বে আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন ভূঁইয়া, জসিম উদ্দিন, কবির শেখ, খবির হোসেন রানা, মাহফুজুর রহমান জনি, মিজান, আব্দুল্লাহ আল মামুন, মোনায়েম শিকদার, আমজাদ হোসেন, নয়ন, ইস্কান্দার, বারেক সরদার, লিটন, সেজো মাদবর, আবু সাঈদ, ফারুক, আলতাব হোসেন, সোহেল, আলামিন, ইমরান হোসেন ইপু, আইমান হোসেন শুভ, ডাক্তার মোঃ শফিক, তোফায়েল হোসেন, ইসরাফিল সহ ওয়ার্ডের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও নির্বাচন পরিচালনা কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৮ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পাওয়ার পর থেকেই নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করতে পারে। এরপর থেকেই শুরু হয় প্রার্থীদের প্রচারণা। আগামী ৫ জানুয়ারী সকাল ৮টা পর্যন্ত এ প্রচারণা চালানো যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এবং ৭ই জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।