বন্দরে মহানগর যুবদলের শীতবস্ত্র বিতরণ
- ১১:৫৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
- / ৪৭৩
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন বন্দর থানা ও উপজেলা যুবদলের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে বন্দর ফরাজীকান্দা তৃতীয় শীতালক্ষ্যা ব্রীজের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন বিএনপির নেতৃবৃন্দ।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ওয়াদুদ ভূইয়া সাগরের সভাপতিত্বে ও সদস্য মিনহাজ মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল।
এছাড়াও অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, রুহুল আমিন, সাজ্জাদ হোসেন কমল, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন আনোয়ার, শাকিল মিয়া, আহসান খলিল শ্যামল, সাইফুল আলম সজিব, জাকির হোসেন সেন্টু, আক্তারুজ্জামান মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ খান, আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, এরশাদ আলী,আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, শাহীন শরীফ, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, এড. শাহিন খান, বাদশা মিয়া, মাসুদ রানা, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আঃ কাদির, জাহিদুল হাসান শুভ, যুবদল নেতা নজরুল ইসলাম দিমান, সাইদুর রহমান সাইদ, ওমর ফারুক, রাজু প্রধান, সজিব হাসান, আদনান, প্রান্ত, সানি প্রমুখ।