০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

নিউইয়র্কের ঘটনায় সবাইকে শান্ত থাকতে বললেন শামীম ওসমান

  • ১১:০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
  • / ৬০১

গত বুধবার আমেরিকার রাজধানী নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনাকাংখিত ঘটনা নিয়ে মুখ খুললেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

শনিবার (১৫ জুলাই) এক ভয়েস বার্তায় তিনি জানান, তারা বাংলাদেশ থেকে আমেরিকার মতো একটি সভ্য দেশে এসেছে। কিন্তু সেখানে এসে তারা সভ্যতাটা শিখে নাই।

বাংলাদেশটা তাদের নিজস্ব দেশ যে দেশটাকে তারা ভালোবাসে। পাকিস্থানী হলে আমি ভাবতাম ঠিক আছে। আমেরিকার মতো একটি সভ্য দেশে তারা যে ঘটনাটি ঘটিয়েছে অবশ্যই সেটা দু:খজনক ঘটনা। তবে তাদের যেই নেতা তাদের যে শিক্ষা দিয়েছেন তাদের কাছ থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না।

তিনি জানান, বিষয়টি হচ্ছে আমি ওখানে একাই ছিলাম। আর আমার এক ছোট ভাই গাড়ি চালাচ্ছিলেন। আমি হয়তো গাড়ি থেকে নামতামই না। কিংবা তাদের সামনে যেতাম না। যদি তারা শুধু আমাকে গালি দিতো। যখন তারা জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে নিয়ে অত্যন্ত বাজে মন্তব্য করলো তখন আমাকে গাড়ি থেকে নামতেই হয়েছে। কারণ আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক।

যা হোক এই ঘটনাটি নিয়ে আমাদের নারায়ণগঞ্জসহ সব জায়গায় দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। আমি সবার কাছে অনুরোধ করবো যে আমাদের উত্তেজিত হওয়ার কিছু নাই। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, জাতির পিতার কন্যা শেখ হাসিনা আমাদের নেত্রী আমাদের এ শিক্ষা দেন নাই। তাই সবাইকে শান্ত থাকতে অনুরোধ করবো। এবং দয়া করে আরেকটা অনুরোধ করবো এই ঘটনার বিচারের ভার জনগণের উপর ছেড়ে দেয়া উচিৎ।

তিনি আরও বলেন, আর যেটা আমার কাছে ভালো লেগেছে যে যেহেতু আমি একা ছিলাম তারা অনেক লোক ছিল। কিন্তু প্রতিবাদ আমি একা করিনি। প্রতিবাদ এবং প্রতিহত করেছে জ্যাকসন হাইটসের দোকান মালিকরা। এক পর্যায়ে তারা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। দেশে এবং বিদেশে জনগণ যে আমাদের সাথে আছে এটাই তার প্রমান। তাই আমি আবার আপনাদের (গণমাধ্যম) মাধ্যমে অনুরোধ জানাচ্ছি দলের নেতাকর্মীরা যেন শান্ত থাকেন।

সংবাদটি ▼ শেয়ার করুন

👍ফেসবুকে আলোকিত শীতলক্ষ্যা

নিউইয়র্কের ঘটনায় সবাইকে শান্ত থাকতে বললেন শামীম ওসমান

১১:০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩

গত বুধবার আমেরিকার রাজধানী নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনাকাংখিত ঘটনা নিয়ে মুখ খুললেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

শনিবার (১৫ জুলাই) এক ভয়েস বার্তায় তিনি জানান, তারা বাংলাদেশ থেকে আমেরিকার মতো একটি সভ্য দেশে এসেছে। কিন্তু সেখানে এসে তারা সভ্যতাটা শিখে নাই।

বাংলাদেশটা তাদের নিজস্ব দেশ যে দেশটাকে তারা ভালোবাসে। পাকিস্থানী হলে আমি ভাবতাম ঠিক আছে। আমেরিকার মতো একটি সভ্য দেশে তারা যে ঘটনাটি ঘটিয়েছে অবশ্যই সেটা দু:খজনক ঘটনা। তবে তাদের যেই নেতা তাদের যে শিক্ষা দিয়েছেন তাদের কাছ থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না।

তিনি জানান, বিষয়টি হচ্ছে আমি ওখানে একাই ছিলাম। আর আমার এক ছোট ভাই গাড়ি চালাচ্ছিলেন। আমি হয়তো গাড়ি থেকে নামতামই না। কিংবা তাদের সামনে যেতাম না। যদি তারা শুধু আমাকে গালি দিতো। যখন তারা জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে নিয়ে অত্যন্ত বাজে মন্তব্য করলো তখন আমাকে গাড়ি থেকে নামতেই হয়েছে। কারণ আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক।

যা হোক এই ঘটনাটি নিয়ে আমাদের নারায়ণগঞ্জসহ সব জায়গায় দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। আমি সবার কাছে অনুরোধ করবো যে আমাদের উত্তেজিত হওয়ার কিছু নাই। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, জাতির পিতার কন্যা শেখ হাসিনা আমাদের নেত্রী আমাদের এ শিক্ষা দেন নাই। তাই সবাইকে শান্ত থাকতে অনুরোধ করবো। এবং দয়া করে আরেকটা অনুরোধ করবো এই ঘটনার বিচারের ভার জনগণের উপর ছেড়ে দেয়া উচিৎ।

তিনি আরও বলেন, আর যেটা আমার কাছে ভালো লেগেছে যে যেহেতু আমি একা ছিলাম তারা অনেক লোক ছিল। কিন্তু প্রতিবাদ আমি একা করিনি। প্রতিবাদ এবং প্রতিহত করেছে জ্যাকসন হাইটসের দোকান মালিকরা। এক পর্যায়ে তারা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। দেশে এবং বিদেশে জনগণ যে আমাদের সাথে আছে এটাই তার প্রমান। তাই আমি আবার আপনাদের (গণমাধ্যম) মাধ্যমে অনুরোধ জানাচ্ছি দলের নেতাকর্মীরা যেন শান্ত থাকেন।

সংবাদটি ▼ শেয়ার করুন