সিদ্ধিরগঞ্জে ৩শ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- ১১:১০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
- / ৫০৪
সিদ্ধিরগঞ্জে তিনশত পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলো- নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি চৌধুরিপাড়া এলাকার মো: নুর মোহাম্মদের ছেলে রিয়াদ হোসেন(২৮) ও একই এলাকার আব্দুল কাদিরের ছেলে মো: আব্দুল আজিজ(৩৮)।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে মাদক আইনে দায়ের করা মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে শুক্রবার দিবাগত রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকা থেকে ওই ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মো: ওয়াসিম আকরাম জানান, সংগীয় ফোর্সসহ থানা এলাকায় ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকা গামী লেনে দুই ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে।
এমন সংবাদে রাত সাড়ে দশটার দিবে ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে তাদেরকে আটক করলে তারা মাদক বিক্রির কথা স্বীকার করে। পরে আসামী রিয়াদ হোসেন এর প্যান্টের ডান পকেট হতে ২৫০ এবং আব্দুল আজিজের প্যান্টের পকেট থেতে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।