০৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা মামলায় আসামি ২৭০

  • ১১:২২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • / ৫২১

নিজস্ব প্রতিবেদক : সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো: রাব্বী মিয়া (২২) নিহতের ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আাসামি করে ৭০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার আরও ২০০ জনকে অজ্ঞাত নামা আসামি করা হয়েছে।

নিহত শিক্ষার্থী মো: রাব্বী মিয়া সাউথইস্ট ইউনিভার্সিটি’র ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়ণরত ছিলো।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। এরআগে বুধবার রাতে নিহত ছাত্র রাব্বী মিয়ার বড় ভাই মো: অন্তর মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এ হত্যা মামলার আবেদন করেন।

মামলার আসামিরা হলেন- শাহ নিজাম (৫৬) পিতা শাহ নুর উদ্দিন সাং চাষাড়া, ইয়াসিন (৬২) পিতা মুলফত আলী সাং মিজমিজি সিদ্ধিরগঞ্জ, আজমেরি ওসমান (৪৫) পিতা সাবেক এমপি মৃত নাসিম ওসমান সাং ৯৯ নবাব সলিমুল্লাহ রোড পূর্ব চাষাড়া, মো: মজিবর রহমান (৭৮) পিতা মৃত রজ্জব আলী সাং মিজমিজি, অয়ন ওসমান (৩৭) পিতা সাবেক এমপি শামিম ওসমান সাং ৯৯ নবাব সলিমুল্লাহ রোড পূর্ব চাষাড়া, মতিউর রহমান মতি (৫৫) পিতা মৃত বাদশা মিয়া, আশরাফ (৪৮) পিতা বাচ্চু মিয়া, পানি আক্তার (৩৮) পিতা আবদুল করিম, মানিক মাষ্টার (৪৮) পিতা মাইন উদ্দিন, ভাগিনা মামুন (৪০) পিতা আতাউর রহমান মাষ্টার সর্বসাং আইলপাড়া সুমিলপাড়া, নুরউদ্দিন মিয়া (৫৫), নুর ছালাম (৬৫), জজ মিয়া (৫৫), নুরুল ইসলাম (৬৮) সর্ব পিতা মৃত বদর উদ্দিন সাং শিমরাইল, শাহজালাল বাদল (৪২) পিতা নুর সালাম সাং শিমরাইল চিটাগাংরোড, আব্দুল হাই মেম্বার (৬০) পিতা মাইনউদ্দিন সাং ওয়াবদা কলোনী, মো: কবির হোসেন (৪২) সাধারণ সম্পাদক শ্রমিক লীগ, মো: মজিবুর রহমান (৫২) আওয়ামীলীগ নেতা উভয় পিতা মুল্লুক চাঁন মাদ্রাসা রোড পশ্চিম কলাবাগ, মো: আল আমিন (৩০) ছাত্রলীগ নেতা, মো: আমিনুল ইসলাম (৩৫) যুবলীগ নেতা উভয় পিতা আলী মিয়া পূর্ব কলাবাগ, ইব্রাহিম (৩০) পিতা করিম সরকার পূর্ব কলাবাগ, চায়না মাসুদ (৩৫), বাবু (৩৮) পিতা শফিক কদমতলী, মো: জয়নাল (৪৫) তাতী লীগ ৫নং ওয়ার্ড পিতা গোলজার হোসেন পশ্চিম কলাবাগ, আনোয়ার হায়াত হিমেল (৩৮) সাধারণ সম্পাদক ৫নং ওয়ার্ড যুবলীগ পিতা খোকা মিয়া, মিজানুর রহমান (৩৮) সাধারণ সম্পাদক তাতীলীগ ঢাকা মহানগর দক্ষিণ, মিনহাজর রহমান (রাইয়ান) (২৫) ছাত্রলীগ নেতা নারায়ণগঞ্জ মহানগর উভয় পিতা হাবিবুর রহমান, শরীফ হোসেন ইরান (৩৮) সভাপতি ৫নং ওয়ার্ড যুবলীগ পিতা আলী আকবর মুন্সী ওমরপুর, রানা (৩০) স্বেচ্ছাসেবক লীগ পিতা রূপচাঁন মিয়া বেপারী পাড়া ৫নং ওয়ার্ড, বশির আহম্মেদ (৪৮) যুবলীগ নেতা পিতা সিরাজ মিয়া, আমিনুল হক রাজু (৫৩) সাধারণ সম্পাদক সেচ্ছাসেবক লীগ সিদ্ধিরগঞ্জ থানা পিতা কাসেম ভূইয়া মিজমিজি দক্ষিণ পাড়া, রাকিব (২৮) ছাত্রলীগ নেতা ২নং ওয়ার্ড, মো: আরিফ (২৪), ছাত্রলীগ নেতা ২নং ওয়ার্ড পিতা হাবুল ড্রাইভার, মুন্না (২৮) ছাত্রলীগ নেতা ২নং ওয়ার্ড পিতা নাজমুল, দোলন (৩০) সেচ্ছাসেবক লীগ ২নং ওয়ার্ড পিতা ফজর আলী, শান্ত (২৫) ছাত্রলীগ ৫নং ওয়ার্ড পিতা জাকির মিয়া বড়বাড়ী পশ্চিম কলাবাগ, আব্দুল হামিদ (৫৮) যুবলীগ নেতা ৬নং ওয়ার্ড পিতা মৃত হযরত আলী আইলপাড়া আদমজী, গুজালিটন (৪৫) ৬নং ওয়ার্ড পিতা আঃ রব শিমুলপাড়া, হীরা (৪০) যুবলীগ নেতা পিতা রেহান সাহেব শিমুলপাড়া ৬নং ওয়ার্ড, শাহজাহান সাজু (৫৮) পিতা অজ্ঞাত রসুলবাগ ৩নং ওয়ার্ড, রায়হান শরীফ (৩২) যুবলীগ নেতা পিতা মজিবুর পাগলাবাড়ী ১নং ওয়ার্ড, মো: সালাউদ্দিন (৩৫) যুবলীগ নেতা পিতা মিয়াজউদ্দিন বাগানবাড়ী নাসিক ৪নং ওয়ার্ড, সামাদ ব্যাপারি (৫২) পিতা আঃ মান্নান ব্যাপারি সাং পাইনাদী, হাবিবুল্লাহ হবুল (৫০) পিতা আহসান উল্লাহ সাং ওয়াবদা কলোনী, মতিউর রহমান সাগর (৩৭) পিতা আতাউর রহমান সাং কলাবাগপূর্ব, হান্নান (৪২) পিতা ইউসুফ মিয়া সাং মুনলাইট, মাহবুবুর রহমান (৪৯) পিতা বাদশা মিয়া সাং আইলপাড়া, রুহুল আমিন (৪৬) পিতা মৃত আতাউর রহমান সাং এসও মন্ডল পাড়া, মো: খোরশেদ আলম (৫০), মো: সাইদুল আলম (৪৮) উভয় পিতা আমানত আলী সাং পূর্বকলাবাগ, তানজিম কবির সজু (৪০) পিতা হুমায়ুন কবির সাং কদমতলী, মো: নাজিম উদ্দিন নাজু (৬৫) পিতা সমিরউদ্দিন সাং মিজমিজি কান্দাপাড়া, মাসুম শেখ বুশরা ট্রেডার্সের মালিক (৫১) পিতা অজ্ঞাত সাং সিমাডাইং জালকুড়ি, তাজিম বাবু (৫৫) পিতা মৃত সাহেদ আলী সাং মুন্সিপাড়া, সালাউদ্দিন আনি (৪২) পিতা মৃত সামসুল হক সাং গোদনাইল নয়াপাড়া, মো. হিরা (৩৮) পিতা জালাল সাং কদমতলী, আমির ভান্ডারী (৬০) পিতা মাইনউদ্দিন সাং আটি ওয়াবদা কলোনী, লোকমান (৬২) পিতা লুৎফর রহমান সাং বাঘমারা সানারপাড়, আলাউদ্দিন খান (৫৫) সভাপতি ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ পিতা মুত আমির খান, রাজু (৩৮) সেচ্ছাসেবক লীগ নেতা, মাসুদ (৪০) যুবলীগ নেতা ৬নং ওয়ার্ড পিতা ইয়াকুব আলী বার্মা ষ্ট্যান্ড এসও রোড, আল আমিন (৩৫) যুবলীগ নেতা পিতা উকিল উদ্দিন, ইঞ্জি: সানোয়ার (৩৮) সেচ্ছাসেবক লীগ পিতা রফিক, রাতুল (৩০) ছাত্রলীগ নেতা পিতা ফিরোজ মিয়া, বালু শাহজাহান (৫৫) পিতা অজ্ঞাত সর্ব সাং কদমতলী, আঃ আওয়াল (৫৯) পিতা আঃ রহমান সাং আটি, সালাউদ্দিন সানি (৪৮) পিতা অজ্ঞাত কদমতলী, আহম্মেদ কাউছার (৪৮) পিতা অজ্ঞাত সস্তাপুর ফতুল্লাহ, রাজু আহম্মেদ (৪৮) পিতা আঃ রশিদ সস্তাপুর ফতুল্লা। এছাড়াও মামলায় আরও ১৫০ থেকে ২০০ জন অজ্ঞাত আওয়ামী সন্ত্রাসীদের আসামি করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন শুরু হলে স্বৈরাচারী আওয়ামী সরকার সাধারণ ছাত্র-ছাত্রী ও জনতার উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী ও সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা ব্যাপক নিপীড়ন ও নির্যাতন শুরু করে।

গত ২০ জুলাই বিকাল সাড়ে ৫টায় সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ডস্থ ১০ তলার পিছনে পাইনাদী নতুন মহল্লা এলাকার চার তলা ভবনের বারান্দায় দাঁড়িয়ে থাকাকালীন হঠাৎ বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়েন রাব্বী মিয়া। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এজাহারে, মামলার আসামি শামীম ওসমান, শাহ নিজাম ও ইয়াছিনের নির্দেশে উল্লেখিত অন্যান্য আসামিদের ছোড়া গুলিতে বাদী অন্তর মিয়ার ভাই রাব্বী মিয়া গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন বলে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি ▼ শেয়ার করুন

👍ফেসবুকে আলোকিত শীতলক্ষ্যা

সিদ্ধিরগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা মামলায় আসামি ২৭০

১১:২২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো: রাব্বী মিয়া (২২) নিহতের ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আাসামি করে ৭০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার আরও ২০০ জনকে অজ্ঞাত নামা আসামি করা হয়েছে।

নিহত শিক্ষার্থী মো: রাব্বী মিয়া সাউথইস্ট ইউনিভার্সিটি’র ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়ণরত ছিলো।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। এরআগে বুধবার রাতে নিহত ছাত্র রাব্বী মিয়ার বড় ভাই মো: অন্তর মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এ হত্যা মামলার আবেদন করেন।

মামলার আসামিরা হলেন- শাহ নিজাম (৫৬) পিতা শাহ নুর উদ্দিন সাং চাষাড়া, ইয়াসিন (৬২) পিতা মুলফত আলী সাং মিজমিজি সিদ্ধিরগঞ্জ, আজমেরি ওসমান (৪৫) পিতা সাবেক এমপি মৃত নাসিম ওসমান সাং ৯৯ নবাব সলিমুল্লাহ রোড পূর্ব চাষাড়া, মো: মজিবর রহমান (৭৮) পিতা মৃত রজ্জব আলী সাং মিজমিজি, অয়ন ওসমান (৩৭) পিতা সাবেক এমপি শামিম ওসমান সাং ৯৯ নবাব সলিমুল্লাহ রোড পূর্ব চাষাড়া, মতিউর রহমান মতি (৫৫) পিতা মৃত বাদশা মিয়া, আশরাফ (৪৮) পিতা বাচ্চু মিয়া, পানি আক্তার (৩৮) পিতা আবদুল করিম, মানিক মাষ্টার (৪৮) পিতা মাইন উদ্দিন, ভাগিনা মামুন (৪০) পিতা আতাউর রহমান মাষ্টার সর্বসাং আইলপাড়া সুমিলপাড়া, নুরউদ্দিন মিয়া (৫৫), নুর ছালাম (৬৫), জজ মিয়া (৫৫), নুরুল ইসলাম (৬৮) সর্ব পিতা মৃত বদর উদ্দিন সাং শিমরাইল, শাহজালাল বাদল (৪২) পিতা নুর সালাম সাং শিমরাইল চিটাগাংরোড, আব্দুল হাই মেম্বার (৬০) পিতা মাইনউদ্দিন সাং ওয়াবদা কলোনী, মো: কবির হোসেন (৪২) সাধারণ সম্পাদক শ্রমিক লীগ, মো: মজিবুর রহমান (৫২) আওয়ামীলীগ নেতা উভয় পিতা মুল্লুক চাঁন মাদ্রাসা রোড পশ্চিম কলাবাগ, মো: আল আমিন (৩০) ছাত্রলীগ নেতা, মো: আমিনুল ইসলাম (৩৫) যুবলীগ নেতা উভয় পিতা আলী মিয়া পূর্ব কলাবাগ, ইব্রাহিম (৩০) পিতা করিম সরকার পূর্ব কলাবাগ, চায়না মাসুদ (৩৫), বাবু (৩৮) পিতা শফিক কদমতলী, মো: জয়নাল (৪৫) তাতী লীগ ৫নং ওয়ার্ড পিতা গোলজার হোসেন পশ্চিম কলাবাগ, আনোয়ার হায়াত হিমেল (৩৮) সাধারণ সম্পাদক ৫নং ওয়ার্ড যুবলীগ পিতা খোকা মিয়া, মিজানুর রহমান (৩৮) সাধারণ সম্পাদক তাতীলীগ ঢাকা মহানগর দক্ষিণ, মিনহাজর রহমান (রাইয়ান) (২৫) ছাত্রলীগ নেতা নারায়ণগঞ্জ মহানগর উভয় পিতা হাবিবুর রহমান, শরীফ হোসেন ইরান (৩৮) সভাপতি ৫নং ওয়ার্ড যুবলীগ পিতা আলী আকবর মুন্সী ওমরপুর, রানা (৩০) স্বেচ্ছাসেবক লীগ পিতা রূপচাঁন মিয়া বেপারী পাড়া ৫নং ওয়ার্ড, বশির আহম্মেদ (৪৮) যুবলীগ নেতা পিতা সিরাজ মিয়া, আমিনুল হক রাজু (৫৩) সাধারণ সম্পাদক সেচ্ছাসেবক লীগ সিদ্ধিরগঞ্জ থানা পিতা কাসেম ভূইয়া মিজমিজি দক্ষিণ পাড়া, রাকিব (২৮) ছাত্রলীগ নেতা ২নং ওয়ার্ড, মো: আরিফ (২৪), ছাত্রলীগ নেতা ২নং ওয়ার্ড পিতা হাবুল ড্রাইভার, মুন্না (২৮) ছাত্রলীগ নেতা ২নং ওয়ার্ড পিতা নাজমুল, দোলন (৩০) সেচ্ছাসেবক লীগ ২নং ওয়ার্ড পিতা ফজর আলী, শান্ত (২৫) ছাত্রলীগ ৫নং ওয়ার্ড পিতা জাকির মিয়া বড়বাড়ী পশ্চিম কলাবাগ, আব্দুল হামিদ (৫৮) যুবলীগ নেতা ৬নং ওয়ার্ড পিতা মৃত হযরত আলী আইলপাড়া আদমজী, গুজালিটন (৪৫) ৬নং ওয়ার্ড পিতা আঃ রব শিমুলপাড়া, হীরা (৪০) যুবলীগ নেতা পিতা রেহান সাহেব শিমুলপাড়া ৬নং ওয়ার্ড, শাহজাহান সাজু (৫৮) পিতা অজ্ঞাত রসুলবাগ ৩নং ওয়ার্ড, রায়হান শরীফ (৩২) যুবলীগ নেতা পিতা মজিবুর পাগলাবাড়ী ১নং ওয়ার্ড, মো: সালাউদ্দিন (৩৫) যুবলীগ নেতা পিতা মিয়াজউদ্দিন বাগানবাড়ী নাসিক ৪নং ওয়ার্ড, সামাদ ব্যাপারি (৫২) পিতা আঃ মান্নান ব্যাপারি সাং পাইনাদী, হাবিবুল্লাহ হবুল (৫০) পিতা আহসান উল্লাহ সাং ওয়াবদা কলোনী, মতিউর রহমান সাগর (৩৭) পিতা আতাউর রহমান সাং কলাবাগপূর্ব, হান্নান (৪২) পিতা ইউসুফ মিয়া সাং মুনলাইট, মাহবুবুর রহমান (৪৯) পিতা বাদশা মিয়া সাং আইলপাড়া, রুহুল আমিন (৪৬) পিতা মৃত আতাউর রহমান সাং এসও মন্ডল পাড়া, মো: খোরশেদ আলম (৫০), মো: সাইদুল আলম (৪৮) উভয় পিতা আমানত আলী সাং পূর্বকলাবাগ, তানজিম কবির সজু (৪০) পিতা হুমায়ুন কবির সাং কদমতলী, মো: নাজিম উদ্দিন নাজু (৬৫) পিতা সমিরউদ্দিন সাং মিজমিজি কান্দাপাড়া, মাসুম শেখ বুশরা ট্রেডার্সের মালিক (৫১) পিতা অজ্ঞাত সাং সিমাডাইং জালকুড়ি, তাজিম বাবু (৫৫) পিতা মৃত সাহেদ আলী সাং মুন্সিপাড়া, সালাউদ্দিন আনি (৪২) পিতা মৃত সামসুল হক সাং গোদনাইল নয়াপাড়া, মো. হিরা (৩৮) পিতা জালাল সাং কদমতলী, আমির ভান্ডারী (৬০) পিতা মাইনউদ্দিন সাং আটি ওয়াবদা কলোনী, লোকমান (৬২) পিতা লুৎফর রহমান সাং বাঘমারা সানারপাড়, আলাউদ্দিন খান (৫৫) সভাপতি ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ পিতা মুত আমির খান, রাজু (৩৮) সেচ্ছাসেবক লীগ নেতা, মাসুদ (৪০) যুবলীগ নেতা ৬নং ওয়ার্ড পিতা ইয়াকুব আলী বার্মা ষ্ট্যান্ড এসও রোড, আল আমিন (৩৫) যুবলীগ নেতা পিতা উকিল উদ্দিন, ইঞ্জি: সানোয়ার (৩৮) সেচ্ছাসেবক লীগ পিতা রফিক, রাতুল (৩০) ছাত্রলীগ নেতা পিতা ফিরোজ মিয়া, বালু শাহজাহান (৫৫) পিতা অজ্ঞাত সর্ব সাং কদমতলী, আঃ আওয়াল (৫৯) পিতা আঃ রহমান সাং আটি, সালাউদ্দিন সানি (৪৮) পিতা অজ্ঞাত কদমতলী, আহম্মেদ কাউছার (৪৮) পিতা অজ্ঞাত সস্তাপুর ফতুল্লাহ, রাজু আহম্মেদ (৪৮) পিতা আঃ রশিদ সস্তাপুর ফতুল্লা। এছাড়াও মামলায় আরও ১৫০ থেকে ২০০ জন অজ্ঞাত আওয়ামী সন্ত্রাসীদের আসামি করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন শুরু হলে স্বৈরাচারী আওয়ামী সরকার সাধারণ ছাত্র-ছাত্রী ও জনতার উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী ও সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা ব্যাপক নিপীড়ন ও নির্যাতন শুরু করে।

গত ২০ জুলাই বিকাল সাড়ে ৫টায় সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ডস্থ ১০ তলার পিছনে পাইনাদী নতুন মহল্লা এলাকার চার তলা ভবনের বারান্দায় দাঁড়িয়ে থাকাকালীন হঠাৎ বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়েন রাব্বী মিয়া। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এজাহারে, মামলার আসামি শামীম ওসমান, শাহ নিজাম ও ইয়াছিনের নির্দেশে উল্লেখিত অন্যান্য আসামিদের ছোড়া গুলিতে বাদী অন্তর মিয়ার ভাই রাব্বী মিয়া গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন বলে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি ▼ শেয়ার করুন