০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

বাঙালির ঘরে ঘরে বসন্তের পূর্ণতা পহেলা ফাল্গুন

  • ০১:৫৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
  • / ৮২১

আলোকিত শীতলক্ষ্যা রিপোর্ট : ‘ফুল ফুটুক, আর না-ই ফুটুক আজ বসন্ত‘ পহেলা ফাল্গুন বসন্ত উৎসব দিনটিকে বরণ করতে বাহারি রঙের ফুলের নানান আয়োজনের মধ্যদিয়ে বরণ করে থাকে বসন্ত উৎসব। ইংরেজি বর্ষপঞ্জির ১৪ ফেব্রুয়ারি দিনটিকে ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয় সারা বিশ্বে।

বাঙালির ঘরে ঘরে বসন্তের পূর্ণতার এ দোলা ছড়িয়ে পড়ে সর্বত্র এবং সারা পৃথিবীর সকল বাঙালির ঘরে ঘরে। কোকিলের কুহুতান, দখিনা হাওয়া, ঝরা পাতার শুকনো নিক্কন, প্রকৃতির মিলন, এ স ব বসন্তেই। তাই বসন্ত মানে পূর্ণতা। বসন্ত মানে নতুন প্রাণের কলরব। মিলনের ঋতু বসন্তই মনকে সাজায় বাসন্তী রংয়ে, মানুষকে করে আনমনা।

তাই কবিও ব্যক্ত করেছেন, ‘ফুল ফুটুক, আর না-ই ফুটুক আজ বসন্ত‘। বসন্তের এ সময়ে শীতের জীর্ণতা সরিয়ে ফুলে ফুলে সেজে ওঠে প্রকৃতি। গাছে গাছে নতুন পাতা, স্নিগ্ধ সবুজ কচি পাতার ধীরগতিতে বাতাসের সঙ্গে বয়ে চলা জানান দেয় নতুন কিছুর। ঋতুরাজ বসন্তে ফুলের গন্ধে ঘুম কেড়ে নেয়ার নাম গ্রামের চাষী বাড়ী।

গ্রামে হরেক রকম ফুলের সুবাসে মন ভরিয়ে দেয় ফুলের গন্ধে। আমাদের দেশের গ্রামের বাহারি রঙের ফুল সারা দেশে সরবরাহ করে থাকেন স্থানীয় চাষীরা। পহেলা ফালগুন, বসন্তের ভালোবাসা দিবস, ২১শে ফেব্রুয়ারি, মাতৃভাষা ও শহীদ দিবসসহ নানা আয়োজনকে ঘিরে ফুল বিক্রির আশা করেন চাষীরা। ফুল ও প্রকৃতি বাঁচিয়ে রাখতে সংশ্লিষ্টদের আরো পৃষ্টপোষকতা প্রয়োজন।

সংবাদটি ▼ শেয়ার করুন

👍ফেসবুকে আলোকিত শীতলক্ষ্যা

বাঙালির ঘরে ঘরে বসন্তের পূর্ণতা পহেলা ফাল্গুন

০১:৫৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১

আলোকিত শীতলক্ষ্যা রিপোর্ট : ‘ফুল ফুটুক, আর না-ই ফুটুক আজ বসন্ত‘ পহেলা ফাল্গুন বসন্ত উৎসব দিনটিকে বরণ করতে বাহারি রঙের ফুলের নানান আয়োজনের মধ্যদিয়ে বরণ করে থাকে বসন্ত উৎসব। ইংরেজি বর্ষপঞ্জির ১৪ ফেব্রুয়ারি দিনটিকে ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয় সারা বিশ্বে।

বাঙালির ঘরে ঘরে বসন্তের পূর্ণতার এ দোলা ছড়িয়ে পড়ে সর্বত্র এবং সারা পৃথিবীর সকল বাঙালির ঘরে ঘরে। কোকিলের কুহুতান, দখিনা হাওয়া, ঝরা পাতার শুকনো নিক্কন, প্রকৃতির মিলন, এ স ব বসন্তেই। তাই বসন্ত মানে পূর্ণতা। বসন্ত মানে নতুন প্রাণের কলরব। মিলনের ঋতু বসন্তই মনকে সাজায় বাসন্তী রংয়ে, মানুষকে করে আনমনা।

তাই কবিও ব্যক্ত করেছেন, ‘ফুল ফুটুক, আর না-ই ফুটুক আজ বসন্ত‘। বসন্তের এ সময়ে শীতের জীর্ণতা সরিয়ে ফুলে ফুলে সেজে ওঠে প্রকৃতি। গাছে গাছে নতুন পাতা, স্নিগ্ধ সবুজ কচি পাতার ধীরগতিতে বাতাসের সঙ্গে বয়ে চলা জানান দেয় নতুন কিছুর। ঋতুরাজ বসন্তে ফুলের গন্ধে ঘুম কেড়ে নেয়ার নাম গ্রামের চাষী বাড়ী।

গ্রামে হরেক রকম ফুলের সুবাসে মন ভরিয়ে দেয় ফুলের গন্ধে। আমাদের দেশের গ্রামের বাহারি রঙের ফুল সারা দেশে সরবরাহ করে থাকেন স্থানীয় চাষীরা। পহেলা ফালগুন, বসন্তের ভালোবাসা দিবস, ২১শে ফেব্রুয়ারি, মাতৃভাষা ও শহীদ দিবসসহ নানা আয়োজনকে ঘিরে ফুল বিক্রির আশা করেন চাষীরা। ফুল ও প্রকৃতি বাঁচিয়ে রাখতে সংশ্লিষ্টদের আরো পৃষ্টপোষকতা প্রয়োজন।

সংবাদটি ▼ শেয়ার করুন