খালেদা জিয়া ও তারেক রহমানের মামলা প্রত্যাহার করতে হবে : পারভীন আক্তার
- ১১:০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
- / ৪২৪
মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রতাহার করার আহবান জানিয়ে বলেন, বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে ধারণ করে নৈরাজ্য সন্ত্রাস খলদারদেরকে রুখে দিতে আমরা বদ্ধপরিকর। আওয়ামী হায়নারদল স্বাধীনতা ও গণতন্ত্র সার্বভৌমত্বের উপর আঘাত এনেছে ততবারই বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গনতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন এদেশের জনগনের কাছে। গতকাল মঙ্গলবার বিকালে আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভায় সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে।
বিএনপির কেন্দ্র ঘোষিত ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গণসমাবেশে প্রধান অতিথি বক্ত্যেবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ১৯৭৫ সালে ৭ নভেম্বর সিপাহি বিপ্লবের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানকে রাষ্টীয় ক্ষমতায় বসিয়েছেন। তিনি বহুদলিয় গনতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিলেন। বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে ধারণ করে নৈরাজ্য সন্ত্রাস দখলদারদেরকে রুখে দিতে আমরা বদ্ধপরিকর। ৫ আগস্ট ছাত্রজনতার গণহত্যাকারী স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতন ও পালিয়ে যাওয়ার পর বিএনপির নাম ভাঙিয়ে যারা লুটপাট, চাঁদাবাজী, ব্যবসায় প্রতিষ্ঠানে তালা ও দখলদারী সহ নানান অপকর্মে লিপ্ত হয়ে বিএনপি তাদের ছাড় দিবে না।
তিনি আরও বলেন, ছাত্রজনতা গণহত্যার দায়ে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসির রায় দিয়ে বিদেশ থেকে এনে বাংলার মাটিতে কার্যকর করতে হবে। গণমানুষের দল বিএনপি। সকল ক্ষমতার উৎস জনগন। দলের নাম ভাঙিয়ে যারা সন্ত্রাস, চাদাবাজী, দখলসহ নানা অপরাধ, অপকর্ম করেছে তাদের অপরাধের স্বাক্ষী আপনারা। তারা ছাড় পাবেনা, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্বৈরাচার শেখ হাসিনা সরকার গত ১৬টি বছর যেভাবে বিএনপির নেতা কমী, সমর্থকদেররক খুন করেছে, গুম করেছে, মিথ্যা মামলা, হামলা করেছে, অনিয়ম দূণনীতি করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হবে ইনশাল্লাহ। আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না।
গনসমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাহাবুব মোল্লা, উক্ত গনসমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর মৎসজীবি দলের যুগ্ন-আহবায়ক এম সায়েম উদ্দিন সিয়াম, বিশেষ অতিথি ছিলেন জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গোলনার ইভা, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শহিদুল্লাহ মিয়া চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু, জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংদের আহবায়ক ও যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা, জিসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজল ফকির, আড়াইহাজার উপজেলার আরাফাত রহমান কোকো স্মৃতিসংদের সাভাপতি তসলিম উদ্দিন লিটন, স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজুল ইসলাম খোকন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া, আড়াইহাজার পৌর বিএনপির নেতা গোলজার হোসেন আলাবক্স, বিশনন্দী ইউনিয়ন বিএনপি নেতা সরোয়ার্দী মিয়া, আড়াইহাজার উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শিরিন সুলতানা মেম্বার, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পিয়ারা বেগম মেম্বার, আড়াইহাজার পৌর মহিলা দলের সভাপতি মাসুদা বেগম ও সাধারণ সম্পাদক মাছুমা বেগম। সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, জেলা ওলামা দলের প্রচার সম্পাদক মাছুম বিল্লাহ, আড়াইহাজার পৌরসভা জাসাস এর সভাপতি খোরশেদ আলম, জেলা জাসাসের মহিলা সম্পাদিকা সুফিয়া বেগম, গোপালদী পৌরসভা জাসাস এর সভাপতি হাছান আলী, আড়াইহাজার উপজেলা জিয়া মঞ্চের সাবেক আহবায়ক শিকদার আলী, আড়াইহাজার পৌর জিয়া মঞ্চের সাবেক আহবাহয়ক আরাফাত প্রমুখ।