০১:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

নাসিক এলাকায় ইপিআই টিকা শতভাগ নিশ্চিতের লক্ষ্যে গণশুনানী

  • ১১:১৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
  • / ৩৯৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ইপিআই টিকা শতভাগ নিশ্চিতের লক্ষ্যে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে এই গণশুনানী আয়োজিত হয়।

বুধবার (১২ জুন) শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে শুরু হয় গণশুনানী। এতে উপস্থিত ছিলেন, ‘নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, মনিরুজ্জামান মনির, আনোয়ার হোসেন, মোখলেসুর রহমান, আফসানা আফরোজ বিভা, মনোয়ারা বেগম, মাকসুদা মোজাফফর, নাসিকের মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম, ইউনিসেফের এসবিসি কনসালটেন্ট এমএম কামাল এবং আমান উল্লাহ।

বক্তব্যে নাসিক সিও জাকির হোসেন বলেন, ইপিআই টিকা নিশ্চিতে নাসিকের নিজস্ব ডেটাবেজ থাকা দরকার। যারা টিকা নিচ্ছে এবং যারা নিচ্ছে না তাদের চিহ্নিত করা প্রয়োজন। এদের টার্গেট করে কাজ করতে হবে। সবাই স্বেচ্ছায় টিকা নিতে আসবে এমনটা ভাবার কোন কারন নেই। যারা টিকা নিতে আসে না তাদের নিয়েই আমাদের বাড়তি কাজ করতে হবে। মাঠ পর্যায়ের কর্মীদের সবধরণের সহযোগীতায় আমরা প্রস্তুত রয়েছি।

শুনানী চলাকালে মাঠ পর্যায়ে কাজ করা সুপারভাইজাররা বেশ কিছু বিষয় তুলে ধরেন। এর মধ্যে নারায়ণগঞ্জে ভাসমান মানুষ বেশী থাকা, কার্ড হারিয়ে যাওয়া, ভ্যাকসিন পর্যাপ্ত না থাকা, কর্মজীবী পরিবার কর্মদিবসে টিকা দিতে না আসা সহ বেশ কিছু সমস্যার কথা বলেন।

পাশাপাশি এপস, এসএমএস, অনলাইন কার্ড, শুক্রবার টিকা প্রদান, স্থায়ী টিকা দান কেন্দ্র সংস্কার হয় বেশ কিছু সমাধানের কথাও উঠে আসে। এসব পরামর্শের বিষয়ে নাসিকের কাউন্সিলররা পাশে থাকার এবং সহযোগীতা করার আশ্বাস দেন।

নাসিকের মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম বলেন, ‘গণশুনানীতে বেশ কিছু সমস্যার কথা যেমন উঠে এসেছে, তেমনি সমাধানও পাওয়া গেছে। ইউনিসেফ ও আমরা যৌথভাবে আমাদের ইপিআই টিকাদানে লক্ষ্য পূরনে কাজ করবো। আমার প্রত্যাশা থাকবে আমাদের ২৭ টি ওয়ার্ডে ইউনিসেফ যদি স্থায়ী টিকাদান কেন্দ্র তৈরীতে সহযোগীতা করে তাহলে টিকাদানে আমাদের অনেক বেশী সুবিধা হবে। আমরা আশা রাখি ইউনিসেফ আমাদের সহযোগীতা করবে।’

সংবাদটি ▼ শেয়ার করুন

👍ফেসবুকে আলোকিত শীতলক্ষ্যা

নাসিক এলাকায় ইপিআই টিকা শতভাগ নিশ্চিতের লক্ষ্যে গণশুনানী

১১:১৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ইপিআই টিকা শতভাগ নিশ্চিতের লক্ষ্যে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে এই গণশুনানী আয়োজিত হয়।

বুধবার (১২ জুন) শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে শুরু হয় গণশুনানী। এতে উপস্থিত ছিলেন, ‘নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, মনিরুজ্জামান মনির, আনোয়ার হোসেন, মোখলেসুর রহমান, আফসানা আফরোজ বিভা, মনোয়ারা বেগম, মাকসুদা মোজাফফর, নাসিকের মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম, ইউনিসেফের এসবিসি কনসালটেন্ট এমএম কামাল এবং আমান উল্লাহ।

বক্তব্যে নাসিক সিও জাকির হোসেন বলেন, ইপিআই টিকা নিশ্চিতে নাসিকের নিজস্ব ডেটাবেজ থাকা দরকার। যারা টিকা নিচ্ছে এবং যারা নিচ্ছে না তাদের চিহ্নিত করা প্রয়োজন। এদের টার্গেট করে কাজ করতে হবে। সবাই স্বেচ্ছায় টিকা নিতে আসবে এমনটা ভাবার কোন কারন নেই। যারা টিকা নিতে আসে না তাদের নিয়েই আমাদের বাড়তি কাজ করতে হবে। মাঠ পর্যায়ের কর্মীদের সবধরণের সহযোগীতায় আমরা প্রস্তুত রয়েছি।

শুনানী চলাকালে মাঠ পর্যায়ে কাজ করা সুপারভাইজাররা বেশ কিছু বিষয় তুলে ধরেন। এর মধ্যে নারায়ণগঞ্জে ভাসমান মানুষ বেশী থাকা, কার্ড হারিয়ে যাওয়া, ভ্যাকসিন পর্যাপ্ত না থাকা, কর্মজীবী পরিবার কর্মদিবসে টিকা দিতে না আসা সহ বেশ কিছু সমস্যার কথা বলেন।

পাশাপাশি এপস, এসএমএস, অনলাইন কার্ড, শুক্রবার টিকা প্রদান, স্থায়ী টিকা দান কেন্দ্র সংস্কার হয় বেশ কিছু সমাধানের কথাও উঠে আসে। এসব পরামর্শের বিষয়ে নাসিকের কাউন্সিলররা পাশে থাকার এবং সহযোগীতা করার আশ্বাস দেন।

নাসিকের মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম বলেন, ‘গণশুনানীতে বেশ কিছু সমস্যার কথা যেমন উঠে এসেছে, তেমনি সমাধানও পাওয়া গেছে। ইউনিসেফ ও আমরা যৌথভাবে আমাদের ইপিআই টিকাদানে লক্ষ্য পূরনে কাজ করবো। আমার প্রত্যাশা থাকবে আমাদের ২৭ টি ওয়ার্ডে ইউনিসেফ যদি স্থায়ী টিকাদান কেন্দ্র তৈরীতে সহযোগীতা করে তাহলে টিকাদানে আমাদের অনেক বেশী সুবিধা হবে। আমরা আশা রাখি ইউনিসেফ আমাদের সহযোগীতা করবে।’

সংবাদটি ▼ শেয়ার করুন