০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

৮ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও নগত অর্থ বিতরন-কাউন্সিলর রুহুল আমিন মোল্লা

  • ০৬:২৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০
  • / ৫৭২

রিপোর্টার আলোকিত শীতলক্ষ্যা :: সিদ্ধিরগঞ্জে মহামারি করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর প্রায় নাসিক ৮ নং ওয়ার্ডে ১২ টি মহল্লায় প্রায় ৮ হাজার পরিবার ও দুস্থ ব্যাক্তির মধ্যে খাদ্যসামগ্রী এবং নগত টাকা বিতরন করেছেন জেলা যুবলীগের সদস্য স্থানীয় কাউন্সিলর রুহুল আমিন মোল্লা।

শনিবার দুপুর ১২ টায় ধনুকুন্ডা ঈদগা মাঠে অসহায় পরিবারের মধ্যে এ খাদ্যসামগ্রী বিরতন করেন তিনি।

স্থানীয় বাসিন্দার ওয়াসিম বলেন, স্থানীয় কাউন্সিলর রুহুল মোল্লা রাতে রাড়িতে এসে একটি ত্রাণ কার্ড দিয়েছে। চাল, আলু ও মিষ্টিকুমরা পেয়েছি, ৭/৮দিন খাবারের কষ্ট করতে হবেনা।

নাসিক কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুসারে মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অব্যহত রয়েছে। ২ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত ৩৯ টন চাল, ৩ টন ডাল, ২ টন ৭শ’কেজি আলু, ১ টন ৪৫ কেচি পেয়াজ, ১ টন ২০ লিটার তেল, ৭”কেজি আটা, ৫শ’ কেজি লবন, ৫শ’ পিস সাবান, ২ হাজার ৫শ’পিস মিষ্টিমুমড়া প্রায় ৮ হাজার পরিবারের মাঝে বিতরন করা হয়েছে।

তাছাড়া নারায়ণগঞ্জে-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান মহদোয়ের ৬ শতাধিক প্যাকেট ও নগত টাকা এই ওয়ার্ডে বিতরন করা হয়েছে। এর মধ্যে সিটি কর্পোরেশন থেকে ২৫ হাজার ৯৫০ কেজ চাল, ১ হাজার ২৪ কেজি ডাল,৭ শ’কেজি আলু, ও ৫০প্যাকেট শিশুখাদ্য পেয়েছি।

এ ছাড়াও জীবানু নাশক পাউডার ১ টন, ৫’শতাধিক হ্যান্ড স্যানিটাউজার, ৩ হাজার পিস মার্কস, ৫ হাজার পিস হ্যান্ড রিফলেট, ২৫টি বিলভোট হ্যান্ড গ্লাভস ৩ শতাধিক বিরতন করা হয়েছে। নিজ অর্থায়নের ৯শ’পরিবার ও বাকিটা বিভিন্ন সামাজিক সংগঠন বিতরন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সিটি কর্পোরেশনের মধ্যে আমরা বিতরন করছি। তাছাড়াও চলমান করোনাভাইরাস সংকটের মধ্যে আরো ৬৫০ ওএমস কার্ডের তালিকা ও ২৭২৭টি মানবিক সহায়তা কার্ডের আবেদন করা হয়েছে চলমান লকডাউনের মধ্যে জনগণকে সচেতন করার জন্য ওয়ার্ডের প্রতিটা মহল্লায় মাইকিং এবং ২৯ টি মসজিদে সরকারী নিয়ম মেনে চলার উপদেশ দেওয়া হচ্ছে।

সংবাদটি ▼ শেয়ার করুন

👍ফেসবুকে আলোকিত শীতলক্ষ্যা

৮ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও নগত অর্থ বিতরন-কাউন্সিলর রুহুল আমিন মোল্লা

০৬:২৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০

রিপোর্টার আলোকিত শীতলক্ষ্যা :: সিদ্ধিরগঞ্জে মহামারি করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর প্রায় নাসিক ৮ নং ওয়ার্ডে ১২ টি মহল্লায় প্রায় ৮ হাজার পরিবার ও দুস্থ ব্যাক্তির মধ্যে খাদ্যসামগ্রী এবং নগত টাকা বিতরন করেছেন জেলা যুবলীগের সদস্য স্থানীয় কাউন্সিলর রুহুল আমিন মোল্লা।

শনিবার দুপুর ১২ টায় ধনুকুন্ডা ঈদগা মাঠে অসহায় পরিবারের মধ্যে এ খাদ্যসামগ্রী বিরতন করেন তিনি।

স্থানীয় বাসিন্দার ওয়াসিম বলেন, স্থানীয় কাউন্সিলর রুহুল মোল্লা রাতে রাড়িতে এসে একটি ত্রাণ কার্ড দিয়েছে। চাল, আলু ও মিষ্টিকুমরা পেয়েছি, ৭/৮দিন খাবারের কষ্ট করতে হবেনা।

নাসিক কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুসারে মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অব্যহত রয়েছে। ২ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত ৩৯ টন চাল, ৩ টন ডাল, ২ টন ৭শ’কেজি আলু, ১ টন ৪৫ কেচি পেয়াজ, ১ টন ২০ লিটার তেল, ৭”কেজি আটা, ৫শ’ কেজি লবন, ৫শ’ পিস সাবান, ২ হাজার ৫শ’পিস মিষ্টিমুমড়া প্রায় ৮ হাজার পরিবারের মাঝে বিতরন করা হয়েছে।

তাছাড়া নারায়ণগঞ্জে-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান মহদোয়ের ৬ শতাধিক প্যাকেট ও নগত টাকা এই ওয়ার্ডে বিতরন করা হয়েছে। এর মধ্যে সিটি কর্পোরেশন থেকে ২৫ হাজার ৯৫০ কেজ চাল, ১ হাজার ২৪ কেজি ডাল,৭ শ’কেজি আলু, ও ৫০প্যাকেট শিশুখাদ্য পেয়েছি।

এ ছাড়াও জীবানু নাশক পাউডার ১ টন, ৫’শতাধিক হ্যান্ড স্যানিটাউজার, ৩ হাজার পিস মার্কস, ৫ হাজার পিস হ্যান্ড রিফলেট, ২৫টি বিলভোট হ্যান্ড গ্লাভস ৩ শতাধিক বিরতন করা হয়েছে। নিজ অর্থায়নের ৯শ’পরিবার ও বাকিটা বিভিন্ন সামাজিক সংগঠন বিতরন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সিটি কর্পোরেশনের মধ্যে আমরা বিতরন করছি। তাছাড়াও চলমান করোনাভাইরাস সংকটের মধ্যে আরো ৬৫০ ওএমস কার্ডের তালিকা ও ২৭২৭টি মানবিক সহায়তা কার্ডের আবেদন করা হয়েছে চলমান লকডাউনের মধ্যে জনগণকে সচেতন করার জন্য ওয়ার্ডের প্রতিটা মহল্লায় মাইকিং এবং ২৯ টি মসজিদে সরকারী নিয়ম মেনে চলার উপদেশ দেওয়া হচ্ছে।

সংবাদটি ▼ শেয়ার করুন