শীতলক্ষা-বুড়িগঙ্গা দূষণমুক্ত ও গাছ কাটা বন্ধ কর
বিশ্ব পরিবেশ দিবসে না‘গঞ্জ জেলার উদ্যোগে বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
- ১১:৪২:১৯ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
- / ৫২২
স্টাফ রিপোর্টার : বিশ্ব পরিবেশ দিবসে বিজ্ঞান আন্দোলন মঞ্চ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জুন) আলী আহম্মেদ চুনকা পাঠাগার ও মিলনায়তনে সম্মেলন এ অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় চুনকা পাঠাগার চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস। উদ্বোধনের পরে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে।
দুুপুর ১২টায় চুনকা পাঠাগার মিলনায়তনে পরিবেশ বিপর্যয়ের কারণ, ফলাফল ও করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় উপদেষ্টা বাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন।
বিজ্ঞান আন্দোলন মঞ্চের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, মিছির আলী ডিগ্রী কলেজের অধ্যাপক সনজিত কুমার সেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, নারায়ণগঞ্জ হাই স্কুল ও কলেজের সিনিয়র শিক্ষক শ্রীকান্ত চন্দ্র নন্দী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক সুলতানা আক্তার, বিজ্ঞান আন্দোলন মঞ্চের সহ-সম্পাদক নাছিমা আক্তার।
সভায় রাজেকুজ্জামান রতন বলেন, ১৯৭৪ সালে জাতিসংঘে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের সিদ্বান্ত হয়। ১৯৭৪ সাল থেকে এ দিবস সারা বিশ্বে পালিত হয়। দুনিয়া ব্যাপী পরিবেশ দূষন সচেতনতা ও প্রতিকারের নিমিত্তে এ পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত হয়। কিন্তু আমাদের এদেশে নদী, পানি, বায়ু যেভাবে দূষণ বাড়ছে এবং উন্নয়ণের নামে যেভাবে গাছ কাটা হচ্ছে তাতে মনে হয় না এ বিষয়ে তারো কোন উদ্বেগ আছে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা দুটি প্রধান নদী চরম দূষণ হয়ে প্রায় নর্দমায় পরিনত হয়েছে। শুষ্ক মৌসুমে মুখে রুমাল চেপে নদী পারাপার হতে হয়। অথচ দূষণ বন্ধে কোনো পদক্ষেপ নেই। দূষণের জন্য দায়ী বিভিন্ন রাঘব-বোয়াল মিল-কারখানার মালিকদের বিরুদ্ধে কোন কার্যকর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা দেখতে পাওয়া যায় না।
বিশেষজ্ঞদের মতে গাছ রেখেই রাস্তা সম্প্রসারণ, অবকাঠামো নির্মাণ করা সম্ভব। শুধু প্রয়োজন সরকারের উপযুক্ত পরিকল্পনা। আমাদের দেশের পরিবেশ বিপর্যয়ের বর্তমানে পলিথিন একটি বড় কারণ।
বিজ্ঞান সম্মেলনে নাছিমা আক্তারকে সভাপতি, ওয়াসি ইসলাম অরণ্যকে সহ-সভাপতি, মারুফা অনন্য সেজুতিকে সাধারণ সম্পাদক ও জুয়েনা বিশ্বাস উপমাকে সাংগঠনিক সম্পাদক করে ২৪ সদস্য বিশিষ্ট বিজ্ঞান আন্দোলন মঞ্চ নারায়ণগঞ্জ জেলার নতুন কমিটির পরিচয় করিয়ে দেয়া হয়।
সম্মেলনে বিজ্ঞান বিষয়ক নানা ইভেন্টের প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় নগরের রাসেল পার্কে বিজ্ঞান আন্দোলন মঞ্চের পক্ষ থেকে টেলিস্কোপ স্থাপন করে জনসাধারণের জন্য মহাকাশ পর্যবেক্ষণ করার ব্যবস্থা করা হয়।