১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

নিখোঁজ সংবাদ

নিখোঁজ প্রতিবন্ধী ছেলেকে খুঁজছেন বাবা

অনলাইন-সংস্করণ
  • ১১:২৩:২৫ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
  • / ৬৩৫
সংবাদটি-শেয়ার-করুন

নারায়ণগঞ্জ জেলার বন্দরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী জিদান (১৬) নামে এক কিশোর ৩ মাস ধরে নিখোঁজ হলেও এখনও কোন সন্ধান না পেয়ে নিখোঁজ ছেলের সন্ধানে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন তার বাবা অটোচালক আফজাল মিয়া। বুধবার বিকেলে নিখোজ প্রতিবন্ধী ছেলে জিদানের লিফলেট নিয়ে বিভিন্ন স্থানে ঘুরতে দেখা যায় তাকে। নিখোঁজ মানসিক প্রতিবন্ধী জিদান কল্যান্দি এলাকার অটোচালক আফজাল মিয়ার ছেলে।

জানাগেছে, গত ৩ মাস পূর্বে রমজান মাসে ইফতার পূর্বে কল্যান্দি এলাকার অটোচালক আফজাল মিয়ার ছেলে জিদান বাড়ি থেকে বের হয়ে নিরুদ্দেশ হয়। নিখোঁজ প্রতিবন্ধী জিদান তার নাম ঠিকানা বলতে পারে না। আত্নীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খঁজেও তার কোন সন্ধান মিলেনি।

নিখোঁজের বাবা আফজাল থানায় নিখোজ জিডি করার ৩ মাস পেরিয়ে গেলেও আজও তার ছেলের কোন সন্ধান পায়নি। তাই নিখোঁজ প্রতিবন্ধী ছেলের লিফলেট নিয়ে বাবা বন্দরের বিভিন্ন স্থানে খোজে বেরাচ্ছেন।

আফজাল জানান, গত ৩মাস পূর্বে আমার প্রতিবন্ধী ছেলে জিদান গত রমজানের ৯ রোজায় ইফতার খাওয়ার জন্য আমাকে বলেছিল। আমি ইফতারের পূর্বে বাড়িতে এসে ইফতার আনতে বের হলে পরে বাড়িতে এসে দেখি আমার ছেলে ঘরে নাই। আমি আমার ছেলেকে বিভিন্নভাবে খুঁজে বেড়াচ্ছি। বন্দর থানায় নিখোঁজ জিডিও করেছি। ৩ মাস হয়ে গেল আজও খুঁজে পাই নাই।

আমার চোখে প্রতি মুহুর্তেই শুধু আমার ছেলের ছবি ভেসে উঠে। আমার স্ত্রী ছেলে জিদানের ছবি নিয়ে প্রতি রাতে শুধু কাঁদে। আমার ছেলের কোন সন্ধান পেলে বন্দর থানায় দয়া করে পৌছে দিবেন।


সংবাদটি-শেয়ার-করুন

আমাদের সাথে সংযুক্ত থাকুন

নিখোঁজ সংবাদ

নিখোঁজ প্রতিবন্ধী ছেলেকে খুঁজছেন বাবা

১১:২৩:২৫ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
সংবাদটি-শেয়ার-করুন

নারায়ণগঞ্জ জেলার বন্দরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী জিদান (১৬) নামে এক কিশোর ৩ মাস ধরে নিখোঁজ হলেও এখনও কোন সন্ধান না পেয়ে নিখোঁজ ছেলের সন্ধানে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন তার বাবা অটোচালক আফজাল মিয়া। বুধবার বিকেলে নিখোজ প্রতিবন্ধী ছেলে জিদানের লিফলেট নিয়ে বিভিন্ন স্থানে ঘুরতে দেখা যায় তাকে। নিখোঁজ মানসিক প্রতিবন্ধী জিদান কল্যান্দি এলাকার অটোচালক আফজাল মিয়ার ছেলে।

জানাগেছে, গত ৩ মাস পূর্বে রমজান মাসে ইফতার পূর্বে কল্যান্দি এলাকার অটোচালক আফজাল মিয়ার ছেলে জিদান বাড়ি থেকে বের হয়ে নিরুদ্দেশ হয়। নিখোঁজ প্রতিবন্ধী জিদান তার নাম ঠিকানা বলতে পারে না। আত্নীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খঁজেও তার কোন সন্ধান মিলেনি।

নিখোঁজের বাবা আফজাল থানায় নিখোজ জিডি করার ৩ মাস পেরিয়ে গেলেও আজও তার ছেলের কোন সন্ধান পায়নি। তাই নিখোঁজ প্রতিবন্ধী ছেলের লিফলেট নিয়ে বাবা বন্দরের বিভিন্ন স্থানে খোজে বেরাচ্ছেন।

আফজাল জানান, গত ৩মাস পূর্বে আমার প্রতিবন্ধী ছেলে জিদান গত রমজানের ৯ রোজায় ইফতার খাওয়ার জন্য আমাকে বলেছিল। আমি ইফতারের পূর্বে বাড়িতে এসে ইফতার আনতে বের হলে পরে বাড়িতে এসে দেখি আমার ছেলে ঘরে নাই। আমি আমার ছেলেকে বিভিন্নভাবে খুঁজে বেড়াচ্ছি। বন্দর থানায় নিখোঁজ জিডিও করেছি। ৩ মাস হয়ে গেল আজও খুঁজে পাই নাই।

আমার চোখে প্রতি মুহুর্তেই শুধু আমার ছেলের ছবি ভেসে উঠে। আমার স্ত্রী ছেলে জিদানের ছবি নিয়ে প্রতি রাতে শুধু কাঁদে। আমার ছেলের কোন সন্ধান পেলে বন্দর থানায় দয়া করে পৌছে দিবেন।


সংবাদটি-শেয়ার-করুন