ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একে হীরার নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা
- ০৯:০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
- / ৭৫৫
গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (৪৬ তম) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দঘন পরিবেশে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করেছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে মহাগর ছাত্রদলের সভাপতি প্রার্থী ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির জিলানী হীরার নেতৃত্বে এ শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীদের আনন্দঘন পরিবেশে শোভাযাত্রাটি মিলনমেলায় পরিণত হয়।
সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চিটাগাং রোডস্থ সৌদি বাংলা শপিং মলের সামনে থেকে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয়ে মহাসড়কের কাঁচপুর সেতুর নিচ দিয়ে ঘুরে আবারও মহাসড়কটির ঢাকাগামী লেনের ১০ তলা এলাকায় গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষে কর্মসূচিটি সমাপ্ত করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনি, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদৌস, সাবেক সহ-সাধারণ সমবট্দক মো: তন্ময়, সাবেক সমাজ সেবা সম্পাদক রাসেল আহমেদ, সহ-সমাজ সেবা সম্পাদক ইসরাফিল আহমেদ, সদস্য মোহাম্মদ কাউসার, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ শরিফুল, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো: হৃদয় হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিফাত হাসান, সহ-সাংগঠনিক সমপাদক মো: হৃদয় ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম দিদার, সহ-দপ্তর সম্পাদক মো: রজ্জব হাওলাদার ফাহিম, সরকারি তোলারাম কলেজ ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম জয়, নাসিক ৩নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাক ইয়াসিন ভূঁইয়া মোহাম্মদ আফজাল, নাসিক ৪নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম রিফাত, সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, ৬নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: নাজমুল, ১নং ওয়ার্ড ছাত্রদল নেতা হাসবি, সুজন, আজমীর, জিহাদ মারুফ, ২নং ওয়ার্ড ছাত্রদল নেতা জোবায়ের আহমেদ অয়ন, জাহিদ, ৩নং ওয়ার্ড ছাত্রদল নেতা জুয়েল হাওলাদার, রাব্বি, শিহাব, ৪নং ওয়ার্ড ছাত্রদল নেতা আনন্দ ইসলাম রাফি, ইয়াসিন মির্জা, মোহাম্মদ রুবেল, শামিম মোহাম্মদ, আল-আমিন, মোহাম্মদ মতিউর, ৫নং ওয়ার্ড ছাত্রদল নেতা মোহাম্মদ সায়মন আহমেদ, মো: রাকিব মো: রুবেল, ৬নং ওয়ার্ড ছাত্রদল নেতা মো: শাকিব, রিফাত, ৭নং ওয়ার্ড ছাত্রদল নেতা মামুন, হৃদয়, ৯নং ওয়ার্ড ছাত্রদল নেতা সিয়াম, রাব্বি, মেহেদী সহ অসংখ্য নেতাকর্মী প্রমূখ।
শোভাযাত্রাটি শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি একে হীরা ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, আওয়ামী স্বৈরাচারী ও চাঁদাবাজ, সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টিকারী, দখলবাজদের কখনো পরোয়া করেনি, ভবিষতেও করবে না। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করতে হবে। তাই আপনারা জনাব তারেক রহমানের উপর আস্থা রাখবেন।