নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি
- ১০:১৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
- / ৪৫২
নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্টি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
কমিটিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, ১ম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল এবং সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটি ভিন্ন প্রেক্ষাপটে কমিটি আসছে। এই অবস্থায় দলের মধ্যে কোনো বৈরিতা না রেখে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। আমি সবার সহযোগিতা কামনা করছি।
জানাগেছে, ১৯৮২ সালে বিএনপির সিদ্ধিরগঞ্জ চিটাগং রোড আঞ্চলিক কমিটির মাধ্যমে রাজনীতি শুরু করেন অধ্যাপক মামুন মাহমুদ। এরপর সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানা যুব দলের সভাপতি, জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক, জেলা যুব দলের সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব, নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাসহ), জেলা বিএনপির সদস্য সচিব, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুব দলের সহ-ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন মামুন মাহমুদ।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুন মাহমুদ রাজনীতি করতে গিয়ে প্রথম কারাভোগ করেন ১৯৯৭ সালে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গত ১৫ বছরে অনেক বার গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন তিনি। একজন পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা হিসেবে তার পরিচিতি রয়েছে। সোনারগাঁও ফজলুল হক উইমেন্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন অধ্যাপক মামুন মাহমুদ।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ জুন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন সভাপতি ও গোলাম ফারুক খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর গত ২৪ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি বিলুপ্ত করা হয়।