কবি মহিউদ্দিন আকবরকে নিবেদিত নারায়ণগঞ্জ সাহিত্য উৎসব
- ১১:০২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
- / ৪৯৬
প্রেসবিজ্ঞপ্তি: নবিন প্রবীণ কবি সাহিত্যিকদের মেলবন্ধন তৈরির প্রত্যয়ে এগিয়ে চলা জাতীয় সাহিত্য সংগঠন কাব্যকথা সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে ১৪ ডিসেম্বর জেলা শিল্পকলা একাডেমি নারায়ণগঞ্জে কবি আরিফ মঈনুদ্দীনের সভাপতিত্বে শতাধীক কবি সাহিত্যিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে কবি মহিউদ্দিন আকবরকে নিবেদিত নারায়ণগঞ্জ সাহিত্য উৎসব ২০২৪।
অনুষ্ঠানে ছিল আলোচনা, স্বরচিত লেখাপাঠ, পুঁথিপাঠের আসর, শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সম্মাননা ও নারায়ণগঞ্জ সাহিত্য সম্মাননা প্রদান করা হয়।
স্মৃতিচারণ করে অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন দৈনিক খবরের পাতার সম্পাদক এ্যাড. মাহবুবুর রহমান মাসুম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উপপরিচালক এস এম শামীম আকতার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কবি, কথাশিল্পী ও বিশিষ্ট অভিনেতা এবি এম সোহেল রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্যবহুল বক্তব্য রাখেন জাসাসের যুগ্ম আহবায়ক দৈনিক দেশের আলোর সম্পাদক আনিসুল ইসলাম সানি। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক কবি এস এ শামীম, নব্বইয়ের অন্যতম শক্তিমান কবি আল-হাফিজ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কবি আবদুল হক চাষি। আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাব্যকথা কুমিল্লা জেলা সভাপতি কবি আবদুল কাউয়ূম, ফরিদপুর জেলা সভাপতি কবি রোকন উদ্দিন। কাব্যকথা মুন্সিগঞ্জ জেলা সভাপতি কবি যাকির সাইদ। আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপুস্থিত ছিলেন কবি মুনীরুল ইসলাম, কবি আব্দুস সালাম চৌধুরী, কবি রেজাউল রেজওয়ান।
স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও অনুষ্ঠানের আহবায়ক কবি শফিকুল ইসলাম আরজু। শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের সদস্য সচিব কেন্দ্রীয় নির্বাহী সদস্য কবি কাজী আনিসুল হক। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবি শিবির আহমেদ লিটন। কেন্দ্রীয় সহসভাপতি কবি শিপন হোসেন মানব, সহসাধারণ সম্পাদক ছড়াশিল্পী মোহাম্মদ বাদশা গাজী, নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি গল্পকার মোহাম্মদ আল মনির, কাব্যকথা খুলনা জেলার সাবেক সভাপতি হারুনুর রশিদ, নারায়ণগঞ্জ মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক কবি আল মাসুম শেখ। বক্তব্য রাখেন এ্যড. মো: আমজাদ হোসেন, কবি মহিউদ্দিন আকবরকে নিয়ে স্মৃতিচারণ ও অনুভূতি ব্যক্ত করেন কবি কন্যা ফারিহা জাহান।
উপস্থিত ছিলেন কবিকন্যা মৌরিন ফারজানা ও সাবিহা গুলশান। শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সম্মাননা পেয়েছেন সাংবাদিক ও সংগঠক কবি রণজিৎ মোদক। শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য মতিউর রহমান মনির। কথাসাহিত্যে বিশেষ অবদানের জন্য এ্যাড. শামীমা আক্তার শিউলী। লেখক ও গবেষক আজিজুল আম্বিয়া। মানবাধিকার কর্মি শহীদুল ইসলাম রতন। তরুণ উদ্যোক্তা ফেরদৌস আলম ভূইয়া। নারায়ণগঞ্জ সাহিত্য সম্মাননা পেয়েছেন ছড়াসাহিত্যে বিশেষ অবদানের জন্য। ছড়াশিল্পী নজরুল ইসলাম শান্তু। কাঙ্খিত হৃদয় কাব্যগ্রন্থের জন্য কবি মনি নাজনীন। কবি ও সংগঠক কবি আবদুল কাইয়ূম। সামাজিক ও সাংস্কৃতি সংগঠক মোখলেসুর রহমান তোতা। মানবাধিকার কর্মি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ। সমাজসেবক মোহাম্মদ সিদ্দিকুর রহমান উজ্জল। সমাজসেবক মোঃ মিজান মোল্লা। তরুণ নারী উদ্যোক্তা নাজনিন নাজ। সমাজসেবক শওকত আরা খন্দকার। কবি মহিউদ্দিন আকবরকে নিবেদিত ও নারায়ণগঞ্জ বিষয়ক কবিতা পাঠ করেন কবি নজরুল ইসলাম শান্তু, কবি আবুল কালাম আযাদ, কবি লিলি আক্তার, কবি শুক্কুর মাহমুদ জুয়েল, কবি জয়নুল আবেদীন জয়, কবি গিয়াস উদ্দিন খন্দকার, কবি মামুন বাবুল, কবি রুহুল আমিন রুদ্র, কবি এস এম বিপ্লব, কবি নাজমূল হোসাইন খান, কবি আল আশরাফ বিন্ধু, কবি শামীমা আক্তার শিউলি, কবি জান্নাতুল কাউছার অর্ণি, কবি রুকসানা মহুয়া, কবি রাজিয়া মাকছুদা, ছড়াকার মোখলেছুর রহমান তোতা, ছড়াকার সালাউদ্দিন আমির, কবি সুহানুল কবির সোহান, কবি নূরজাহান নীরা, কবি আবদুল লতিফ, কবি খান মাহমুদ, কবি সামিরা সিদ্দিকী, কবি মণি নাজনীন, কবি শাহাজাদা সেলিম, কবি সাইদুল ইসলাম, কবি মোসিন শেখ, কবি হালিম মুসা প্রমূখ। আরো উপস্থিত ছিলেন কবি গল্পকার ও নাট্য অভিনেতা এসএম শাহাবুদ্দীন, কবি ও কথাশিল্পী চঞ্চল মেহমুদ কাশেম, প্রাবন্ধিক ফরিদুল মাইয়ান, কবি জহিরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে জান্নাতুল আদন অর্পা, অনুষ্ঠান উপস্থাপন করেন কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক কবি রোকসানা মহুয়া, অনুষ্ঠান গ্রন্থনা ও পুথিপাঠ করেন প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি জালাল খান ইউসুফী।