নারায়ণগঞ্জে “আন্তর্জাতিক লেখক দিবস” উদযাপন পরিষদ গঠন
- ১১:৩৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
- / ৫৬৪
বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ বৃহস্পতিবার ১২ ডিসেম্বর সন্ধ্যায় নগরীর চাষাড়া রামবাবুর পুকুর পারস্ত রূপান্তর লিভিং লিমিটেড কার্যালয়ে সভায় সর্ব সম্মতিক্রমে আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ ২৪-২৫ ঘোষণা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি কাজী আনিসুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ফরিদুল মাইয়ান, আল আশরাফ বিন্ধু, এমএস ইসলাম আরজু, জয়নুল আবেদীন জয়, এসএ বিপ্লব, জাহাঙ্গীর হোসাইন প্রমুখ।
“শান্তির পৃথিবী চাই, সাম্য-ন্যায়ের স্বদেশ চাই” “We Want a World of Peace, A Home of Equal Justice” শ্লোগানকে ধারণ করে আগামী ৩১ ডিসেম্বর ত্রয়োবিংশতিতম “আন্তর্জাতিক লেখক দিবস” উপলক্ষে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ জেলা শাখা আগামী ৩০ ডিসেম্বর সোমবার দিনব্যাপি আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ লেখক সম্মেলন ২০২৪-২৫।
উক্ত সম্মেলনে দেশবরেণ্য সৃজশীল কবি সাহিত্যিকগন উপস্থিত থাকবেন।
“নিম্মে উদযাপন কমিটি তালিকা দেওয়া হলো”
সমন্বয়ক : কবি কাজী আনিসুল হক, যুগ্ম সমন্বয়ক : কবি বাপ্পি সাহা, আহবায়ক : কথা সাহিত্যিক ফরিদুল মাইয়ান, যুগ্ম আহবায়ক : কবি আল আশরাফ বিন্ধু, মোহাম্মদ আল মনির ও সালমা ডলি। সদস্য সচিব : কবি এমএস ইসলাম আরজু, সদস্য : কবি আব্দুল লতিফ রানা, জয়নুল আবেদীন জয়, আবুল কালাম আজাদ, সমুদ্র শাঁচি, মামুন বাবুল, এসএ বিপ্লব, শুক্কুর মাহমুদ জুয়েল, ইশরাত রুবাইয়া, রুহুল আমিন রুদ্র, সাদ্দাম মোহাম্মদ, কাউসার আক্তার পান্না, রাজলক্ষ্মী, তাসলিমা আক্তার পারভিন, এমডি সোহেল, ইয়াকুব কামাল, শিপন হোসেন মানব, মাকসুদা ইয়াসমিন, হারুন অর রশিদ সাগর, সাংবাদিক জহিরুল ইসলাম বিদুৎ, জাহাঙ্গীর হোসেন, ওয়ার্দে রহমান ও সুমন সরকার।
সম্পাদনা পরিষদে রয়েছেন : কবি দীপক ভৌমিক, রণজিৎ মোদক, এসএ শামীম, রইস মুকুল, এম সামাদ মতিন, রমজান বিন মোজাম্মেল ও মানিক চক্রবর্তী।