বিএনপি নেতা টিটু’র মায়ের নামাজে জানাযা সম্পূর্ণ
- ১১:২৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
- / ৪৪৪
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম টিটু’র মায়ের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকায় অবস্থিত ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর বাড়ির সামনে বালুর মাঠে এ নামাজে জানাযা সম্পূর্ণ হয়। এসময় বিএনপির সকল স্তরের নেতাকর্মীসহ এলাকাবসী অংশগ্রহণ করে।
বিএনপি নেতা শহিদুল ইসলাম টিটুর মায়ের জানাযায় অংশগ্রহণ করেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, সাবেক সাধারণ সম্পাদক অধ্যপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ টিপু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সহ-সভাপতি হাজী শহীদুল্লাহ্, সাধারণ সম্পাদক এড. আব্দুল বারি ভূইয়া, থানা বিএনপির কোষাধ্যক্ষ ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাতবর, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এড. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আরিফ মন্ডল, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন রানাসহ সর্বস্তরের শতশত লোক।