রূপগঞ্জে পরিবেশ দূষণের অপরাধে তিন কারখানাকে জরিমানা
- ১১:২১:২০ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
- / ৪৪৯
রূপগঞ্জে অবৈধভাবে পরিবেশ দূষণের অপরাধে তিনটি কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি)’র নেতৃত্বে উপজেলার ভুলতা, রূপসী ও বরপা এলাকায় কারখানায় অভিযান পরিচালনা করে এ তিন কারখানাকে জরিমানা করা হয়।
এ সময় পরিবেশ দূষণের অপরাধে অনিক নিট কম্পোজিট, এসিএস টেক্সটাইল ও বিক্রমপুর ষ্টীল মিল কারখানাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল আলম বলেন, উপজেলার কয়েকটি কারখানার বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগের ভিত্তিতে অভিযান করা হলে এ তিন কারখানার বিরুদ্ধে পরিবেশ দূষণের সত্যতা পাওয়া যায়।
এসময় অনিক নিট কম্পোজিট কারখানাকে দেড় লাখ টাকা, এসিএস টেক্সটাইল মিল কারখানাকে ১ লাখ টাকা ও বিক্রমপুর ষ্টীল মিল কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এইচএম রাশেদ, সহকারী পরিচালক শেখ মোজাহিদ, সার্ভেয়ার জিল্লুর রহমান, মামুনসহ পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।