সেনাবাহিনী উপস্থিতি হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ
বন্দরে বকেয়া বেতন দাবিতে-পারটেক্স শ্রমিকদের বিক্ষোভ
- ১১:৪২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
- / ৪৫৫
বন্দর প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে পারটেক্স বোর্ড মিলসের শ্রমিকরা।
মঙ্গলবার (১ অক্টোবর) সকালে বন্দরে নাসিক ২৭ নং ওয়ার্ডের হরিপুর এলাকায় কারখানার সামনে এ বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ শ্রমিকরা। খবর পেয়ে দুপুরে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শ্রমিকরা জানান, রোববার দুই মাস বকেয়া বেতন পরিশোধ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে মিল কর্তৃপক্ষ। দুইদিন তালবাহানার পর সকালে শ্রমিকরা কাজে যোগদান না করে বকেয়া বেতনের দাবিতে গেইটের সামনে রাস্তায় অবস্থান করে বিক্ষোভ করে। পরে বন্দরে দায়িত্বরত সেনাবাহিনীর হস্তক্ষেপে বকেয়া পরিশোধের আশ্বাসে অবস্থান কর্মসূচি তুলে নেয় বিক্ষুব্ধ শ্রমিকরা।