০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

বন্দরে মনু হত্যা মামলার আসামিরা এলাকায় ফের বেপরোয়া

  • ১১:১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
  • / ৩৬২

বন্দর প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার বন্দরে মুরাদপুরে মনু হত্যা মামলার আসামিরা সরকার পতনের পর এলাকায় ফিরে ফের বেপরোয়া হয়ে উঠেছে। মনু হত্যা মামলার মূল আসামি যুবলীগ নেতা মিঠু, টিটুু ও স্বেচ্ছাসেবকলীগ নেতা মনিরসহ ফারুক নূরা এলাকায় ফিরে এসে গত ৭ আগষ্ট নিহত মনুর বাড়িতে পুনরায় হামলা চালিয়ে বাড়িঘরে অগ্নিসংযোগ, নগদ ১ লাখ টাকাসহ আসবাবপত্র লুটপাট চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ব্যপারে থানায় ভাংচুরের মামলা হয়েছে।

এছাড়া আসামীরা এলাকায় ফিরে এসে নিহম মনুর বোন শাহিনাকে হত্যার হুমকি দিলে সে প্রাণের ভয়ে আত্মগোপনে রয়েছে বলে তিনি জানান। সে তাকে হুমকির অভিযোগে থানায় জিডি করেছে। এদিকে মনু হত্যা মামলায় গ্রেফতারকৃত ইয়ানুস, মোফাজ্জল, জনি, কাউসার ও নাঈম ৩ দিনের রিমান্ডে এনেছে পুলিশ। গত বৃহস্পতিবার তাদের থানায় আনা হয়।

গত বছরের ৭ জুন সন্ত্রাসীরা মনুকে তার বাড়িতে গিয়ে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্রা করে। এনিয়ে সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিলও হয়েছে। বর্তমানে মনু হত্যাকারীরা এলাকায় ফিরে বেপরোয়া হয়ে উঠেছে। এলাকাবাসী জানায়, এক সময় মদনপুরের মুরাদপুর এলাকা সন্ত্রাসের অভয়ারন্য ছিল।

দীর্ঘ কয়েক বছর নিরব থাকার পর পুনরায় মনু হত্যার মধ্য দিয়ে ফের মুরাদপুর এলাকা আবার অশান্ত হয়ে উঠে। বর্তমানে স্থানীয় মিঠু গংদের ভয়ে আতঙ্কিত দিনাপাতিপাত করছেন। এলাকাবাসী এ সকল সন্ত্রাসীর কবল থেকে মুক্তি পেতে চান।

সংবাদটি ▼ শেয়ার করুন

👍ফেসবুকে আলোকিত শীতলক্ষ্যা

বন্দরে মনু হত্যা মামলার আসামিরা এলাকায় ফের বেপরোয়া

১১:১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪

বন্দর প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার বন্দরে মুরাদপুরে মনু হত্যা মামলার আসামিরা সরকার পতনের পর এলাকায় ফিরে ফের বেপরোয়া হয়ে উঠেছে। মনু হত্যা মামলার মূল আসামি যুবলীগ নেতা মিঠু, টিটুু ও স্বেচ্ছাসেবকলীগ নেতা মনিরসহ ফারুক নূরা এলাকায় ফিরে এসে গত ৭ আগষ্ট নিহত মনুর বাড়িতে পুনরায় হামলা চালিয়ে বাড়িঘরে অগ্নিসংযোগ, নগদ ১ লাখ টাকাসহ আসবাবপত্র লুটপাট চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ব্যপারে থানায় ভাংচুরের মামলা হয়েছে।

এছাড়া আসামীরা এলাকায় ফিরে এসে নিহম মনুর বোন শাহিনাকে হত্যার হুমকি দিলে সে প্রাণের ভয়ে আত্মগোপনে রয়েছে বলে তিনি জানান। সে তাকে হুমকির অভিযোগে থানায় জিডি করেছে। এদিকে মনু হত্যা মামলায় গ্রেফতারকৃত ইয়ানুস, মোফাজ্জল, জনি, কাউসার ও নাঈম ৩ দিনের রিমান্ডে এনেছে পুলিশ। গত বৃহস্পতিবার তাদের থানায় আনা হয়।

গত বছরের ৭ জুন সন্ত্রাসীরা মনুকে তার বাড়িতে গিয়ে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্রা করে। এনিয়ে সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিলও হয়েছে। বর্তমানে মনু হত্যাকারীরা এলাকায় ফিরে বেপরোয়া হয়ে উঠেছে। এলাকাবাসী জানায়, এক সময় মদনপুরের মুরাদপুর এলাকা সন্ত্রাসের অভয়ারন্য ছিল।

দীর্ঘ কয়েক বছর নিরব থাকার পর পুনরায় মনু হত্যার মধ্য দিয়ে ফের মুরাদপুর এলাকা আবার অশান্ত হয়ে উঠে। বর্তমানে স্থানীয় মিঠু গংদের ভয়ে আতঙ্কিত দিনাপাতিপাত করছেন। এলাকাবাসী এ সকল সন্ত্রাসীর কবল থেকে মুক্তি পেতে চান।

সংবাদটি ▼ শেয়ার করুন