০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

নিহত শহীদ পরিবারগুলোর পাশে জামায়াতে ইসলাম

জাতি যেনো এই শহীদ সন্তানদের ভুলে না যায় : জামায়াতে আমীর

  • ০৫:৫৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
  • / ৪১২

নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, একটা জাতি যেখানে দাঁড়ায় যায়, সেখানে কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমাদের সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু এই যাওয়াটা যেনো প্রশান্তির হয়। শহীদের রক্ত শুকিয়ে গেছে, কিন্তু তারা যেনো আমাদের অন্তর থেকে চলে না যায়। এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। তারা কি মারা গেছেন, নাকি বেঁচে আছেন তা কেউই জানেন না। এই জাতি যেনো আমাদের এই শহীদ সন্তানদের ভুলে না যায়। “যারা জীবন দিয়ে শহীদ হয়েছেন, তাদের সেই স্বপ্ন যেন বাস্তবায়ন হয়। “অনেক রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১০ টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকার গ্রীন গার্ডেন রেস্টুরেন্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ পরিবারের গর্বিত সদস্যদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান ৪০ জন নিহত শহীদ পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র- জনতার আন্দোলনে নারায়ণগঞ্জে নিহত পরিবারগুলোকে প্রতিমাসে আর্থিক সহযোগিতাসহ সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করা হবে। এবং বৈষম্য বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জে নিহত পরিবারগুলোর পাশে আছে জামায়াতে ইসলাম।

জামায়াতে আমীর বলেন, “রাজনীতিতে ভাগাভাগি নয়। এই মুহুর্তে আমরা চারটা কাজ করছি। প্রথম কাজ হচ্ছে- সমাজের শান্তি শৃংখলা ফিরিয়ে আনা। দ্বিতীয় কাজ হচ্ছে যারা শহীদ হয়েছেন তাঁদের পরিবারের দোয়া নেয়া। তৃতীয় কাজ হচ্ছে- যারা আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন তাঁদের পাশে দাড়ানো। চতুর্থ কাজ হচ্ছে- আগামীর বাংলাদেশ বির্নিমানে আল্লাহর সাহায্য চাওয়া।

নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্ম-পরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহামেদ, ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম, জেলা আমির মুমিনুল হক, মহানগরীর নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ম, ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি আসাদুজ্জামান রাকিব, জামায়াতের জেলা সেক্রেটারি জাকির হোসাইন, মহানগর জেলা সহকারী সেক্রেটারি জামাল হোসাইন ও আবু সাঈদ মুন্নাসহ শহীদ পরিবারের সদস্যগন ও বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরী শাখার বিভিন্ন নেতৃবৃন্দ।

সংবাদটি ▼ শেয়ার করুন

👍ফেসবুকে আলোকিত শীতলক্ষ্যা

নিহত শহীদ পরিবারগুলোর পাশে জামায়াতে ইসলাম

জাতি যেনো এই শহীদ সন্তানদের ভুলে না যায় : জামায়াতে আমীর

০৫:৫৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪

নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, একটা জাতি যেখানে দাঁড়ায় যায়, সেখানে কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমাদের সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু এই যাওয়াটা যেনো প্রশান্তির হয়। শহীদের রক্ত শুকিয়ে গেছে, কিন্তু তারা যেনো আমাদের অন্তর থেকে চলে না যায়। এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। তারা কি মারা গেছেন, নাকি বেঁচে আছেন তা কেউই জানেন না। এই জাতি যেনো আমাদের এই শহীদ সন্তানদের ভুলে না যায়। “যারা জীবন দিয়ে শহীদ হয়েছেন, তাদের সেই স্বপ্ন যেন বাস্তবায়ন হয়। “অনেক রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১০ টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকার গ্রীন গার্ডেন রেস্টুরেন্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ পরিবারের গর্বিত সদস্যদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান ৪০ জন নিহত শহীদ পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র- জনতার আন্দোলনে নারায়ণগঞ্জে নিহত পরিবারগুলোকে প্রতিমাসে আর্থিক সহযোগিতাসহ সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করা হবে। এবং বৈষম্য বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জে নিহত পরিবারগুলোর পাশে আছে জামায়াতে ইসলাম।

জামায়াতে আমীর বলেন, “রাজনীতিতে ভাগাভাগি নয়। এই মুহুর্তে আমরা চারটা কাজ করছি। প্রথম কাজ হচ্ছে- সমাজের শান্তি শৃংখলা ফিরিয়ে আনা। দ্বিতীয় কাজ হচ্ছে যারা শহীদ হয়েছেন তাঁদের পরিবারের দোয়া নেয়া। তৃতীয় কাজ হচ্ছে- যারা আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন তাঁদের পাশে দাড়ানো। চতুর্থ কাজ হচ্ছে- আগামীর বাংলাদেশ বির্নিমানে আল্লাহর সাহায্য চাওয়া।

নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্ম-পরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহামেদ, ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম, জেলা আমির মুমিনুল হক, মহানগরীর নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ম, ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি আসাদুজ্জামান রাকিব, জামায়াতের জেলা সেক্রেটারি জাকির হোসাইন, মহানগর জেলা সহকারী সেক্রেটারি জামাল হোসাইন ও আবু সাঈদ মুন্নাসহ শহীদ পরিবারের সদস্যগন ও বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরী শাখার বিভিন্ন নেতৃবৃন্দ।

সংবাদটি ▼ শেয়ার করুন