০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

দেশের ১৯৮টি উপ-নির্বাচন স্থগিত

বন্দরের মুছাপুর ইউনিয়নের উপ-নির্বাচন স্থগিত

  • ১০:৫২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪
  • / ৩৬৪

বন্দর প্রতিনিধি : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও বর্তমান পরিস্থিতি বিবচেনায় নারায়ণগঞ্জের বন্দরে মুছাপুর ইউনিয়ণসহ সারা দেশের ১৯৮টি উপ-নির্বাচন স্থগিতের নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন।

বন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও মুছাপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনের রির্টানিং অফিসার রিয়াজ আহমেদ বৃহস্পতিবার (২৫ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন কমিশন নারায়ণগঞ্জের বন্দর মুছাপুর ইউনিয়ণ সহ ১৯৮টি ইউনিয়নের উপ-নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছে। আমাদের কাছে তাদের পক্ষ থেকে চিঠি এসেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রার্থীদের নির্বাচনী প্রচারণার সময় যেহেতু স্থগিতের আদেশ এসেছে, তাই পরবর্তীতে প্রার্থীদের প্রচারনার সময় দিয়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী ৪ জুলাই ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই হয় ৫ জুলাই। ৬ থেকে ৮ জুলাই ছিলো প্রার্থীদের আপিলের শেষদিন। ৯ জুলাই সেই আপিল নিষ্পত্তি। ১০ জুলাই পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রতাহার করতে পারবেন এবং ১১জুলাই প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

উপ-নির্বাচনে মোট ৫ জন চুরান্ত প্রার্থীর হিসেবে নির্বাচিত হয়েছে। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৪২৩ জন।

সংবাদটি ▼ শেয়ার করুন

👍ফেসবুকে আলোকিত শীতলক্ষ্যা

দেশের ১৯৮টি উপ-নির্বাচন স্থগিত

বন্দরের মুছাপুর ইউনিয়নের উপ-নির্বাচন স্থগিত

১০:৫২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪

বন্দর প্রতিনিধি : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও বর্তমান পরিস্থিতি বিবচেনায় নারায়ণগঞ্জের বন্দরে মুছাপুর ইউনিয়ণসহ সারা দেশের ১৯৮টি উপ-নির্বাচন স্থগিতের নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন।

বন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও মুছাপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনের রির্টানিং অফিসার রিয়াজ আহমেদ বৃহস্পতিবার (২৫ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন কমিশন নারায়ণগঞ্জের বন্দর মুছাপুর ইউনিয়ণ সহ ১৯৮টি ইউনিয়নের উপ-নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছে। আমাদের কাছে তাদের পক্ষ থেকে চিঠি এসেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রার্থীদের নির্বাচনী প্রচারণার সময় যেহেতু স্থগিতের আদেশ এসেছে, তাই পরবর্তীতে প্রার্থীদের প্রচারনার সময় দিয়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী ৪ জুলাই ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই হয় ৫ জুলাই। ৬ থেকে ৮ জুলাই ছিলো প্রার্থীদের আপিলের শেষদিন। ৯ জুলাই সেই আপিল নিষ্পত্তি। ১০ জুলাই পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রতাহার করতে পারবেন এবং ১১জুলাই প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

উপ-নির্বাচনে মোট ৫ জন চুরান্ত প্রার্থীর হিসেবে নির্বাচিত হয়েছে। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৪২৩ জন।

সংবাদটি ▼ শেয়ার করুন