১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

সোনারগাঁয়ে পণ্যবাহী ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, হেলপার দগ্ধ

  • ০২:২৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
  • / ৪৯২

মাজহারুল রাসেল : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এশিয়ান হাইওয়েতে পণ্যবাহী একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এতে ট্রাকটির চালকের সহযোগী (হেলপার) দগ্ধ হন। দগ্ধ হেলপার মো. সায়মন (২০) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার শিংলাবো এলাকায় এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, সোনারগাঁয়ের মেঘনা ঘাট এলাকা থেকে টাইলসবাহী একটি ট্রাক সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলো। ট্রাকটি এশিয়ান হাইওয়ের (ঢাকা বাইপাস রোড) শিংলাবো এলাকায় পৌঁছালে দুর্বৃত্তারা পেট্রোলবোমা ছোড়ে। এতে ট্রাকটির সামনে অংশে আগুন ধরে যায়।

এ সময় ট্রাকের চালক দ্রুততার সঙ্গে নেমে যেতে পারলেও তার সহযোগীর দুই হাত মারাত্মকভাবে দগ্ধ হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি ▼ শেয়ার করুন

👍ফেসবুকে আলোকিত শীতলক্ষ্যা

সোনারগাঁয়ে পণ্যবাহী ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, হেলপার দগ্ধ

০২:২৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

মাজহারুল রাসেল : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এশিয়ান হাইওয়েতে পণ্যবাহী একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এতে ট্রাকটির চালকের সহযোগী (হেলপার) দগ্ধ হন। দগ্ধ হেলপার মো. সায়মন (২০) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার শিংলাবো এলাকায় এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, সোনারগাঁয়ের মেঘনা ঘাট এলাকা থেকে টাইলসবাহী একটি ট্রাক সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলো। ট্রাকটি এশিয়ান হাইওয়ের (ঢাকা বাইপাস রোড) শিংলাবো এলাকায় পৌঁছালে দুর্বৃত্তারা পেট্রোলবোমা ছোড়ে। এতে ট্রাকটির সামনে অংশে আগুন ধরে যায়।

এ সময় ট্রাকের চালক দ্রুততার সঙ্গে নেমে যেতে পারলেও তার সহযোগীর দুই হাত মারাত্মকভাবে দগ্ধ হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি ▼ শেয়ার করুন