বন্দরে আলোকিত সমাজ গড়তে ঐক্যবদ্ধ তরুনরা
- ১১:৫৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
- / ৪৯৯
একটি আলোর কনা পেলে লক্ষ প্রদীপ জ্বলে একটি মানুষ মানুষ হলে বিশ্বজগৎ টলে আলোকিত সমাজ গড়তে বন্দর পূর্ব নবীগঞ্জ টি হোসেন গার্ডেনে তরুণদের ঐক্যবদ্ধ ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
তরুণ মেধাবী উদ্যাক্তা মো কাওসারের উদ্যােগে পথভ্রষ্ট যুব সমাজকে আলোর দিশারি হয়ে পথ দেখাতে আলোকিত সমাজ গড়ার লক্ষ্যে একঝাঁক তরুণদের নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে চাই। কাওসার আরো বলেন বর্তমান যুব সমাজ ভয়াল মাদকের গ্রাসে সয়লাব তাই আমাদের অভিভাবকদের এগিয়ে আসা উচিত বাচ্চাদের প্রতি একটু বিশেষ নজর রাখা দরকার। খেলাধূলায় মনযোগী করা দরকার।
এসময় উপস্থিত ছিলেন তরুণ মেধাবী সাংবাদিক ইউসুফ আলী প্রধান তিনি বলেন এক যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার।যুবকরা পরিবর্তন হলে পুরো সমাজ পরিবর্তন হবে আর সমাজ পরিবর্তন হলে সমাজে শান্তি শৃঙ্খলা চলে আসবে। তাই সকলকে ঐক্যবদ্ধ ভাবে ভালো কাজ করতে হবে খারাপ কাজ বর্জন করতে হবে।
গঠনমূলক আলোচনা সভায় তরুণ মেধাবী মাহি, পাপ্পু, সহ ৩০ সদস্য বিশিষ্ট একটি দল গঠন করা হয়। এখানে পজিটিভ বিনোদন সাংস্কৃতি খেলাধুলা সহ সকল সামাজিক উন্নয়ন মূলক কাজে অংশ গ্রহন করবে এই দলটি।