০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

সিদ্ধিরগঞ্জে ২নং ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডে রাস্তার পাশে ভাসমান বাজার, জনসাধারনের ভোগান্তি

  • ১২:১৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
  • / ৫৬১

সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ্বরী বাসস্ট্র্যান্ডে রাস্তার পাশে গড়ে উঠেছে ভাসমান বাজার ও সিএনজি স্ট্যান্ড যার ফলে জনসাধারণের ভোগান্তি সহ প্রতিনিয়ত এখানে সৃষ্টি হচ্ছে যানযটের।

এই বাজারের কারণে সাধারণ পথচারিদের চলাচলে হচ্ছে অসুবিধা।বর্তমানে ঈদ উল আযহা উপলক্ষে ২ নং ঢাকেশ্বরী ইব্রাহিম টেক্সটাইল মিল বালুর মাঠে গরুর হাট বসেছে বিভিন্ন জায়গা থেকে এখানে ক্রেতা বিক্রেতারা আসছে গরু ক্রয় বিক্রয় করতে তাদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডে আসতে। একদিকে রাস্তায় জ্যাম লেগেই থাকে অন্য দিকে চলাচলের রাস্তায় ভাসমান বাজার বসিয়ে চলচলের হচ্ছে ভোগান্তি।

নাম না প্রকাশে একজন জানান, এখানে বাজার সরানোর জন্য অনেক এগিয়ে আসলেও কোন লাভ হয়নি, ক্ষমতার জোরে বাজার দরে রেখেছে।

সেই লোকটি কে জানতে চাইলে তিনি বলেন, নাম বলমুনা তয় ওনি একজন বিএনপির নেতা আর তার পোলায় হইলো নানগঞ্জের এক এমপির পোলার লগে আত আছে তাগো ক্ষমতা দেখায়।

বাজারের এক দোকানদার বলেন, আমরা এখানে দোকান দিতে বিএনপির ওই নেতা ও তার পোলারে এককালিন মোটা অংকের টাকা দিয়া বইছে আর দৈনিক প্রত্যােক দোকান থেকে ১০০- ৩০০ টাকা পর্যন্ত জায়গার ভাড়া বাবদ চাদা দিতে হয়। আমাগোও খারাপ লাগে মানুষ চলাচল করতে পারেনা কিন্তু কি করমু আমরা পেটের দায়ে এখানে চাদা দিয়ে বসতে হয়।

এক সাধারণ পথচারি বলেন, আমরা আমার চাকরী করি এখান দিয়া দৈনিক হাজার হাজার শ্রমিক গার্মেন্সে যায়, এক বাজার দিয়ে যাতায়াতে সমস্যা আরেক রাস্তায় জ্যাম প্রতিদিনই আমাদের কাজে যেতে লেট হয়।

তিনি বলেন, আমরা এই ২ নং ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডের ভোগান্তি থেকে মুক্তি চাই। সাধারণ মানুষের একটাই দাবি ২ নং ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডের এই ভাসমান বাজার উঠিয়ে দিয়ে তাদের চলাচল রাস্তাটি উন্মুক্ত করে দেওয়া হোজ অন্তত কিছুটা ভোগান্তি থেকে তার রক্ষা পাবে।

সাধারণ মানুষ এই ভোগান্তির প্রতিকার চেয়ে রোডসেন হাইওয়ে সড়ক ও জনপদ বিভাগ, পুলিশ প্রশাসন ও নাসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলরের দৃষ্টি আকর্ষণ করে হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদটি ▼ শেয়ার করুন

👍ফেসবুকে আলোকিত শীতলক্ষ্যা

সিদ্ধিরগঞ্জে ২নং ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডে রাস্তার পাশে ভাসমান বাজার, জনসাধারনের ভোগান্তি

১২:১৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২

সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ্বরী বাসস্ট্র্যান্ডে রাস্তার পাশে গড়ে উঠেছে ভাসমান বাজার ও সিএনজি স্ট্যান্ড যার ফলে জনসাধারণের ভোগান্তি সহ প্রতিনিয়ত এখানে সৃষ্টি হচ্ছে যানযটের।

এই বাজারের কারণে সাধারণ পথচারিদের চলাচলে হচ্ছে অসুবিধা।বর্তমানে ঈদ উল আযহা উপলক্ষে ২ নং ঢাকেশ্বরী ইব্রাহিম টেক্সটাইল মিল বালুর মাঠে গরুর হাট বসেছে বিভিন্ন জায়গা থেকে এখানে ক্রেতা বিক্রেতারা আসছে গরু ক্রয় বিক্রয় করতে তাদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডে আসতে। একদিকে রাস্তায় জ্যাম লেগেই থাকে অন্য দিকে চলাচলের রাস্তায় ভাসমান বাজার বসিয়ে চলচলের হচ্ছে ভোগান্তি।

নাম না প্রকাশে একজন জানান, এখানে বাজার সরানোর জন্য অনেক এগিয়ে আসলেও কোন লাভ হয়নি, ক্ষমতার জোরে বাজার দরে রেখেছে।

সেই লোকটি কে জানতে চাইলে তিনি বলেন, নাম বলমুনা তয় ওনি একজন বিএনপির নেতা আর তার পোলায় হইলো নানগঞ্জের এক এমপির পোলার লগে আত আছে তাগো ক্ষমতা দেখায়।

বাজারের এক দোকানদার বলেন, আমরা এখানে দোকান দিতে বিএনপির ওই নেতা ও তার পোলারে এককালিন মোটা অংকের টাকা দিয়া বইছে আর দৈনিক প্রত্যােক দোকান থেকে ১০০- ৩০০ টাকা পর্যন্ত জায়গার ভাড়া বাবদ চাদা দিতে হয়। আমাগোও খারাপ লাগে মানুষ চলাচল করতে পারেনা কিন্তু কি করমু আমরা পেটের দায়ে এখানে চাদা দিয়ে বসতে হয়।

এক সাধারণ পথচারি বলেন, আমরা আমার চাকরী করি এখান দিয়া দৈনিক হাজার হাজার শ্রমিক গার্মেন্সে যায়, এক বাজার দিয়ে যাতায়াতে সমস্যা আরেক রাস্তায় জ্যাম প্রতিদিনই আমাদের কাজে যেতে লেট হয়।

তিনি বলেন, আমরা এই ২ নং ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডের ভোগান্তি থেকে মুক্তি চাই। সাধারণ মানুষের একটাই দাবি ২ নং ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডের এই ভাসমান বাজার উঠিয়ে দিয়ে তাদের চলাচল রাস্তাটি উন্মুক্ত করে দেওয়া হোজ অন্তত কিছুটা ভোগান্তি থেকে তার রক্ষা পাবে।

সাধারণ মানুষ এই ভোগান্তির প্রতিকার চেয়ে রোডসেন হাইওয়ে সড়ক ও জনপদ বিভাগ, পুলিশ প্রশাসন ও নাসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলরের দৃষ্টি আকর্ষণ করে হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদটি ▼ শেয়ার করুন