০৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

জরুরী সেবা ৯৯৯এ সংবাদ পেয়ে অপহৃত উদ্ধার-অপহরনকারিকে গ্রেপ্তার

  • ১১:৪৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
  • / ৫২৭

জরুরী সেবা ৯৯৯ মাধ্যমে সংবাদ পেয়ে অপহৃত দুই মিশুক যাত্রীকে উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। সে সাথে পুলিশ অপহরনের ঘটনায় জড়িত থাকার অপরাধে মাসুম রানা (২৫) নামে এক অপহরনকারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত অপহরণকারি মাছুম রানা বন্দর থানার সোনাচড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে বলে জানা গেছে।

শনিবার (১১ জুন) বেলা ১১টায় বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের মনারবাড়ী জনৈক হাসান মিয়ার তুলার মিলের ভিতরে থেকে অপহৃত মিশুক যাত্রীদের উদ্ধারসহ ওই অপহরনকারীকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১০ জুন শুক্রবার রাতে বন্দর মনারবাড়ী এলাকায় অপহরণ পূর্বক মুক্তিপন আদায়ের এ ঘটনাটি ঘটে।

অপহৃত মিশুক যাত্রীরা হলো বন্দর থানার বাড়ৈপাড়া এলাকার মোঃ জাহাঙ্গরি শেখ মিয়ার ছেলে আল আমিন (২৫) ও তার বন্ধু রনী (২৬)। এ ঘটনায় অপহৃত মিশুক যাত্রী আল আমিন হোসেন বাদী হয়ে গত ১১ জুন শনিবার ৭ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২০(৬)২২ ধারা- ৩৬৫/ ৩৮৬/ ৩২৩/ পেনাল কোড-১৮৬০।

তথ্য সূত্রে জানা গেছে, গত ১০ জুন শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বন্দর বাড়ৈপাড়া এলাকার জাহাঙ্গীর শেখের ছেলে আল আমিন ও তার বন্ধু রনি বন্দর রেলাইন আসার জন্য মদনপুর বাসস্ট্যান্ড থেকে মিশুক উঠে।

পরে মিশুক গাড়ীটি ধামগড় ইউনিয়নের মনারবাড়ি সামন আসলে ওই সময় লক্ষনখোলা এলাকার অপহরনকারি বুলেট, সোনাচড়া এলাকার ব্চ্চাু মিয়ার ছেলে মাসুম রানা, একই এলাকার মৃত আকবর মিয়ার ছেলে মামুন, মনারবাড়ী তালতলা এলাকার মনু মিয়ার ছেলে ফয়সাল, একই এলাকার পারভেজ, ধামগড় এলাকার আব্দুল মালেক ওরফে খালেক মিয়ার ছেলে হুমায়ন কবির ও রামনগর এলাকার মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে খোকন ওরফে চুক্কা খোকন জোর পূর্বে মিশুক যাত্রীদের রাস্তা থেকে অপহরন করে উল্রেখিত তুলার মিলে নিয়ে যায়।

পরে অপহৃত যাত্রীদের সারা রাত বেদম ভাবে পিটিয়ে তাদের পরিবারের নিকট ১ লাখ টাকা মুক্তিপন দাবি করে। ওই সময় অপহরণকারিরা বনির কাছ থেকে ০১৮৩৬-৭৩৩৯৬৪ নাম্বার বিকাশ একাউন্ট থেকে পিনকোড নিয়ে ৪ হাজার ৭’শ টাকা ছিনিয়ে নেয়।ওই সময় অপহরনকারিরা দাবিকৃত মুক্তিপন না পেয়ে উল্রেখিত দুই বন্ধুকে বেদম ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে।

পরে অপহরনের বিষয়টি অপহৃত প্রতিবেমী জরুরী সেবা ৯৯৯ সংবাদ জানালে পুলিশ ১১ জুন শনিবার সকালে উল্রেখি তুলার মিলে অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধারসহ অপহরনকারি মাসুম রানাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে পুলিশ গ্রেপ্তারকৃতকে রোববার দুপুরে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই বারেক হাওলাদার জানিয়েছে, গ্রেপ্তারকৃত অপহরনকারি মাছুম রানাকে জিজ্ঞাসাবাদ অব্যহত রাখা হয়েছে। জ্ঞিাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।

সংবাদটি ▼ শেয়ার করুন

👍ফেসবুকে আলোকিত শীতলক্ষ্যা

জরুরী সেবা ৯৯৯এ সংবাদ পেয়ে অপহৃত উদ্ধার-অপহরনকারিকে গ্রেপ্তার

১১:৪৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২

জরুরী সেবা ৯৯৯ মাধ্যমে সংবাদ পেয়ে অপহৃত দুই মিশুক যাত্রীকে উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। সে সাথে পুলিশ অপহরনের ঘটনায় জড়িত থাকার অপরাধে মাসুম রানা (২৫) নামে এক অপহরনকারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত অপহরণকারি মাছুম রানা বন্দর থানার সোনাচড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে বলে জানা গেছে।

শনিবার (১১ জুন) বেলা ১১টায় বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের মনারবাড়ী জনৈক হাসান মিয়ার তুলার মিলের ভিতরে থেকে অপহৃত মিশুক যাত্রীদের উদ্ধারসহ ওই অপহরনকারীকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১০ জুন শুক্রবার রাতে বন্দর মনারবাড়ী এলাকায় অপহরণ পূর্বক মুক্তিপন আদায়ের এ ঘটনাটি ঘটে।

অপহৃত মিশুক যাত্রীরা হলো বন্দর থানার বাড়ৈপাড়া এলাকার মোঃ জাহাঙ্গরি শেখ মিয়ার ছেলে আল আমিন (২৫) ও তার বন্ধু রনী (২৬)। এ ঘটনায় অপহৃত মিশুক যাত্রী আল আমিন হোসেন বাদী হয়ে গত ১১ জুন শনিবার ৭ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২০(৬)২২ ধারা- ৩৬৫/ ৩৮৬/ ৩২৩/ পেনাল কোড-১৮৬০।

তথ্য সূত্রে জানা গেছে, গত ১০ জুন শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বন্দর বাড়ৈপাড়া এলাকার জাহাঙ্গীর শেখের ছেলে আল আমিন ও তার বন্ধু রনি বন্দর রেলাইন আসার জন্য মদনপুর বাসস্ট্যান্ড থেকে মিশুক উঠে।

পরে মিশুক গাড়ীটি ধামগড় ইউনিয়নের মনারবাড়ি সামন আসলে ওই সময় লক্ষনখোলা এলাকার অপহরনকারি বুলেট, সোনাচড়া এলাকার ব্চ্চাু মিয়ার ছেলে মাসুম রানা, একই এলাকার মৃত আকবর মিয়ার ছেলে মামুন, মনারবাড়ী তালতলা এলাকার মনু মিয়ার ছেলে ফয়সাল, একই এলাকার পারভেজ, ধামগড় এলাকার আব্দুল মালেক ওরফে খালেক মিয়ার ছেলে হুমায়ন কবির ও রামনগর এলাকার মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে খোকন ওরফে চুক্কা খোকন জোর পূর্বে মিশুক যাত্রীদের রাস্তা থেকে অপহরন করে উল্রেখিত তুলার মিলে নিয়ে যায়।

পরে অপহৃত যাত্রীদের সারা রাত বেদম ভাবে পিটিয়ে তাদের পরিবারের নিকট ১ লাখ টাকা মুক্তিপন দাবি করে। ওই সময় অপহরণকারিরা বনির কাছ থেকে ০১৮৩৬-৭৩৩৯৬৪ নাম্বার বিকাশ একাউন্ট থেকে পিনকোড নিয়ে ৪ হাজার ৭’শ টাকা ছিনিয়ে নেয়।ওই সময় অপহরনকারিরা দাবিকৃত মুক্তিপন না পেয়ে উল্রেখিত দুই বন্ধুকে বেদম ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে।

পরে অপহরনের বিষয়টি অপহৃত প্রতিবেমী জরুরী সেবা ৯৯৯ সংবাদ জানালে পুলিশ ১১ জুন শনিবার সকালে উল্রেখি তুলার মিলে অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধারসহ অপহরনকারি মাসুম রানাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে পুলিশ গ্রেপ্তারকৃতকে রোববার দুপুরে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই বারেক হাওলাদার জানিয়েছে, গ্রেপ্তারকৃত অপহরনকারি মাছুম রানাকে জিজ্ঞাসাবাদ অব্যহত রাখা হয়েছে। জ্ঞিাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।

সংবাদটি ▼ শেয়ার করুন