১০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

জনগনের সাথে আঠারো বছরের ব্যর্থতার লড়াই : তৈমূর

  • ০১:১৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
  • / ৪৪৪

ষ্টাফ রিপোর্টার (আলোকিত শীতলক্ষ্যা) : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র (নাসিক) মেয়র প্রার্থী (হাতি প্রতীক) অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, নারায়ণগঞ্জসহ গোটা বাংলাদেশে এখন নির্বাচন নেই। এই নির্বাচনটা হল জনগনের সাথে আঠারো বছরের ব্যর্থতার লড়াই। এই নির্বাচনটা জনগনই করবে। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে শ্রমিক দিনমজুরসহ বিভিন্ন খেটে খাওয়া মানুষজন যারা আছেন তারাই এই নির্বাচন করছেন।

শুক্রবার (৭ জানুয়ারি) বন্দরে নাসিক ২২ নং ওয়ার্ডে জুমার নামাজ আদায়ের পর গণসংযোগে নেমে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার শরীরটা কেটে টুকরো টুকরো করলে যে আওয়াজটা আসবে, সে আওয়াজটার নাম বিএনপি। স্থানীয় নেতাদের সাথে আমার সম্পর্ক, পানি কাটলে দুই টুকরো হবে কিন্তু তৈমূর আলম খন্দকারের সাথে বিএনপির সম্পর্ক দুই টুকরো হবে না। এখানে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সব আছে। তারা যা করেছে বুঝে শুনে করেছে। বিএনপির ভোট নৌকা মার্কায় যাবে না বরং অন্য মার্কার ভোট আমার কাছে আসবে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে।

তিনি বলেন, আমি সাড়ে পাঁচ লক্ষ ভোটারেরই সমর্থন চাই। আওয়ামী লীগ-কী ভোটার নাহ, তারা কী এ শহরের নাগরিক না। এই প্রশ্নটা ঠিক না। প্রার্থী হিসেবে আমি সকলের কাছেই যাবো। আমি সকলের ভোট কামনা করেছি।

তৈমূর আরও বলেন, আমি এর আগে দলের নির্দেশে বসে গেছি। সেই নির্বাচনটা আমি করতে পারিনি। মাত্র দুই তিনজন কন্ট্রাক্টরের যে ঠিকাদারির সিন্ডিকেট এটা ভেঙে সকলের জন্য সুবিধা করতে চাই। সিটি করপোরেশন সবার।

তিনি বলেন, আমি সকলের ভোট চাই। আমি সবার সমর্থন পাচ্ছি। আল্লাহ এবার জনতার বিজয় ঘটাবে। যেখানকার সমস্যা এটা ওইখানকার জনগনের সাথে কথা বলে সমাধান করতে হবে। সব দিক বিবেচনা করে জনমুখী করতে চাই। যাতে সেবা সকলের দুয়ারে গিয়ে পৌঁছায়।

এসময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে নির্বাচনী প্রচারণাটি বিশাল শোডাউনে পরিনত হয়। ফুলের পাপড়ী ছিটিয়ে ও গলায় ফুলের মামলা পড়িয়ে তৈমূর আলমকে বরণ করে নেন ২৫নং ওয়ার্ডবাসী।

সংবাদটি ▼ শেয়ার করুন

👍ফেসবুকে আলোকিত শীতলক্ষ্যা

জনগনের সাথে আঠারো বছরের ব্যর্থতার লড়াই : তৈমূর

০১:১৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২

ষ্টাফ রিপোর্টার (আলোকিত শীতলক্ষ্যা) : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র (নাসিক) মেয়র প্রার্থী (হাতি প্রতীক) অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, নারায়ণগঞ্জসহ গোটা বাংলাদেশে এখন নির্বাচন নেই। এই নির্বাচনটা হল জনগনের সাথে আঠারো বছরের ব্যর্থতার লড়াই। এই নির্বাচনটা জনগনই করবে। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে শ্রমিক দিনমজুরসহ বিভিন্ন খেটে খাওয়া মানুষজন যারা আছেন তারাই এই নির্বাচন করছেন।

শুক্রবার (৭ জানুয়ারি) বন্দরে নাসিক ২২ নং ওয়ার্ডে জুমার নামাজ আদায়ের পর গণসংযোগে নেমে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার শরীরটা কেটে টুকরো টুকরো করলে যে আওয়াজটা আসবে, সে আওয়াজটার নাম বিএনপি। স্থানীয় নেতাদের সাথে আমার সম্পর্ক, পানি কাটলে দুই টুকরো হবে কিন্তু তৈমূর আলম খন্দকারের সাথে বিএনপির সম্পর্ক দুই টুকরো হবে না। এখানে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সব আছে। তারা যা করেছে বুঝে শুনে করেছে। বিএনপির ভোট নৌকা মার্কায় যাবে না বরং অন্য মার্কার ভোট আমার কাছে আসবে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে।

তিনি বলেন, আমি সাড়ে পাঁচ লক্ষ ভোটারেরই সমর্থন চাই। আওয়ামী লীগ-কী ভোটার নাহ, তারা কী এ শহরের নাগরিক না। এই প্রশ্নটা ঠিক না। প্রার্থী হিসেবে আমি সকলের কাছেই যাবো। আমি সকলের ভোট কামনা করেছি।

তৈমূর আরও বলেন, আমি এর আগে দলের নির্দেশে বসে গেছি। সেই নির্বাচনটা আমি করতে পারিনি। মাত্র দুই তিনজন কন্ট্রাক্টরের যে ঠিকাদারির সিন্ডিকেট এটা ভেঙে সকলের জন্য সুবিধা করতে চাই। সিটি করপোরেশন সবার।

তিনি বলেন, আমি সকলের ভোট চাই। আমি সবার সমর্থন পাচ্ছি। আল্লাহ এবার জনতার বিজয় ঘটাবে। যেখানকার সমস্যা এটা ওইখানকার জনগনের সাথে কথা বলে সমাধান করতে হবে। সব দিক বিবেচনা করে জনমুখী করতে চাই। যাতে সেবা সকলের দুয়ারে গিয়ে পৌঁছায়।

এসময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে নির্বাচনী প্রচারণাটি বিশাল শোডাউনে পরিনত হয়। ফুলের পাপড়ী ছিটিয়ে ও গলায় ফুলের মামলা পড়িয়ে তৈমূর আলমকে বরণ করে নেন ২৫নং ওয়ার্ডবাসী।

সংবাদটি ▼ শেয়ার করুন