০৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

বাজারে বেড়েছে শাক-সবজি ও নিত্যপন্য জিনিসের দাম

  • ১১:১৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
  • / ৫০৭

আলোকিত শীতলক্ষ্যা : নারায়নগঞ্জের অধিকাংশ বাজারে বেড়েছে শাক-সবজি ও নিত্যপন্য জিনিসের দাম। সবজিতে বেড়েছে প্রতি কেজি ১০-১৫ টাকা। রবিবার (১১ জুলাই) নগরীর দিগুবাবুর বাজার, কালির বাজার ও তল্লার বউ বাজার এলাকায় ঘুরে এ চিত্র দেখাগেছে।

ব্যবসায়ীরা বলছেন একদিকে বর্ষা অপরদিকে লক ডাউন নিষেধাজ্ঞারকারনে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বাজারে বেশী দামে সব কিছু বিক্রি করতে হচ্ছে।

দিগুবাবুর বাজারের সবজি বিক্রেতা ওহাব আলী জানান, বাজারে শাক-সবজি ও খাদ্য দ্রব্যর পরিমান আগের চেয়ে ও বেশী কিন্তু পরিবহন ভাড়া বেশী থাকায় আগের চেয়ে বেশী দামে বিক্রি করতে হয়।

সরজমিনে শহরের কয়েকটি বাজার ঘুরে দেখাগেছে, সবচাইতে বেশী দাম বেড়েছে বেগুনের দাম। এর মধ্যেই ৫-১০ টাকা বেড়েছে লম্বা বেগুনের দাম। আগের সপ্তাহে লম্বা বেগুন ৪০ টাকায় বিক্রি হলেও তা ৫০-৫৫ টাকায় বিক্রি করছে ব্যবসায়ীরা।

এছাড়াও কলমি শাক, পুইশাক, লালশাক বিক্রি হচ্ছে আগের চেয়ে বেশী দামে। এক কেজি শাক কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ৩০-৪০ টাকা। বেড়েছে আলুর দাম এক পাল্লা আলু দাম বিক্রি করছে ১২০ থেকে ১২৫ টাকায়। যা গত কয়েকদিন আগে ছিল ৯০ টাকায়।

এছাড়াও শশা ৩০ টাকা, ঢেঁড়শ ৪০ টাকা, পোটল ৪০-৪৫ টাকা, ধুন্দল ৪৫-৫০ টাকা বিক্রি করছে। তবে কাঁচা মরিচের দাম একটু কম। এককেজি কাঁচা মরিচের দাম ২৫-৩০ টাকায় পাওয়া যায়। সবচাইতে দাম বেড়েছে করলার দাম এক কেজি করলা বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

তবে পেয়াজের দাম স্থিতিশীল রয়েছে। পাইকারি প্রতি পাল্লা পেয়াজ বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৫০ টাকায়। ভারত থেকে আমদানী পেয়াজ ১৪০-১৪৫ টাকা। আমদানী করা মাঝারি ধরনের মুশরির ডাল ৭০-৮০ টাকা। দেশী মুশুরির ডাল ১২০-১৩০ টাকা। মুগডাল মানবেধে ১২০-১৪০ টাকা। রসুনের কেজি ৮০-১০০ টাকা। দেশী আদা ১২০-১৫০ টাকা।

এদিকে প্যাকেট আটা ৩২-৩৫ টাকা। চিনি মানবেধে ৬৫-৭০ টাকায় বিক্রি করছে। লবন ৩৫-৪০ টাকা, জিরা ৩২০-৪০০ টাকা, ছোট এলাচ মানবেধে ২৫০০-৩৫০০ টাকায় বিক্রি হচ্ছে। ভোজ্য তেলের দাম আগে থেকে ও বেশী চড়া। প্রতি লিটার বোতলজাত তেলের দাম ১৬০-১৭০ টাকা। কেজি খোলা সয়াবিন তেলের দাম ১৪০-১৫০ টাকা। খোলা পাম ওয়েল ১২০-১২৫ টাকা।

তবে মুরগীর দাম কিছুটা বেড়েছে। বয়লার ১৫০-১৫৫ টাকা, সোনালী মুরগীর দাম ২৩০-২৫০ টাকা। গরুর মাংস এক কেজি ৬০০ টাকা, খাসি প্রতি কেজি ৮০০-৮৫০ টাকা। তবে বয়লার মুরগীর ডিম একডজন ১০৫ টাকা ধরে বিক্রি করছে বিক্রেতারা।

সংবাদটি ▼ শেয়ার করুন

👍ফেসবুকে আলোকিত শীতলক্ষ্যা

বাজারে বেড়েছে শাক-সবজি ও নিত্যপন্য জিনিসের দাম

১১:১৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১

আলোকিত শীতলক্ষ্যা : নারায়নগঞ্জের অধিকাংশ বাজারে বেড়েছে শাক-সবজি ও নিত্যপন্য জিনিসের দাম। সবজিতে বেড়েছে প্রতি কেজি ১০-১৫ টাকা। রবিবার (১১ জুলাই) নগরীর দিগুবাবুর বাজার, কালির বাজার ও তল্লার বউ বাজার এলাকায় ঘুরে এ চিত্র দেখাগেছে।

ব্যবসায়ীরা বলছেন একদিকে বর্ষা অপরদিকে লক ডাউন নিষেধাজ্ঞারকারনে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বাজারে বেশী দামে সব কিছু বিক্রি করতে হচ্ছে।

দিগুবাবুর বাজারের সবজি বিক্রেতা ওহাব আলী জানান, বাজারে শাক-সবজি ও খাদ্য দ্রব্যর পরিমান আগের চেয়ে ও বেশী কিন্তু পরিবহন ভাড়া বেশী থাকায় আগের চেয়ে বেশী দামে বিক্রি করতে হয়।

সরজমিনে শহরের কয়েকটি বাজার ঘুরে দেখাগেছে, সবচাইতে বেশী দাম বেড়েছে বেগুনের দাম। এর মধ্যেই ৫-১০ টাকা বেড়েছে লম্বা বেগুনের দাম। আগের সপ্তাহে লম্বা বেগুন ৪০ টাকায় বিক্রি হলেও তা ৫০-৫৫ টাকায় বিক্রি করছে ব্যবসায়ীরা।

এছাড়াও কলমি শাক, পুইশাক, লালশাক বিক্রি হচ্ছে আগের চেয়ে বেশী দামে। এক কেজি শাক কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ৩০-৪০ টাকা। বেড়েছে আলুর দাম এক পাল্লা আলু দাম বিক্রি করছে ১২০ থেকে ১২৫ টাকায়। যা গত কয়েকদিন আগে ছিল ৯০ টাকায়।

এছাড়াও শশা ৩০ টাকা, ঢেঁড়শ ৪০ টাকা, পোটল ৪০-৪৫ টাকা, ধুন্দল ৪৫-৫০ টাকা বিক্রি করছে। তবে কাঁচা মরিচের দাম একটু কম। এককেজি কাঁচা মরিচের দাম ২৫-৩০ টাকায় পাওয়া যায়। সবচাইতে দাম বেড়েছে করলার দাম এক কেজি করলা বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

তবে পেয়াজের দাম স্থিতিশীল রয়েছে। পাইকারি প্রতি পাল্লা পেয়াজ বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৫০ টাকায়। ভারত থেকে আমদানী পেয়াজ ১৪০-১৪৫ টাকা। আমদানী করা মাঝারি ধরনের মুশরির ডাল ৭০-৮০ টাকা। দেশী মুশুরির ডাল ১২০-১৩০ টাকা। মুগডাল মানবেধে ১২০-১৪০ টাকা। রসুনের কেজি ৮০-১০০ টাকা। দেশী আদা ১২০-১৫০ টাকা।

এদিকে প্যাকেট আটা ৩২-৩৫ টাকা। চিনি মানবেধে ৬৫-৭০ টাকায় বিক্রি করছে। লবন ৩৫-৪০ টাকা, জিরা ৩২০-৪০০ টাকা, ছোট এলাচ মানবেধে ২৫০০-৩৫০০ টাকায় বিক্রি হচ্ছে। ভোজ্য তেলের দাম আগে থেকে ও বেশী চড়া। প্রতি লিটার বোতলজাত তেলের দাম ১৬০-১৭০ টাকা। কেজি খোলা সয়াবিন তেলের দাম ১৪০-১৫০ টাকা। খোলা পাম ওয়েল ১২০-১২৫ টাকা।

তবে মুরগীর দাম কিছুটা বেড়েছে। বয়লার ১৫০-১৫৫ টাকা, সোনালী মুরগীর দাম ২৩০-২৫০ টাকা। গরুর মাংস এক কেজি ৬০০ টাকা, খাসি প্রতি কেজি ৮০০-৮৫০ টাকা। তবে বয়লার মুরগীর ডিম একডজন ১০৫ টাকা ধরে বিক্রি করছে বিক্রেতারা।

সংবাদটি ▼ শেয়ার করুন