আলোকিত শীতলক্ষ্যা রিপোর্ট : সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী এলাকার হাজী নাজিম উদ্দীন (৭০) রবিবার রাতে করোনা আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সংক্রমণের ঝুঁকি থাকায় তার পরিবার ‘টিম খোরশেদ’কে লাশ দাফনের আহ্বান জানায়।
খবর পেয়ে সোমবার (৫ এপ্রিল) বাদ ফজর সিদ্ধিরগঞ্জে এসে ওই লাশ দাফনের কাজ করে ‘টিম খোরশেদ’।
কাউন্সিলর খোরশেদ আলম খন্দকার জানায়, মৃতের স্বজনদের কাছ থেকে খবর পেয়ে ‘টিম খোরশেদের স্বেচ্ছাসেবকরা সিদ্ধিরগঞ্জে যায়। এবং বাদ ফজর মরহুমের গোসল ও জানাজা শেষে সিদ্ধিরগঞ্জ পাইনাদী মিজমিজি কেন্দ্রীয় কবরস্থানে লাশ দাফন করে।
লাশ দাফনের সময় কাউন্সিলর খোরশেদের টিমে আরো উপস্থিত ছিলেন, হাফেজ শিব্বির, নাজমুল কবীর নাহিদ, হাফেজ রিয়াদ, আনোয়ার হোসেন, সুমন দেওয়ান, মোঃ নকীব ও নাঈম মোল্লা।
এ পর্যন্ত টিম খোরশেদ ১৬৩ টি লাশ দাফন করেছে বলে জানান কাউন্সিলর খোরশেদ।