1. hsmini24@gmail.com : himu :
  2. tofazzal183@gmail.com : tofazzal :
সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ১১:৪৭ পূর্বাহ্ন

ভ্যাকসিন টিকা গ্রহন করে সবাইকে নেওয়ার আহ্বান : অয়ন ওসমান

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ১২৮

আলোকিত শীতলক্ষ্যা রিপোর্ট : নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পরিবারের সদস্যরা কোভিড-১৯ ভ্যাকসিন (করোনা টিকা) গ্রহণ করেছেন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জ খানপুর ৩’শ শয্যা হাসপাতালে এই ভ্যাকসিন টিকা গ্রহন করেন তাঁরা।

এ সময় ভ্যাকসিন (করোনা টিকা) গ্রহন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমানের সহধর্মিণী ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি ও পুত্র একেএম অয়ন ওসমান সহ পরিবারের অন্যান্য সদস্য।

সবাইকে ভ্যাকসিন টিকা নেওয়ার আহ্বান জানিয়ে অয়ন ওসমান তার প্রতিক্রিয়ায় জানান, এই মহামারী করোনা ভাইরাস প্রতিরোধরে জন্য প্রথম ধাপে ভ্যাকসিন গ্রহন করতে পারায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিানকে ধন্যবাদ জানাই। ভ্যাকসিন গ্রহন করে কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। ২য় ধাপের ভ্যাকসিনও আমি সময় মত গ্রহন করবো ইনশাআল্লাহ। গত ৭ ফেব্রুয়ারি সারা দেশে করোনার গণটিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম দিকে টিকা গ্রহণের চেয়ে এখন মানুষ নির্ধিদায় টিকা নিচ্ছেন।

‌↙ সংবাদ-টি শেয়ার করুন ↘

এ-ই বিভাগের আরও অন্যান্য খবর

@আমাদের সাথে যারা…

©২০২১। সর্বস্বত্ব সংরক্ষিত। ‘আলোকিত শীতলক্ষ্যা ডটকম’। আমাদের এ-ই ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বে-আইনি।
Theme Customized By BreakingNews