নারায়ণগঞ্জ ১১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পহেলা ফাল্গুনের বাসন্তীয় শুভেচ্ছা জানালেন মাসুদ রানা

 অনলাইন ভার্সন
  • ০৯:২২:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
  • / ৭৫৭

"সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন"

আলোকিত শীতলক্ষ্যা রিপোর্ট : কোকিল কুহু কুহু স্বরে যদি না ডাকে, ফুল যদি কুড়ি হয়ে বসে থাকে, বাসন্তী সাজে না সাজে, তাই কি ঋতুরাজ বসে থাকতে পারে। সমীরণের মৃদু হাওয়ায় ফুল ফুটুক, আর না-ই ফুটুক আজ বসন্ত। যুবলীগ নেতা মোঃ মাসুদ রানা‘র পক্ষ থেকে সবাইকে বাসন্তীয় শুভেচ্ছা। পহেলা ফাল্গুন, বসন্তের উৎসব দিনটিকে বরণ করতে বাহারী রঙের ফুলের নানান আয়োজনের মধ্যদিয়ে সবাই বরণ করে থাকে বসন্ত উৎসব। ইংরেজি বর্ষপঞ্জির ১৪ ফেব্রুয়ারী দিনটিকে ভালোবাসা দিবস হিসেবেও পালন করা হয় সারা বিশ্বে।

রবিবার (১৪ ফেব্রুয়ারী) সকালে এক সাক্ষাৎকারে পহেলা ফাল্গুন বসন্তের উৎসব বরণ করে সবাইকে বাসন্তীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, সিদ্ধিরগঞ্জ নাসিক ১নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ মাসুদ রানা।

বাঙালির ঘরে ঘরে বসন্তের পূর্ণতার এ দোলা ছড়িয়ে পরুক সর্বত্র এবং সারা পৃথিবীর সকল বাঙালির ঘরে ঘরে। কোকিলের কুহুতান, দখিনা হাওয়া, ঝরা পাতার শুকনো নিক্কন, প্রকৃতির মিলন, এ সব বসন্তেই। তাই বসন্ত মানে পূর্ণতা। বসন্ত মানে নতুন প্রাণের কলরব। মিলনের ঋতু বসন্তই মনকে সাজায় বাসন্তী রংয়ে, মানুষকে করে আনমনা। তাই কবিও ব্যক্ত করেছেন, ‘ফুল ফুটুক, আর না-ই ফুটুক আজ বসন্ত‘। বসন্তের এ সময়ে শীতের জীর্ণতা সরিয়ে ফুলে ফুলে সেজে ওঠে প্রকৃতি। গাছে গাছে নতুন পাতা, স্নিগ্ধ সবুজ কচি পাতার ধীরগতিতে বাতাসের সঙ্গে বয়ে চলার নতুন কিছু।


"সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন"

ফেসবুকে👍আপনার_বিজ্ঞাপন

পহেলা ফাল্গুনের বাসন্তীয় শুভেচ্ছা জানালেন মাসুদ রানা

০৯:২২:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
"সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন"

আলোকিত শীতলক্ষ্যা রিপোর্ট : কোকিল কুহু কুহু স্বরে যদি না ডাকে, ফুল যদি কুড়ি হয়ে বসে থাকে, বাসন্তী সাজে না সাজে, তাই কি ঋতুরাজ বসে থাকতে পারে। সমীরণের মৃদু হাওয়ায় ফুল ফুটুক, আর না-ই ফুটুক আজ বসন্ত। যুবলীগ নেতা মোঃ মাসুদ রানা‘র পক্ষ থেকে সবাইকে বাসন্তীয় শুভেচ্ছা। পহেলা ফাল্গুন, বসন্তের উৎসব দিনটিকে বরণ করতে বাহারী রঙের ফুলের নানান আয়োজনের মধ্যদিয়ে সবাই বরণ করে থাকে বসন্ত উৎসব। ইংরেজি বর্ষপঞ্জির ১৪ ফেব্রুয়ারী দিনটিকে ভালোবাসা দিবস হিসেবেও পালন করা হয় সারা বিশ্বে।

রবিবার (১৪ ফেব্রুয়ারী) সকালে এক সাক্ষাৎকারে পহেলা ফাল্গুন বসন্তের উৎসব বরণ করে সবাইকে বাসন্তীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, সিদ্ধিরগঞ্জ নাসিক ১নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ মাসুদ রানা।

বাঙালির ঘরে ঘরে বসন্তের পূর্ণতার এ দোলা ছড়িয়ে পরুক সর্বত্র এবং সারা পৃথিবীর সকল বাঙালির ঘরে ঘরে। কোকিলের কুহুতান, দখিনা হাওয়া, ঝরা পাতার শুকনো নিক্কন, প্রকৃতির মিলন, এ সব বসন্তেই। তাই বসন্ত মানে পূর্ণতা। বসন্ত মানে নতুন প্রাণের কলরব। মিলনের ঋতু বসন্তই মনকে সাজায় বাসন্তী রংয়ে, মানুষকে করে আনমনা। তাই কবিও ব্যক্ত করেছেন, ‘ফুল ফুটুক, আর না-ই ফুটুক আজ বসন্ত‘। বসন্তের এ সময়ে শীতের জীর্ণতা সরিয়ে ফুলে ফুলে সেজে ওঠে প্রকৃতি। গাছে গাছে নতুন পাতা, স্নিগ্ধ সবুজ কচি পাতার ধীরগতিতে বাতাসের সঙ্গে বয়ে চলার নতুন কিছু।


"সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন"