1. hsmini24@gmail.com : himu :
  2. tofazzal183@gmail.com : tofazzal :
সোমবার, ০১ মার্চ ২০২১, ০৯:৩১ পূর্বাহ্ন

শরতের এই শুভ্রখেলায় কাশফুল নিয়ে আনন্দে বাড়ি ফিরছে শিশুরা…

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ২২

আলোকিত শীতলক্ষ্যা : ছবির গল্প : কাশফুলের শুভ্রতার পরশ নিতে উতলা স্কুলফেরত শিশুরা। কাশফুলের শুভ্রতা আর শিশুদের সারল্য যেন মিলেছে হেথায়। কাশফুল নিয়ে আনন্দে বাড়ি ফিরছে শিশুরা।

শরতের এই শুভ্রখেলায় কাশবনের ছোঁয়ায় চাঁদও যেন সেজেছে শুভ্র সাজে মন মেতেছে কাশফুলে, দিন শেষে ঝিমিয়ে পড়ে নগরজীবনের ব্যস্ততা। শান্ত প্রকৃতিতে তখন বেজে ওঠে গোধূলির গান। বিদায়বেলার এই রাগিণীতেও রয়েছে স্নিগ্ধ মায়া।

গোধূলির আকাশে নানা রঙের কারুকাজ, দিন শেষে ম্লান আলোতে কী যে মায়া, সন্ধ্যার ছায়া নেমেছে শরতের কাশবনে, বালু নদে বাড়িমুখো যাত্রীদের পারাপার, নদের জলে আলো আঁধারের খেলা, সাঁঝের মায়া লুটিয়ে পড়েছে নদের নিস্তরঙ্গ জলে। ছবির গল্প।

‌↙ সংবাদ-টি শেয়ার করুন ↘

এ-ই বিভাগের আরও অন্যান্য খবর


©২০২১। সর্বস্বত্ব সংরক্ষিত। ‘আলোকিত শীতলক্ষ্যা ডটকম’। আমাদের এ-ই ওয়েবসাইটের কোনো লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বে-আইনি।
Theme Customized By BreakingNews