আলোকিত শীতলক্ষ্যা রিপোর্ট : “নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি, নারী বান্ধব দেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিদ্ধিরগঞ্জের নাসিক ১০নং ওয়ার্ড বিট পুলিশিং এর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে নাসিক ১০নং ওয়ার্ড বিট পুলিশিং এর আয়োজনে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জন-সচেতনতা তৈরির লক্ষ্যে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিউদ্দৌলার সভাপতিত্বে নাসিক ১০নং ওয়ার্ড বিট পুলিশিং এর আয়োজনে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা মোঃ আলাউদ্দিন, আমজাদ হোসেন, মনির হোসেন, মোঃ শাহিনসহ রাজনৈতিক ব্যক্তি, সমাজসেবক, ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র-ছাত্রীরা।
সমাবেশে উপস্থিত অতিথিদের বক্তব্য শেষে নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে শ্লোগান দিয়ে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানানিয়ে র্যালীর মাধ্যমে সমাবেশের কার্যক্রম শেষ করা হয়।