আলোকিত শীতলক্ষ্যা রিপোর্ট : অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ, উৎপাদিত পণ্যে উৎপাদন তারিখ, মেয়াদ, মূল্য না থানায় ভোক্তা অধিকার আইন-২০০৯ অনুযায়ী ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ফতুল্লায় আল রাফি বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ফতুল্লার পঞ্চবটি ঢালিপাড়া বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
নুশরাত আরা খানম জানান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নিয়মিত অভিযানে আজ পঞ্চবটি ঢালিপাড়া বাজারে অবস্থিত আল রাফি বেকারীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেকারীর অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ, উৎপাদিত পণ্যে উৎপাদন তারিখ, মেয়াদ, মূল্য না থানায় ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী আল রাফি বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।