রিপোর্টার আলোকিত শীতলক্ষ্যা : সিদ্ধিরগঞ্জে করোনা পরিস্থিতিতে ডেঙ্গু সংক্রমন রোধে ওয়ার্ডবাসীকে মশার উপদ্রপ থেকে রক্ষা করতে নিজ উদ্যোগে ঔষধ স্প্রে করাচ্ছে নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর মো: ওমর ফারুক।
সোমবার (২০ এপ্রিল) বিকালে ১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কাউন্সিলর ওমর ফারুকের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন মনা ও সহযোগী নিয়ে নিরলস ভাবে ফগার মেশিনের মাধ্যমে এ মশার ঔষধ স্প্রে করা হচ্ছে।
নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর মো: ওমর ফারুক জানায়, বর্তমানে করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারণে সারা বিশে^র ন্যায় আমাদের বাংলাদেশেও তা ভয়াবহ আকার ধারণ করেছে।
এই পরিস্থিতিতে মশার উপদ্রপও বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে ওয়ার্ডবাসীকে ডেঙ্গুর সংক্রমন থেকে রক্ষা করতে আমার নিজস্ব উদ্যোগে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ফগার মেশিন দিয়ে মশা নিধনের জন্য ঔষধ স্প্রে করা হচ্ছে। তা প্রতিদিনই অব্যাহত থাকবে।