স্টাফ রিপোর্টার আলোকিত শীতলক্ষ্যা ডটকম : নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে একটি রিভলবারসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলো, বন্দর একরামপুর ইস্পাহানী এলাকার দুলালের ছেলে হোসেন (২৭) ও মুন্সিগঞ্জের মোক্তারপুর এলাকার জাকির হোসেনের ছেলে ইয়ার হোসেন পায়েল (৩২)।
সোমবার ( ১৭ ফেব্রুয়ারী ) দুপুরে ১০দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
নারায়নগঞ্জ জেলা ডিবি পুলিশ এর উপ-পরিদর্শক (এসআই) সফিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা একরামপুর ইস্পাহানী এলাকা থেকে অস্ত্রসহ হোসেনকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যানুযায়ী পায়েলকে গ্রেফতার কার হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পায়েল তার কাছে অস্ত্রটি বিক্রি করেছিল। তাদের আরো জিজ্ঞাসাবাদের জন্য ১০দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।