নারায়ণগঞ্জ ০৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জ সাংবাদিক সংস্থার উদ্যোগে নিম্ন আয়ের ৫৬০ পরিবাররের মাঝে কাঁচাবাজার বিতরণ

 অনলাইন ভার্সন
  • ০৯:০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০
  • / ৪৯৬

"সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন"

বিশেষ প্রতিনিধি আলোকিত শীতলক্ষ্যা : মানুষ মানুষের জন্য এ কথাটি বাস্তবায়ন করছে যুব সমাজের অহংকার জাতীয় সাংবাদিক সংস্থার সিদ্ধিরগঞ্জ থানা কমিটির আহ্বায়ক মোঃ হান্নন প্রধান।

রবিরার সকালে সংস্থাটির উদ্যোগে নাসিক ৬নং ওয়ার্ডের মুনলাইট চৌরাস্তা এলাকায় গরীব দুস্থ রিকশাচালক এবং নিম্নআয়ের ৫৬০ পরিবারের মাঝে কহি, বেগুন,করোলা, উস্তা, কাঁচা মরিচ, টমেটো, ঢেঁড়স, শাকসবজি বিতরণ করা হয়।

এসময় মুক্তা বেগম নামে এক মহিলা বলেন,এর আগেও হান্নান প্রধান চাল,ডাল,আলু দিয়েছে। আমগো জীবন বাঁচাতে পেঠে ভাত দিচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি সে ভালো থাকুক। রিক্সা চালক মিজান বলেন, ঘরে চাল নাই,হান্নান ভাই চাল পাঠিয়েছে। শাকসবজি ও কাঁচাবাজার নিতে এসেছি। গরীবের জন্য গরীবই কাদে। বড় লোক কাদে টাকার জন্য বলেই দু,চোখের অশ্রুজ¦ল আসে।এদিকে হান্নান প্রধান বলেন, মানুষের অসহায়ত্ত সময় ঘরে বসে থাকতে পাল্লামনা। কিছু করার চেষ্টা করছি। দোয়া করবেন, আল্লাহর কাছে, তিনি দ্রুত এই করোনা রোগ থেকে পৃথীবী’র সকল মানুষকে রক্ষা করেন। আমাদের সকলকেই যেন ক্ষমা করেন দেন আল্লাহর।

এসময় সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সাপ্তাহিক সমতল পত্রিকা ভারপাপ্ত সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিভাগ সাধারণ সম্পাদক আনিছুর রহমান (প্রধান)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মুহাম্মদ জহিরুল ইসলাম বাবু,সংস্থাটি’র বন্দর থানা সদস্য সচিব শহিদুল ইসলাম, সফিউদ্দিন, রহিম প্রধান, মিজান, শাকিল, রানা, মহিউদ্দিন রানা, ইলিয়াস, আবুল হোসেন, কামাল, বড় বাবুল, সিপন, ছোট মিজান, ছোট বাবুল প্রমুখ।

ফেসবুকে👍আলোকিত শীতলক্ষ্যা

সিদ্ধিরগঞ্জ সাংবাদিক সংস্থার উদ্যোগে নিম্ন আয়ের ৫৬০ পরিবাররের মাঝে কাঁচাবাজার বিতরণ

০৯:০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০
"সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন"

বিশেষ প্রতিনিধি আলোকিত শীতলক্ষ্যা : মানুষ মানুষের জন্য এ কথাটি বাস্তবায়ন করছে যুব সমাজের অহংকার জাতীয় সাংবাদিক সংস্থার সিদ্ধিরগঞ্জ থানা কমিটির আহ্বায়ক মোঃ হান্নন প্রধান।

রবিরার সকালে সংস্থাটির উদ্যোগে নাসিক ৬নং ওয়ার্ডের মুনলাইট চৌরাস্তা এলাকায় গরীব দুস্থ রিকশাচালক এবং নিম্নআয়ের ৫৬০ পরিবারের মাঝে কহি, বেগুন,করোলা, উস্তা, কাঁচা মরিচ, টমেটো, ঢেঁড়স, শাকসবজি বিতরণ করা হয়।

এসময় মুক্তা বেগম নামে এক মহিলা বলেন,এর আগেও হান্নান প্রধান চাল,ডাল,আলু দিয়েছে। আমগো জীবন বাঁচাতে পেঠে ভাত দিচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি সে ভালো থাকুক। রিক্সা চালক মিজান বলেন, ঘরে চাল নাই,হান্নান ভাই চাল পাঠিয়েছে। শাকসবজি ও কাঁচাবাজার নিতে এসেছি। গরীবের জন্য গরীবই কাদে। বড় লোক কাদে টাকার জন্য বলেই দু,চোখের অশ্রুজ¦ল আসে।এদিকে হান্নান প্রধান বলেন, মানুষের অসহায়ত্ত সময় ঘরে বসে থাকতে পাল্লামনা। কিছু করার চেষ্টা করছি। দোয়া করবেন, আল্লাহর কাছে, তিনি দ্রুত এই করোনা রোগ থেকে পৃথীবী’র সকল মানুষকে রক্ষা করেন। আমাদের সকলকেই যেন ক্ষমা করেন দেন আল্লাহর।

এসময় সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সাপ্তাহিক সমতল পত্রিকা ভারপাপ্ত সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিভাগ সাধারণ সম্পাদক আনিছুর রহমান (প্রধান)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মুহাম্মদ জহিরুল ইসলাম বাবু,সংস্থাটি’র বন্দর থানা সদস্য সচিব শহিদুল ইসলাম, সফিউদ্দিন, রহিম প্রধান, মিজান, শাকিল, রানা, মহিউদ্দিন রানা, ইলিয়াস, আবুল হোসেন, কামাল, বড় বাবুল, সিপন, ছোট মিজান, ছোট বাবুল প্রমুখ।